Ajker Patrika

বাবা বলছেন মেসির সৌদি চুক্তি ভুয়া

আপডেট : ০৯ মে ২০২৩, ২২: ২৪
বাবা বলছেন মেসির সৌদি চুক্তি ভুয়া

পিএসজি থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পর থেকেই গুঞ্জন চলছিল সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি করবেন লিওনেল মেসি। সেই গুঞ্জন আজ অনেকটা সত্যি প্রমাণিত করেছিল বার্তা সংস্থা এএফপি।

এক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছিল, আল হিলালের সঙ্গে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার চুক্তি করেছেন মেসি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই জানা গেছে যে, সংবাদটি মিথ্যা। বিষয়টি খোদ নিশ্চিত করেছেন আর্জেন্টাইন তারকার বাবা হোর্হে মেসি।

নিজের সামাজিকমাধ্যমে সিনিয়র মেসি লিখেছেন, ‘আমি নিশ্চয়তা দিতে পারি যে চলমান মৌসুম শেষ হওয়ার আগে কোনো কিছুতে সম্মত, সিদ্ধান্ত বা স্বাক্ষর করা হবে না। পরের মৌসুমের জন্য কোনো ক্লাবের সঙ্গেই চুক্তি হয়নি। শুধু লিওর নাম ব্যবহার করে ভুয়া সংবাদ করা হচ্ছে।’

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মেসির সঙ্গে ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা জানিয়েছে এএফপিকে। তিনি বলেছিলেন, ‘মেসির চুক্তি হয়ে গেছে। আগামী মৌসুমে তিনি সৌদি আরবে খেলবেন। এটা বিশাল অঙ্কের বিশেষ চুক্তি। আমরা এখন কাজ গুছিয়ে আনার কাছাকাছি আছি।’ তবে যাই হোক না কেন এ মৌসুম শেষেই পিএসজি ছাড়বেন মেসি এটা নিশ্চিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত