আগামীকাল পোল্যান্ডের বিপক্ষে ৯৭৪ স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে যেতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই আলবিসেলেস্তেদের। তবে এই ম্যাচ নিয়ে বেশি ভাবতে চান না লিসান্দ্রো মার্তিনেজ। বরং নিজেদের স্বাভাবিক খেলাটাই আগামীকাল খেলতে চান বলে জানিয়েছেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। তাতে আর্জেন্টিনার জন্য বাকি দুটো ম্যাচ হয়ে যায় ‘বাঁচা-মরার ম্যাচ’। গত শনিবার লুসাইলে স্টেডিয়ামে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি একটি করে গোল ও অ্যাসিস্ট করলেও লিসান্দ্রো রক্ষণভাগ বেশ দারুণভাবে সামলেছেন। শতভাগ ট্যাকল, ৮৬ শতাংশ নির্ভুল পাস, ৬৬ বার বলের সঙ্গে সংযোগ, ৫৫ পাস দিয়ে ৪৭ টিতে সফল, ৪ ক্লিয়ারেন্স, প্রতিপক্ষ থেকে বল কেড়ে নিয়েছেন ২ বার, বক্সে ক্লিয়ারেন্স ৪ টি, এরিয়াল ডুয়েল ১ টি, গ্রাউন্ড ডুয়েলে ২ বার, লাং বল এক্সিলেরাট করেছেন ৩ টি।
পোল্যান্ডের বিপক্ষে আগামীকাল ম্যাচ নিয়ে নিজেদের ওপর চাপ বাড়াতে চান না লিসান্দ্রো। আর্জেন্টাইন এই ডিফেন্ডার বলেন, ‘আমাদের শান্ত থাকতে হবে। নিজেদের ওপর চাপের বোঝা বাড়াতে চাই না। আমরা সাধারণভাবেই খেলতে চাই। আমরা জানি, আর্জেন্টিনা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা এবং এই জার্সি পড়া কতটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সবটা দিতে চাই।’
লিসান্দ্রো আরও বলেন, ‘আমরা জানি যে আমরা বড় দল। আমাদের অনেক বিখ্যাত খেলোয়াড় আছে। কিন্তু এটা শুধুই আর্জেন্টিনার ব্যাপার না, এটা বিশ্বকাপের ব্যাপার। সব দলের বিপক্ষে খেলা সহজ না তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখছি। আমরা বিশ্বাস করি যে আমাদের পারতে হবে।’
আগামীকাল পোল্যান্ডের বিপক্ষে ৯৭৪ স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে যেতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই আলবিসেলেস্তেদের। তবে এই ম্যাচ নিয়ে বেশি ভাবতে চান না লিসান্দ্রো মার্তিনেজ। বরং নিজেদের স্বাভাবিক খেলাটাই আগামীকাল খেলতে চান বলে জানিয়েছেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। তাতে আর্জেন্টিনার জন্য বাকি দুটো ম্যাচ হয়ে যায় ‘বাঁচা-মরার ম্যাচ’। গত শনিবার লুসাইলে স্টেডিয়ামে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি একটি করে গোল ও অ্যাসিস্ট করলেও লিসান্দ্রো রক্ষণভাগ বেশ দারুণভাবে সামলেছেন। শতভাগ ট্যাকল, ৮৬ শতাংশ নির্ভুল পাস, ৬৬ বার বলের সঙ্গে সংযোগ, ৫৫ পাস দিয়ে ৪৭ টিতে সফল, ৪ ক্লিয়ারেন্স, প্রতিপক্ষ থেকে বল কেড়ে নিয়েছেন ২ বার, বক্সে ক্লিয়ারেন্স ৪ টি, এরিয়াল ডুয়েল ১ টি, গ্রাউন্ড ডুয়েলে ২ বার, লাং বল এক্সিলেরাট করেছেন ৩ টি।
পোল্যান্ডের বিপক্ষে আগামীকাল ম্যাচ নিয়ে নিজেদের ওপর চাপ বাড়াতে চান না লিসান্দ্রো। আর্জেন্টাইন এই ডিফেন্ডার বলেন, ‘আমাদের শান্ত থাকতে হবে। নিজেদের ওপর চাপের বোঝা বাড়াতে চাই না। আমরা সাধারণভাবেই খেলতে চাই। আমরা জানি, আর্জেন্টিনা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা এবং এই জার্সি পড়া কতটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সবটা দিতে চাই।’
লিসান্দ্রো আরও বলেন, ‘আমরা জানি যে আমরা বড় দল। আমাদের অনেক বিখ্যাত খেলোয়াড় আছে। কিন্তু এটা শুধুই আর্জেন্টিনার ব্যাপার না, এটা বিশ্বকাপের ব্যাপার। সব দলের বিপক্ষে খেলা সহজ না তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখছি। আমরা বিশ্বাস করি যে আমাদের পারতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫