নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুরুর ম্যাচেই প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা হওয়ায় খানিকটা অস্বস্তিতে ছিল বাংলাদেশ। তবে খেলা মাঠে গড়াতেই কে স্বাগতিক আর কে অতিথি, সেটা বুঝে ওঠাই কঠিন হলো। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামের গ্যালারির এক কোণে লাল-সবুজ পতাকা। নিজ দেশের সমর্থকদের সমর্থন পেয়ে শ্রীলঙ্কার জালে ৫ গোল দিলেন মিরাজুল ইসলাম-মুর্শেদ আলীরা।
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলের বড় জয় পেয়েছেন বাংলাদেশের কিশোর ফুটবলাররা। গত আগস্টে অনূর্ধ্ব-২০ সাফেও লঙ্কানদের হারিয়েছিলেন বাংলাদেশের যুবারা।
আজ বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মুর্শেদ আলী, করিয়েছেন একটি। বড় এই জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিতই হয়ে গেছে পল স্মলির দলের।
ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটের মধ্যেই ফল নিজেদের পক্ষে নিয়েছে বাংলাদেশ। সপ্তম মিনিটে মিরাজুল ইসলামের শট লঙ্কান গোলরক্ষক মোহাম্মদ রিহাসের হাত ফসকালে সুযোগটা কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন রুবেল শেখ। তিন মিনিট পর ডিফেন্ডার পারভেজ আহমেদের লম্বা থ্রো থেকে লঙ্কান ডি-বক্সে প্রথমে হেড নেন আশিকুর রহমান। বাঁ পোস্টে ফাঁকায় ছিলেন মুর্শেদ আলী। আশিকের হেড থেকে পেয়ে আলতো করে বল জালে জড়ান মুর্শেদ।
প্রথমার্ধে আর গোল করতে না পারলেও ম্যাচের লাগাম কখনোই হাত থেকে ছাড়েননি বাংলাদেশের ফুটবলাররা। প্রথম ৪৫ মিনিটে ১১ শটে মাত্র দুই গোল পেলেও দ্বিতীয়ার্ধে আট শটে আরও তিন গোল করেছেন মিরাজরা। ৭৫ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে বাংলাদেশকে তৃতীয়বারের মতো দেখিয়ে দেন মুর্শেদ আলী। ডান প্রান্ত থেকে সতীর্থের উড়িয়ে দেওয়া ক্রসে মাটিতে পড়ার আগেই ডান পায়ের ভলিতে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
দুই মিনিট পর বাংলাদেশ গোলরক্ষক মো. আসিফের ভুলে লঙ্কানরা এক গোল শোধ দিলেও সেটা ভয়ের কারণ হয়ে উঠতে পারেনি কখনোই। ৭৯ মিনিটে মুর্শেদের ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে ব্যবধান ৪-১ করেন ডিফেন্ডার সিরাজুল ইসলাম রানা। অতিরিক্ত সময়ে বদলি হিসেবে মাঠে নেমেই প্রথম শটে ব্যবধানটাকে বাড়ান ফরোয়ার্ড নাজিম উদ্দিন। আগামীকাল ‘এ’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে খেলবে ইমরান খানের দল।
শুরুর ম্যাচেই প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা হওয়ায় খানিকটা অস্বস্তিতে ছিল বাংলাদেশ। তবে খেলা মাঠে গড়াতেই কে স্বাগতিক আর কে অতিথি, সেটা বুঝে ওঠাই কঠিন হলো। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামের গ্যালারির এক কোণে লাল-সবুজ পতাকা। নিজ দেশের সমর্থকদের সমর্থন পেয়ে শ্রীলঙ্কার জালে ৫ গোল দিলেন মিরাজুল ইসলাম-মুর্শেদ আলীরা।
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলের বড় জয় পেয়েছেন বাংলাদেশের কিশোর ফুটবলাররা। গত আগস্টে অনূর্ধ্ব-২০ সাফেও লঙ্কানদের হারিয়েছিলেন বাংলাদেশের যুবারা।
আজ বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মুর্শেদ আলী, করিয়েছেন একটি। বড় এই জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিতই হয়ে গেছে পল স্মলির দলের।
ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটের মধ্যেই ফল নিজেদের পক্ষে নিয়েছে বাংলাদেশ। সপ্তম মিনিটে মিরাজুল ইসলামের শট লঙ্কান গোলরক্ষক মোহাম্মদ রিহাসের হাত ফসকালে সুযোগটা কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন রুবেল শেখ। তিন মিনিট পর ডিফেন্ডার পারভেজ আহমেদের লম্বা থ্রো থেকে লঙ্কান ডি-বক্সে প্রথমে হেড নেন আশিকুর রহমান। বাঁ পোস্টে ফাঁকায় ছিলেন মুর্শেদ আলী। আশিকের হেড থেকে পেয়ে আলতো করে বল জালে জড়ান মুর্শেদ।
প্রথমার্ধে আর গোল করতে না পারলেও ম্যাচের লাগাম কখনোই হাত থেকে ছাড়েননি বাংলাদেশের ফুটবলাররা। প্রথম ৪৫ মিনিটে ১১ শটে মাত্র দুই গোল পেলেও দ্বিতীয়ার্ধে আট শটে আরও তিন গোল করেছেন মিরাজরা। ৭৫ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে বাংলাদেশকে তৃতীয়বারের মতো দেখিয়ে দেন মুর্শেদ আলী। ডান প্রান্ত থেকে সতীর্থের উড়িয়ে দেওয়া ক্রসে মাটিতে পড়ার আগেই ডান পায়ের ভলিতে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
দুই মিনিট পর বাংলাদেশ গোলরক্ষক মো. আসিফের ভুলে লঙ্কানরা এক গোল শোধ দিলেও সেটা ভয়ের কারণ হয়ে উঠতে পারেনি কখনোই। ৭৯ মিনিটে মুর্শেদের ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে ব্যবধান ৪-১ করেন ডিফেন্ডার সিরাজুল ইসলাম রানা। অতিরিক্ত সময়ে বদলি হিসেবে মাঠে নেমেই প্রথম শটে ব্যবধানটাকে বাড়ান ফরোয়ার্ড নাজিম উদ্দিন। আগামীকাল ‘এ’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে খেলবে ইমরান খানের দল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫