খেলার মাঠে কখনো যে ক্রিস্টিয়ানো রোনালদো কাঁদেননি, তা নয়। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হারার পর তাঁর কান্নাভেজা চোখের ছবি এখনো টাটকা। ইউরোতে গত রাতে আবারও অঝোরে কাঁদতে দেখা গেছে।
ফ্রাঙ্কফুর্টে গত রাতে ইউরোতে শেষ ষোলোতে স্লোভেনিয়ার বিপক্ষে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। চারটি ফ্রিকিক নিয়েও বল জালে পাঠাতে পারেননি রোনালদো। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখন ডি বক্সের মধ্যে ফাউল করা হয় পর্তুগিজ উইঙ্গার ডিয়েগো জোতাকে। পেনাল্টি থেকে অন টার্গেটে জোরালো শট নেন রোনালদো। কিন্তু বাজপাখির ক্ষিপ্রতায় বল রুখে দেন স্লোভেনিয়ার আতলেতিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওবলাক। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে পর্তুগাল জিতলেও পেনাল্টি মিসের ঘটনা যেন রোনালদো ভুলতেই পারছিলেন না। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড স্বদেশী এক গণমাধ্যমকে বলেন, ‘নি: সন্দেহে এটাই আমার শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।’
২০ বছরের ক্যারিয়ারে পেনাল্টি থেকে কত গোলই না করেছেন রোনালদো। তবে এবার গোল করতে না পারায় রীতিমতো ভেঙে পড়েছেন। ছেলের এমন কান্না দেখে গ্যালারিতে বসে কেঁদেছেন তাঁর মা মারিয়া দোলোরেসও। পর্তুগিজ গণমাধ্যমকে রোনালদো বলেন, ‘শক্তিশালী লোকদেরও বাজে সময় আসে। যখন দলের প্রয়োজন ছিল, তখন আমি সবচেয়ে বাজে অবস্থায়। প্রথমে কিছুটা খারাপ লেগেছিল। তবে এখন খুশি। এটাই তো ফুটবল। এমন মুহূর্তের কোনো ব্যাখ্যা হয় না।’
পরিবার, ভক্ত-সমর্থকদের কথা ভেবেই মূলত আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘যখন পরিবারের কথা চিন্তা করি, তখন বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি। কারণ এই বিশেষ মুহূর্তগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারাও মানুষ। তাদের আমি পছন্দ করি। ভক্ত-সমর্থকেরাও আমাকে অনেক পছন্দ করেন। বিশেষ করে আমাকে। তা নিয়ে অনেক খুশি।’
আরও পড়ুন:
খেলার মাঠে কখনো যে ক্রিস্টিয়ানো রোনালদো কাঁদেননি, তা নয়। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হারার পর তাঁর কান্নাভেজা চোখের ছবি এখনো টাটকা। ইউরোতে গত রাতে আবারও অঝোরে কাঁদতে দেখা গেছে।
ফ্রাঙ্কফুর্টে গত রাতে ইউরোতে শেষ ষোলোতে স্লোভেনিয়ার বিপক্ষে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। চারটি ফ্রিকিক নিয়েও বল জালে পাঠাতে পারেননি রোনালদো। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখন ডি বক্সের মধ্যে ফাউল করা হয় পর্তুগিজ উইঙ্গার ডিয়েগো জোতাকে। পেনাল্টি থেকে অন টার্গেটে জোরালো শট নেন রোনালদো। কিন্তু বাজপাখির ক্ষিপ্রতায় বল রুখে দেন স্লোভেনিয়ার আতলেতিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওবলাক। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে পর্তুগাল জিতলেও পেনাল্টি মিসের ঘটনা যেন রোনালদো ভুলতেই পারছিলেন না। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড স্বদেশী এক গণমাধ্যমকে বলেন, ‘নি: সন্দেহে এটাই আমার শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।’
২০ বছরের ক্যারিয়ারে পেনাল্টি থেকে কত গোলই না করেছেন রোনালদো। তবে এবার গোল করতে না পারায় রীতিমতো ভেঙে পড়েছেন। ছেলের এমন কান্না দেখে গ্যালারিতে বসে কেঁদেছেন তাঁর মা মারিয়া দোলোরেসও। পর্তুগিজ গণমাধ্যমকে রোনালদো বলেন, ‘শক্তিশালী লোকদেরও বাজে সময় আসে। যখন দলের প্রয়োজন ছিল, তখন আমি সবচেয়ে বাজে অবস্থায়। প্রথমে কিছুটা খারাপ লেগেছিল। তবে এখন খুশি। এটাই তো ফুটবল। এমন মুহূর্তের কোনো ব্যাখ্যা হয় না।’
পরিবার, ভক্ত-সমর্থকদের কথা ভেবেই মূলত আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘যখন পরিবারের কথা চিন্তা করি, তখন বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি। কারণ এই বিশেষ মুহূর্তগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারাও মানুষ। তাদের আমি পছন্দ করি। ভক্ত-সমর্থকেরাও আমাকে অনেক পছন্দ করেন। বিশেষ করে আমাকে। তা নিয়ে অনেক খুশি।’
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে