চোট নিয়ে লড়াই যেন থামছে না নেইমারের। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই চোটের কারণে একের পর এক ম্যাচ খেলা থেকে বঞ্চিত হচ্ছেন। এবার সৌদি প্রো লিগের নতুন মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের খেলা নিয়ে রয়েছে দুশ্চিন্তা।
হাঁটুর চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সৌদি প্রো লিগের নতুন মৌসুমের শুরুতে পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস। রিয়াদে সাংবাদিকদের গতকাল জেসুস বলেছেন, ‘আমি যত দূর জানি যে নেইমারকে এমন চোট থেকে সেরে উঠতে ১০ থেকে ১১ মাস লাগবে। যদি গাণিতিকভাবে হিসাব করি, সে নতুন মৌসুমের প্রাক মৌসুম অনুশীলনের জন্য প্রস্তুত না।’
সৌদি প্রো লিগ সাধারণত আগস্টে শুরু হয়। চোটে নেইমার আক্রান্ত হয়েছেন গত বছরের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৪৫ মিনিটে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে চোটে পড়েন তিনি। স্ট্রেচারে করে তখন মাঠ ছাড়তে হয়েছিল। লিগামেনটের গত বছরের নভেম্বরে অস্ত্রোপচার করা হয়েছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। হেসুস যে ১০ থেকে ১১ মাস সময়ের কথা বলেছেন, গত বছরের অক্টোবর থেকে হিসাব করলে এ বছরের আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত তাঁর মাঠে ফেরা হচ্ছে না। ২০২৪ কোপা আমেরিকায় খেলতেও পারছেন না তিনি।
২০২৩ সালে পিএসজি ছেড়ে পাড়ি জমান আল হিলালে। সৌদি ক্লাবের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বছরপ্রতি ১০ কোটি ইউরো বেতন পাবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ২৬৯ কোটি ২০ লাখ টাকা। তবে সৌদি ক্লাবটির হয়ে খেলতে পেরেছেন ৫ ম্যাচ। করেছেন ১ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগ জিতে ১৯ বার এই টুর্নামেন্টের শিরোপা জেতে আল হিলাল। ৩২ ম্যাচে দলটির বর্তমানে ৯০ পয়েন্ট। আরও দুই ম্যাচ বাকি রয়েছে।
আরও পড়ুন:
চোট নিয়ে লড়াই যেন থামছে না নেইমারের। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই চোটের কারণে একের পর এক ম্যাচ খেলা থেকে বঞ্চিত হচ্ছেন। এবার সৌদি প্রো লিগের নতুন মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের খেলা নিয়ে রয়েছে দুশ্চিন্তা।
হাঁটুর চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সৌদি প্রো লিগের নতুন মৌসুমের শুরুতে পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস। রিয়াদে সাংবাদিকদের গতকাল জেসুস বলেছেন, ‘আমি যত দূর জানি যে নেইমারকে এমন চোট থেকে সেরে উঠতে ১০ থেকে ১১ মাস লাগবে। যদি গাণিতিকভাবে হিসাব করি, সে নতুন মৌসুমের প্রাক মৌসুম অনুশীলনের জন্য প্রস্তুত না।’
সৌদি প্রো লিগ সাধারণত আগস্টে শুরু হয়। চোটে নেইমার আক্রান্ত হয়েছেন গত বছরের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৪৫ মিনিটে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে চোটে পড়েন তিনি। স্ট্রেচারে করে তখন মাঠ ছাড়তে হয়েছিল। লিগামেনটের গত বছরের নভেম্বরে অস্ত্রোপচার করা হয়েছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। হেসুস যে ১০ থেকে ১১ মাস সময়ের কথা বলেছেন, গত বছরের অক্টোবর থেকে হিসাব করলে এ বছরের আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত তাঁর মাঠে ফেরা হচ্ছে না। ২০২৪ কোপা আমেরিকায় খেলতেও পারছেন না তিনি।
২০২৩ সালে পিএসজি ছেড়ে পাড়ি জমান আল হিলালে। সৌদি ক্লাবের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বছরপ্রতি ১০ কোটি ইউরো বেতন পাবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ২৬৯ কোটি ২০ লাখ টাকা। তবে সৌদি ক্লাবটির হয়ে খেলতে পেরেছেন ৫ ম্যাচ। করেছেন ১ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগ জিতে ১৯ বার এই টুর্নামেন্টের শিরোপা জেতে আল হিলাল। ৩২ ম্যাচে দলটির বর্তমানে ৯০ পয়েন্ট। আরও দুই ম্যাচ বাকি রয়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে