নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সময় বদলেছে। বদলায়নি মলিন রেকর্ডটা। ৪২ বছর ধরে আফগানিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। সেই ইতিহাস বদলানোর লক্ষ্যে আজ কাতারে আফগানদের মুখোমুখি হচ্ছেন জামাল ভূঁইয়ারা। মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক বলছেন, লড়াই করতে তাঁরা প্রস্তুত।
দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে জেমি ডের শিষ্যরা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। বাছাইপর্বের প্রথম লেগে দুশানবেতে আফগানদের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
১৯৭৯ সালে প্রথম ও এখন পর্যন্ত শেষবারের মতো আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপ বাছাইপর্বে ঘরের মাঠে আফগানদের ৪-১ গোলে জয় ছিল কাজী সালাউদ্দিন-অমলেশ সেনদের। গত ৪২ বছরে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত আফগানরা। সর্বশেষ দুই ম্যাচেই পেয়েছে জয়। শারীরিকভাবে শক্তিশালী ও উচ্চতায় এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে আজ তাই কঠিন লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ। নিজের ফেসবুক পেজে জামাল ভূঁইয়া লিখেছেন, ‘আজ লড়াইয়ের দিন। দেশের জন্য লড়াই করতে আমি প্রস্তুত।’
বিদেশের মাঠে জামালদের বাড়তি অনুপ্রেরণা হতে পারে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন। নিজেদের ওয়েবসাইটে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সামাজিক দূরত্ব মেনে মাঠে ঢুকতে পারবেন ৩০ শতাংশ দর্শক। তবে আগ্রহী দর্শককে অবশ্যই করোনা টিকা নেওয়া থাকতে হবে। টিকিটের দাম ধরা হয়েছে ২০ কাতারি রিয়াল।
ঢাকা: সময় বদলেছে। বদলায়নি মলিন রেকর্ডটা। ৪২ বছর ধরে আফগানিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। সেই ইতিহাস বদলানোর লক্ষ্যে আজ কাতারে আফগানদের মুখোমুখি হচ্ছেন জামাল ভূঁইয়ারা। মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক বলছেন, লড়াই করতে তাঁরা প্রস্তুত।
দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে জেমি ডের শিষ্যরা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। বাছাইপর্বের প্রথম লেগে দুশানবেতে আফগানদের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
১৯৭৯ সালে প্রথম ও এখন পর্যন্ত শেষবারের মতো আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপ বাছাইপর্বে ঘরের মাঠে আফগানদের ৪-১ গোলে জয় ছিল কাজী সালাউদ্দিন-অমলেশ সেনদের। গত ৪২ বছরে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত আফগানরা। সর্বশেষ দুই ম্যাচেই পেয়েছে জয়। শারীরিকভাবে শক্তিশালী ও উচ্চতায় এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে আজ তাই কঠিন লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ। নিজের ফেসবুক পেজে জামাল ভূঁইয়া লিখেছেন, ‘আজ লড়াইয়ের দিন। দেশের জন্য লড়াই করতে আমি প্রস্তুত।’
বিদেশের মাঠে জামালদের বাড়তি অনুপ্রেরণা হতে পারে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন। নিজেদের ওয়েবসাইটে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সামাজিক দূরত্ব মেনে মাঠে ঢুকতে পারবেন ৩০ শতাংশ দর্শক। তবে আগ্রহী দর্শককে অবশ্যই করোনা টিকা নেওয়া থাকতে হবে। টিকিটের দাম ধরা হয়েছে ২০ কাতারি রিয়াল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে