ক্রীড়া ডেস্ক
দেড় বছর পর ব্রাজিল দলে ফিরেছিলেন নেইমার জুনিয়র। আবারও যখন হলুদ জার্সিতে মাঠে নামার অপেক্ষা ফুরাবে, তার আগমুহূর্তে সেই নতুন করে পুরোনো দুঃসংবাদ দিলেন এই তারকা ফুটবলার। ঊরুর চোটে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে ছিটকে গেছেন তিনি।
সান্তোসে ফেরার পর দারুণ ছন্দে ছিলেন নেইমার। হলুদ জার্সি পরে মাঠে নামতে অনেকটা রোমাঞ্চিত ছিলেন। কিন্তু দুই সপ্তাহ ধরে ঊরুর চোটের সঙ্গে সংগ্রাম করছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে খেলতে না পারার কথা এভাবেই লিখেছেন, ‘মনে হচ্ছিল প্রত্যাবর্তন খুব সন্নিকটে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে বিশ্বের সেরা জার্সিটি পোর সুযোগ আমি পাচ্ছি না।’
ঝুঁকি এড়াতেই মাঠের বাইরে থাকতে হচ্ছে নেইমারকে। তিনি আরও লিখেছেন, ‘সবাই জানে আমি ফেরার জন্য কতটা উদ্গ্রীব। আমাদের তার পর দীর্ঘ আলোচনাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা একমত হয়েছি, কোনো ঝুঁকি নিলে সেটা আসলে ভালো হবে না। পাশাপাশি চোট পুরোপুরি নির্মূল করার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত।’
সামনেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ ব্রাজিলের। নেইমারকে নিয়ে কোচ দরিভাল জুনিয়রও চূড়ান্ত দল ঘোষণা করেছিলেন। নেইমারের ছিটকে যাওয়া নিশ্চয় কিছুটা চিন্তাও বাড়াবে। ৩৩ বছর বয়সী এই ফুটবলারের জায়গায় দলে সুযোগ হয়েছে এন্ড্রিকের। এমনিতেই বাছাইয়ে ধুঁকছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ২৬ মার্চ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ তাদের।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে এ পর্যন্ত ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে ব্রাজিল। এর মধ্যে হেরেছে ৪ ম্যাচে, ড্র করেছে ৩ ম্যাচে এবং ৫ ম্যাচে জয়। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা, ১৯ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে কলম্বিয়া।
দেড় বছর পর ব্রাজিল দলে ফিরেছিলেন নেইমার জুনিয়র। আবারও যখন হলুদ জার্সিতে মাঠে নামার অপেক্ষা ফুরাবে, তার আগমুহূর্তে সেই নতুন করে পুরোনো দুঃসংবাদ দিলেন এই তারকা ফুটবলার। ঊরুর চোটে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে ছিটকে গেছেন তিনি।
সান্তোসে ফেরার পর দারুণ ছন্দে ছিলেন নেইমার। হলুদ জার্সি পরে মাঠে নামতে অনেকটা রোমাঞ্চিত ছিলেন। কিন্তু দুই সপ্তাহ ধরে ঊরুর চোটের সঙ্গে সংগ্রাম করছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে খেলতে না পারার কথা এভাবেই লিখেছেন, ‘মনে হচ্ছিল প্রত্যাবর্তন খুব সন্নিকটে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে বিশ্বের সেরা জার্সিটি পোর সুযোগ আমি পাচ্ছি না।’
ঝুঁকি এড়াতেই মাঠের বাইরে থাকতে হচ্ছে নেইমারকে। তিনি আরও লিখেছেন, ‘সবাই জানে আমি ফেরার জন্য কতটা উদ্গ্রীব। আমাদের তার পর দীর্ঘ আলোচনাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা একমত হয়েছি, কোনো ঝুঁকি নিলে সেটা আসলে ভালো হবে না। পাশাপাশি চোট পুরোপুরি নির্মূল করার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত।’
সামনেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ ব্রাজিলের। নেইমারকে নিয়ে কোচ দরিভাল জুনিয়রও চূড়ান্ত দল ঘোষণা করেছিলেন। নেইমারের ছিটকে যাওয়া নিশ্চয় কিছুটা চিন্তাও বাড়াবে। ৩৩ বছর বয়সী এই ফুটবলারের জায়গায় দলে সুযোগ হয়েছে এন্ড্রিকের। এমনিতেই বাছাইয়ে ধুঁকছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ২৬ মার্চ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ তাদের।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে এ পর্যন্ত ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে ব্রাজিল। এর মধ্যে হেরেছে ৪ ম্যাচে, ড্র করেছে ৩ ম্যাচে এবং ৫ ম্যাচে জয়। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা, ১৯ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে কলম্বিয়া।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে