দলের পারফরম্যান্সের কারণে অনেক সমর্থকের কাছে সমালোচনার মুখে থাকলেও মিকেল আরতেতার সঙ্গে নতুন করে চুক্তি করতে যাচ্ছে আর্সেনাল। সানস্পোর্টসে প্রকাশিত এক খবর বলছে, আরতেতার সঙ্গে আর্সেনালের চুক্তি হতে পারে বছরে ৮.৩ মিলিয়ন পাউন্ডের। এই গুঞ্জন সত্যি হলে আরতেতা হবেন প্রিমিয়ার লিগের পঞ্চম সর্বোচ্চ বেতন পাওয়া কোচ।
এই তালিকায় সবার ওপরে আছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। এই স্প্যানিশ কোচ বছরে বেতন নেন ১৯ মিলিয়ন পাউন্ড। তবে বছরের পর বছর ধরে শিরোপা জিতে সেই বেতন ঠিকই পুষিয়ে দিচ্ছেন গার্দিওলা।
গার্দিওলার পর এই তালিকায় আছেন লিগের আরেক সফল কোচ ইয়ুর্গেন ক্লপ। খেলোয়াড়দের পেছনে কম খরচ করলেও, কোচের পেছনে ভালোই ব্যয় করে ‘অল রেড’রা। লিভারপুলের দাপুটে যুগ ফিরিয়ে আনা ক্লপ পান বছরে ১৬ মিলিয়ন পাউন্ড।
ক্লপের চেয়ে ১ মিলিয়ন পাউন্ড কম নেন আন্তোনিও কন্তে। লেস্টার সিটি বস ব্র্যান্ডন রজার্স এক বছরে নেন ১০ মিলিয়ন পাউন্ড। এর পরই আসছে আরতেতার নাম। পরের অবস্থানটি রালফ রাংনিকের। বছরে ৮ মিলিয়ন পাউন্ড নেবেন এই জার্মান কোচ। রাংনিকের সমান বেতন নেন লিডসের কিংবদন্তি আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসাও।
প্রিমিয়ার লিগে বেতনে শীর্ষ পাঁচ কোচ (মিলিয়ন পাউন্ড) :
কোচের নাম | ক্লাব | অর্থ |
পেপ গার্দিওলা | ম্যানসিটি | ১৯ |
ইয়ুর্গেন ক্লপ | লিভারপুল | ১৬ |
আন্তোনিও কন্তে | টটেনহাম | ১৫ |
ব্র্যান্ডন রজার্স | লেস্টার | ১০ |
মিকেল আরতেতা | আর্সেনাল | ৮.৩ |
দলের পারফরম্যান্সের কারণে অনেক সমর্থকের কাছে সমালোচনার মুখে থাকলেও মিকেল আরতেতার সঙ্গে নতুন করে চুক্তি করতে যাচ্ছে আর্সেনাল। সানস্পোর্টসে প্রকাশিত এক খবর বলছে, আরতেতার সঙ্গে আর্সেনালের চুক্তি হতে পারে বছরে ৮.৩ মিলিয়ন পাউন্ডের। এই গুঞ্জন সত্যি হলে আরতেতা হবেন প্রিমিয়ার লিগের পঞ্চম সর্বোচ্চ বেতন পাওয়া কোচ।
এই তালিকায় সবার ওপরে আছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। এই স্প্যানিশ কোচ বছরে বেতন নেন ১৯ মিলিয়ন পাউন্ড। তবে বছরের পর বছর ধরে শিরোপা জিতে সেই বেতন ঠিকই পুষিয়ে দিচ্ছেন গার্দিওলা।
গার্দিওলার পর এই তালিকায় আছেন লিগের আরেক সফল কোচ ইয়ুর্গেন ক্লপ। খেলোয়াড়দের পেছনে কম খরচ করলেও, কোচের পেছনে ভালোই ব্যয় করে ‘অল রেড’রা। লিভারপুলের দাপুটে যুগ ফিরিয়ে আনা ক্লপ পান বছরে ১৬ মিলিয়ন পাউন্ড।
ক্লপের চেয়ে ১ মিলিয়ন পাউন্ড কম নেন আন্তোনিও কন্তে। লেস্টার সিটি বস ব্র্যান্ডন রজার্স এক বছরে নেন ১০ মিলিয়ন পাউন্ড। এর পরই আসছে আরতেতার নাম। পরের অবস্থানটি রালফ রাংনিকের। বছরে ৮ মিলিয়ন পাউন্ড নেবেন এই জার্মান কোচ। রাংনিকের সমান বেতন নেন লিডসের কিংবদন্তি আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসাও।
প্রিমিয়ার লিগে বেতনে শীর্ষ পাঁচ কোচ (মিলিয়ন পাউন্ড) :
কোচের নাম | ক্লাব | অর্থ |
পেপ গার্দিওলা | ম্যানসিটি | ১৯ |
ইয়ুর্গেন ক্লপ | লিভারপুল | ১৬ |
আন্তোনিও কন্তে | টটেনহাম | ১৫ |
ব্র্যান্ডন রজার্স | লেস্টার | ১০ |
মিকেল আরতেতা | আর্সেনাল | ৮.৩ |
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে