অনলাইন ডেস্ক
হামজা চৌধুরীর কারণে ফুটবল অঙ্গনে ব্র্যান্ডভ্যালু বেড়েছে বাংলাদেশের। যা কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে বাংলাদেশের জার্সি বিক্রি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নারী ফুটবলে চলমান ইস্যু নিয়ে অনেকটা ‘দৌড়ের’ ওপর বাফুফে। প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও জটিলতা নিরসন করতে পারেনি তারা। এর মধ্যেই কিট স্পনসর হিসেবে ‘দৌড়’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে দুই বছরের চুক্তি করল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গতকাল সেই চুক্তির কথা জানিয়ে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বললেন, ‘আমরা চাই বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমরা বাংলাদেশের ব্র্যান্ডের জার্সি পরে খেলি, এটা অন্য দেশ ও ক্লাবগুলোকেও জানাব। আমরা সামনে জার্সি বাণিজ্যিকভাবে বিক্রি করব। সেটা অনলাইন বা রিটেইল (খুচরা) দুভাবেই।’
২০২০ সালে যাত্রা শুরু হয় দৌড়ের। কিন্তু সেভাবে এখনো দেশের মধ্যে পরিচিতি লাভ করেনি প্রতিষ্ঠানটি। তাই এমন এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে যাওয়া নিয়ে বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, ‘আমরা তাদের সক্ষমতা, আগ্রহ, যোগ্যতা সকল কিছুই যাচাই-বাছাই করেছি। আমরা কোয়ালিটির সঙ্গে কোনো আপস করিনি। গত দুই মাস নারী দল ও একটি ক্লাব এই জার্সি পরে ইতিবাচক পর্যবেক্ষণ দিয়েছে। দুই বছরের চুক্তি থাকলেও এক বছর পর পর্যালোচনার ভিত্তিতে পরের বছরের সিদ্ধান্ত হবে।’
চুক্তির আওতায় জাতীয় দলসহ বয়সভিত্তিক দলগুলোকেও কিট সামগ্রী দেবে দৌড়। জাতীয় দলের জার্সির ডিজাইন নিয়ে দৌড়ের প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম বলেন, ‘জার্সির ডিজাইন নিয়ে বাংলাদেশ বংশোদ্ভূত একজন প্রবাসী ডিজাইনার কাজ করছেন। জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা হবে। বিষয়টা সারপ্রাইজ হয়ে থাকুক এখন।’
২৬ ফেব্রুয়ারি প্রীতি ম্যাচে দৌড়ের ডিজাইন করা জার্সি পরেই আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।
হামজা চৌধুরীর কারণে ফুটবল অঙ্গনে ব্র্যান্ডভ্যালু বেড়েছে বাংলাদেশের। যা কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে বাংলাদেশের জার্সি বিক্রি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নারী ফুটবলে চলমান ইস্যু নিয়ে অনেকটা ‘দৌড়ের’ ওপর বাফুফে। প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও জটিলতা নিরসন করতে পারেনি তারা। এর মধ্যেই কিট স্পনসর হিসেবে ‘দৌড়’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে দুই বছরের চুক্তি করল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গতকাল সেই চুক্তির কথা জানিয়ে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বললেন, ‘আমরা চাই বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমরা বাংলাদেশের ব্র্যান্ডের জার্সি পরে খেলি, এটা অন্য দেশ ও ক্লাবগুলোকেও জানাব। আমরা সামনে জার্সি বাণিজ্যিকভাবে বিক্রি করব। সেটা অনলাইন বা রিটেইল (খুচরা) দুভাবেই।’
২০২০ সালে যাত্রা শুরু হয় দৌড়ের। কিন্তু সেভাবে এখনো দেশের মধ্যে পরিচিতি লাভ করেনি প্রতিষ্ঠানটি। তাই এমন এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে যাওয়া নিয়ে বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, ‘আমরা তাদের সক্ষমতা, আগ্রহ, যোগ্যতা সকল কিছুই যাচাই-বাছাই করেছি। আমরা কোয়ালিটির সঙ্গে কোনো আপস করিনি। গত দুই মাস নারী দল ও একটি ক্লাব এই জার্সি পরে ইতিবাচক পর্যবেক্ষণ দিয়েছে। দুই বছরের চুক্তি থাকলেও এক বছর পর পর্যালোচনার ভিত্তিতে পরের বছরের সিদ্ধান্ত হবে।’
চুক্তির আওতায় জাতীয় দলসহ বয়সভিত্তিক দলগুলোকেও কিট সামগ্রী দেবে দৌড়। জাতীয় দলের জার্সির ডিজাইন নিয়ে দৌড়ের প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম বলেন, ‘জার্সির ডিজাইন নিয়ে বাংলাদেশ বংশোদ্ভূত একজন প্রবাসী ডিজাইনার কাজ করছেন। জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা হবে। বিষয়টা সারপ্রাইজ হয়ে থাকুক এখন।’
২৬ ফেব্রুয়ারি প্রীতি ম্যাচে দৌড়ের ডিজাইন করা জার্সি পরেই আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে