দলবদলের মৌসুমে খেলোয়াড়দের নিয়ে চলে নানারকম গুঞ্জন। ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের প্রস্তাবের কথাও শোনা যায়। তেমনই সৌদি আরবের ফুটবল ক্লাব থেকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব পেয়েছিলেন উসমান দেম্বেলে। কিন্তু দেম্বেলে তা নাকচ করে দিয়েছেন।
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর থেকেই আলোচনায় সৌদি আরবের ফুটবল লিগ। অনেক তারকা ফুটবলার এরই মধ্যে নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাবে। আরও অনেককে নেওয়ার চেষ্টা করছে তারা। এই মৌসুমে বার্সালোনা উইঙ্গার উসমান দেম্বেলেকে ৫ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল আল-নাসর। সৌদি ক্লাব তাঁকে ২০ কোটি ইউরোর প্রস্তাব দেয়, বাংলাদেশি মুদ্রায় তা ২৪১৩ কোটি ৫৭ লাখ টাকা। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ফরাসি উইঙ্গার।
২০২৪ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে দেম্বেলের। আর ২৬ বছর বয়সী ফরাসি তারকা বার্সার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির নবায়নে বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ‘খুব ভালোই কাটছে এখানে। চুক্তির নবায়নে বার্সেলোনা চাইছে আমাকে ২০২৭ সাল পর্যন্ত রাখতে। আমার এজেন্টরা এই বিষয়ে কথা বলবেন। বার্সার হয়ে খেলে আমি খুব খুশি।’
২০১৭তে ১০ কোটি ৫০ লক্ষ ইউরোতে (১২৬৭ কোটি ১৩ লাখ টাকা) বার্সেলোনায় যোগ দেন দেম্বেলে। এর আগে ২০১৪ সালে তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল রেনেস ক্লাবে। এরপর জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে ৫ বছরের জন্য চুক্তি করেন তিনি। ২০২১-২০২২ মৌসুমে বার্সায় হয়ে শেষ করেছেন এই ফরাসি উইঙ্গার। ১২৭ ম্যাচে ২৪ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে।
দলবদলের মৌসুমে খেলোয়াড়দের নিয়ে চলে নানারকম গুঞ্জন। ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের প্রস্তাবের কথাও শোনা যায়। তেমনই সৌদি আরবের ফুটবল ক্লাব থেকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব পেয়েছিলেন উসমান দেম্বেলে। কিন্তু দেম্বেলে তা নাকচ করে দিয়েছেন।
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর থেকেই আলোচনায় সৌদি আরবের ফুটবল লিগ। অনেক তারকা ফুটবলার এরই মধ্যে নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাবে। আরও অনেককে নেওয়ার চেষ্টা করছে তারা। এই মৌসুমে বার্সালোনা উইঙ্গার উসমান দেম্বেলেকে ৫ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল আল-নাসর। সৌদি ক্লাব তাঁকে ২০ কোটি ইউরোর প্রস্তাব দেয়, বাংলাদেশি মুদ্রায় তা ২৪১৩ কোটি ৫৭ লাখ টাকা। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ফরাসি উইঙ্গার।
২০২৪ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে দেম্বেলের। আর ২৬ বছর বয়সী ফরাসি তারকা বার্সার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির নবায়নে বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ‘খুব ভালোই কাটছে এখানে। চুক্তির নবায়নে বার্সেলোনা চাইছে আমাকে ২০২৭ সাল পর্যন্ত রাখতে। আমার এজেন্টরা এই বিষয়ে কথা বলবেন। বার্সার হয়ে খেলে আমি খুব খুশি।’
২০১৭তে ১০ কোটি ৫০ লক্ষ ইউরোতে (১২৬৭ কোটি ১৩ লাখ টাকা) বার্সেলোনায় যোগ দেন দেম্বেলে। এর আগে ২০১৪ সালে তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল রেনেস ক্লাবে। এরপর জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে ৫ বছরের জন্য চুক্তি করেন তিনি। ২০২১-২০২২ মৌসুমে বার্সায় হয়ে শেষ করেছেন এই ফরাসি উইঙ্গার। ১২৭ ম্যাচে ২৪ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫