শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল কোস্টারিকা। গত রাতে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ৩২তম দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। বিশ্বকাপে ‘ই’ গ্রুপে পড়া কোস্টারিকা তাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে জার্মানি, স্পেন ও জাপানকে ।
কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে গত রাতে আন্তমহাদেশীয় প্লে-অফে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙেছে নিউজিল্যান্ডের। অন্যদিকে এই জয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল কোস্টারিকা।
ম্যাচের তৃতীয় মিনিটেই জোয়েল কাম্পবেলের গোলে এগিয়ে যায় কোস্টারিকা। ৩৯ মিনিটে সুযোগ এসেছিল নিউজিল্যান্ডের সামনে। প্রতিপক্ষের জালে কিউইদের পক্ষে বলও জড়িয়েছিলেন ক্রিস উড। কিন্তু ফাউলের কারণে রেফারি ভিএআরের সহায়তা নিলে বাতিল হয়ে যায় গোল।
১-০ গোলে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয়ার্ধে আরও চাপে পড়ে। ৬৯ মিনিটের মাথায় ফ্রান্সিসকো কালভোকে ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন কোস্টা বারবারোউস। ভিএআরের শরণাপন্ন হয়ে রেফারি পরে তাঁকে লাল কার্ড দেখালে নিউজিল্যান্ড ১০ জনের দলে পরিণত হয়। ১০ জনের দল নিয়ে চেষ্টা করেও বাকি সময়ে ম্যাচে ফিরতে পারেনি।
শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল কোস্টারিকা। গত রাতে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ৩২তম দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। বিশ্বকাপে ‘ই’ গ্রুপে পড়া কোস্টারিকা তাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে জার্মানি, স্পেন ও জাপানকে ।
কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে গত রাতে আন্তমহাদেশীয় প্লে-অফে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙেছে নিউজিল্যান্ডের। অন্যদিকে এই জয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল কোস্টারিকা।
ম্যাচের তৃতীয় মিনিটেই জোয়েল কাম্পবেলের গোলে এগিয়ে যায় কোস্টারিকা। ৩৯ মিনিটে সুযোগ এসেছিল নিউজিল্যান্ডের সামনে। প্রতিপক্ষের জালে কিউইদের পক্ষে বলও জড়িয়েছিলেন ক্রিস উড। কিন্তু ফাউলের কারণে রেফারি ভিএআরের সহায়তা নিলে বাতিল হয়ে যায় গোল।
১-০ গোলে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয়ার্ধে আরও চাপে পড়ে। ৬৯ মিনিটের মাথায় ফ্রান্সিসকো কালভোকে ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন কোস্টা বারবারোউস। ভিএআরের শরণাপন্ন হয়ে রেফারি পরে তাঁকে লাল কার্ড দেখালে নিউজিল্যান্ড ১০ জনের দলে পরিণত হয়। ১০ জনের দল নিয়ে চেষ্টা করেও বাকি সময়ে ম্যাচে ফিরতে পারেনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫