অনলাইন ডেস্ক
এত দিন চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট-ফুটবল দুই খেলাই হতো। এখন সেটি ২৫ বছরের জন্য ব্যবহারের অনুমতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ১২ শর্তে এই দীর্ঘ সময়ের জন্য স্টেডিয়ামটি বাফুফেকে লিজ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ গণমাধ্যমে পাঠানো জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মাহবুব মোরশেদ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানা গেল।
এদিকে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলোর একেবারে শেষাংশে অনুমতিপত্র বাতিলের বিষয়টিও গুরুত্ব দিয়ে লিখেছে এনএসসি। যেখানে বলা আছে, ‘উপরিউক্ত শর্তাবলির কোনো ব্যত্যয় ঘটলে এ অনুমতিপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।’ অর্থাৎ ২৫ বছর এনএসসির দেওয়া শর্তগুলো পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে হবে বাফুফেকে। শর্ত ভাঙলে স্টেডিয়াম ব্যবহারের অনুমতি হারাবে তারা। এ বিষয়ে বিস্তারিত জানতে এনএসসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মাহবুব মোরশেদ সোহেলকে ফোন দেওয়া হলে তিনি এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি।
এর আগে গত ২২ ডিসেম্বর ব্যাডমিন্টনের এক অনুষ্ঠানে এসে এম এ আজিজ স্টেডিয়াম বাফুফেকে দেওয়ার বিষয়টি প্রথম জানিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তখন তিনি বলেছিলেন, স্টেডিয়ামটি ১০ বছরের জন্য বাফুফেকে দেওয়া হয়েছে। ওই দিনই বাফুফে জানিয়েছিল, ১০ বছরের জন্য স্টেডিয়াম নিয়ে খুব একটা লাভ হবে না। কারণ, এটিকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে অন্তত ২০ থেকে ২৫ বছর ফুটবলের জন্য দরকার।
শেষমেশ ১২ শর্তে ২৫ বছরের জন্য স্টেডিয়ামটি পেয়েছে বাফুফে। সেই শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো–স্টেডিয়ামের কোনো সংস্কার করতে হলে সেটি পরিষদকে জানিয়ে করতে হবে এবং সব ব্যয় বহন করতে হবে বাফুফেকেই। স্টেডিয়ামের বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোনসহ সব ব্যয়ও ফেডারেশনের। জাতীয় ও আন্তর্জাতিক খেলায় ১৫ শতাংশ গেট মানি ক্রীড়া পরিষদের অনুকূলে দিতে হবে এবং স্টেডিয়ামে অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হলে ঠিক করার ব্যয় বাফুফেকে বহন করতে হবে।
এত দিন চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট-ফুটবল দুই খেলাই হতো। এখন সেটি ২৫ বছরের জন্য ব্যবহারের অনুমতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ১২ শর্তে এই দীর্ঘ সময়ের জন্য স্টেডিয়ামটি বাফুফেকে লিজ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ গণমাধ্যমে পাঠানো জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মাহবুব মোরশেদ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানা গেল।
এদিকে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলোর একেবারে শেষাংশে অনুমতিপত্র বাতিলের বিষয়টিও গুরুত্ব দিয়ে লিখেছে এনএসসি। যেখানে বলা আছে, ‘উপরিউক্ত শর্তাবলির কোনো ব্যত্যয় ঘটলে এ অনুমতিপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।’ অর্থাৎ ২৫ বছর এনএসসির দেওয়া শর্তগুলো পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে হবে বাফুফেকে। শর্ত ভাঙলে স্টেডিয়াম ব্যবহারের অনুমতি হারাবে তারা। এ বিষয়ে বিস্তারিত জানতে এনএসসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মাহবুব মোরশেদ সোহেলকে ফোন দেওয়া হলে তিনি এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি।
এর আগে গত ২২ ডিসেম্বর ব্যাডমিন্টনের এক অনুষ্ঠানে এসে এম এ আজিজ স্টেডিয়াম বাফুফেকে দেওয়ার বিষয়টি প্রথম জানিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তখন তিনি বলেছিলেন, স্টেডিয়ামটি ১০ বছরের জন্য বাফুফেকে দেওয়া হয়েছে। ওই দিনই বাফুফে জানিয়েছিল, ১০ বছরের জন্য স্টেডিয়াম নিয়ে খুব একটা লাভ হবে না। কারণ, এটিকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে অন্তত ২০ থেকে ২৫ বছর ফুটবলের জন্য দরকার।
শেষমেশ ১২ শর্তে ২৫ বছরের জন্য স্টেডিয়ামটি পেয়েছে বাফুফে। সেই শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো–স্টেডিয়ামের কোনো সংস্কার করতে হলে সেটি পরিষদকে জানিয়ে করতে হবে এবং সব ব্যয় বহন করতে হবে বাফুফেকেই। স্টেডিয়ামের বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোনসহ সব ব্যয়ও ফেডারেশনের। জাতীয় ও আন্তর্জাতিক খেলায় ১৫ শতাংশ গেট মানি ক্রীড়া পরিষদের অনুকূলে দিতে হবে এবং স্টেডিয়ামে অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হলে ঠিক করার ব্যয় বাফুফেকে বহন করতে হবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫