জাপানি ক্লাব ভিসেল কোবের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে বার্সেলোনা ও স্পেনের সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার। আগামী ১ জুলাই ক্লাবটির হয়ে শেষ ম্যাচ খেলবেন ৩৯ বছর বয়সী তারকা। ইনিয়েস্তা জে-লিগ ছাড়ছেন মৌসুমের মাঝপথে।
২০১৮ সালে বার্সা ছেড়ে ভিসেল কোবেতে যোগ দেন ইনিয়েস্তা। চলতি মৌসুমে মাত্র তিন ম্যাচ খেলেছেন তিনি। তাও বদলি হিসেবে। ভিসেল কোবে ছাড়লেও আপাতত অবসরের পরিকল্পনা নেই ইনিয়েস্তার। তিনি বলেছেন, ‘আমি চেয়েছি যথাযথভাবে সময়টা শেষ করতে চেয়েছি। এখন দেখি আমার জন্য কোন বিকল্প পথ খোলা আছে।’
এখনই অবসর না নেওয়ার প্রসঙ্গে আজ সংবাদ সম্মেলনে ইনিয়েস্তা অশ্রুভেজা কণ্ঠে আরও বলেছেন, ‘আমি খেলে যেতে চাই এবং তারপর অবসর। আমি এখনো সক্রিয় আছি। আমি এমন একটা জায়গা খুঁজে যেখানে শেষপর্যন্ত অবসর নিতে পারি।’
ভিসেল কোবের হয়ে ১৩৩ ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। ২০১৯ সালে জিতেছেন জাপানের ঘরোয়া এম্পেরর কাপ। একই বছর জিতেছেন জাপানিজ সুপার কাপ। বার্সার হয়ে ২২ বছরের ক্যারিয়ারে ৩২ ট্রফি জিতেছেন স্পেনের হয়ে ২০১০ সালে বিশ্বকাপজয়ী তারকা। কাতালান জায়ান্টদের মূল দলে ৬৭৪ ম্যাচ খেলেছেন তিনি।
ভিসেল কোবে ছাড়া সহজ সিদ্ধান্ত নয় জানিয়েছেন ইনিয়েস্তা। তিনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারের জন্য এটি কঠিন সিদ্ধান্ত’। সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘আমি সবসময় ভাবতাম এখানেই অবসর নেবো। কিন্তু সেটি আর হচ্ছে না।’
ইনিয়েস্তা আরও বলেছেন, ‘গত কয়েক মাস ধরে দলে অবদান রাখার ইচ্ছে নিয়ে আমি কঠিন অনুশীলন করেছি। তবে আমার মনে হয়েছে কোচের ভিন্ন পরিকল্পনা আছে।’
জাপানি ক্লাব ভিসেল কোবের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে বার্সেলোনা ও স্পেনের সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার। আগামী ১ জুলাই ক্লাবটির হয়ে শেষ ম্যাচ খেলবেন ৩৯ বছর বয়সী তারকা। ইনিয়েস্তা জে-লিগ ছাড়ছেন মৌসুমের মাঝপথে।
২০১৮ সালে বার্সা ছেড়ে ভিসেল কোবেতে যোগ দেন ইনিয়েস্তা। চলতি মৌসুমে মাত্র তিন ম্যাচ খেলেছেন তিনি। তাও বদলি হিসেবে। ভিসেল কোবে ছাড়লেও আপাতত অবসরের পরিকল্পনা নেই ইনিয়েস্তার। তিনি বলেছেন, ‘আমি চেয়েছি যথাযথভাবে সময়টা শেষ করতে চেয়েছি। এখন দেখি আমার জন্য কোন বিকল্প পথ খোলা আছে।’
এখনই অবসর না নেওয়ার প্রসঙ্গে আজ সংবাদ সম্মেলনে ইনিয়েস্তা অশ্রুভেজা কণ্ঠে আরও বলেছেন, ‘আমি খেলে যেতে চাই এবং তারপর অবসর। আমি এখনো সক্রিয় আছি। আমি এমন একটা জায়গা খুঁজে যেখানে শেষপর্যন্ত অবসর নিতে পারি।’
ভিসেল কোবের হয়ে ১৩৩ ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। ২০১৯ সালে জিতেছেন জাপানের ঘরোয়া এম্পেরর কাপ। একই বছর জিতেছেন জাপানিজ সুপার কাপ। বার্সার হয়ে ২২ বছরের ক্যারিয়ারে ৩২ ট্রফি জিতেছেন স্পেনের হয়ে ২০১০ সালে বিশ্বকাপজয়ী তারকা। কাতালান জায়ান্টদের মূল দলে ৬৭৪ ম্যাচ খেলেছেন তিনি।
ভিসেল কোবে ছাড়া সহজ সিদ্ধান্ত নয় জানিয়েছেন ইনিয়েস্তা। তিনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারের জন্য এটি কঠিন সিদ্ধান্ত’। সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘আমি সবসময় ভাবতাম এখানেই অবসর নেবো। কিন্তু সেটি আর হচ্ছে না।’
ইনিয়েস্তা আরও বলেছেন, ‘গত কয়েক মাস ধরে দলে অবদান রাখার ইচ্ছে নিয়ে আমি কঠিন অনুশীলন করেছি। তবে আমার মনে হয়েছে কোচের ভিন্ন পরিকল্পনা আছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫