সময়টা ভালো যাচ্ছে না জেরার্ড পিকের। তরুণীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার পর বিচ্ছেদ হয়েছে পপ সম্রাজ্ঞী শাকিরার সঙ্গে। এবার বিচ্ছেদ হতে পারে প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গেও। নতুন মৌসুম শুরুর আগেই পিকেকে ছেড়ে দিতে পারে বার্সা।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, লা লিগার নিয়মের ফাঁদে পড়েছে বার্সেলোনা। অর্থনৈতিক দুরবস্থা কাটাতে ক্লাবটির প্রয়োজন ৫ হাজার কোটি টাকা। বিপুল পরিমাণ অর্থ কোনো ধনকুবের বিনিয়োগ করলে সমস্যার সমাধান হতে পারে। সেটি না হলে গ্রীষ্মকালীন দলবদলে ফুটবলার কিনতে পারবে না তারা।
মূলত করোনার কশাঘাতে অর্থনৈতিকভাবে ধসে পড়েছে বার্সেলোনা। নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছে তারা। ঘাটতি মেটাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্প বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়াও দিচ্ছে বার্সা কর্তৃপক্ষ। এবার ছেড়ে দিতে চাচ্ছে দলের রক্ষণভাগের পরীক্ষিত সৈনিক পিকেকে।
ফুটবলারদের খুঁটিনাটি তথ্যের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ বলছে, পিকে বার্সার কাছ থেকে বছরে ১৮৭ কোটি টাকা বেতন নেন। দুর্মূল্যের বাজারে এত টাকা বহন করা কাতালান ক্লাবটির পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া অভিজ্ঞ এ ডিফেন্ডারের বয়স ও ফর্ম টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে। সদ্য সমাপ্ত মৌসুমে চোটের কারণে বেশির ভাগ ম্যাচে ছিলেন মাঠের বাইরে। যে কটি ম্যাচ খেলেছেন, বেশির ভাগেই ছিলেন ‘সুপার ফ্লপ’। হলুদ কার্ড দেখেছেন ১০ বার। মেজাজ হারিয়ে লাল কার্ডও দেখেছেন একবার।
সব মিলিয়ে বার্সাকে বরং বিপদেই ফেলেছেন ৩৫ বছর বয়সী পিকে। দলও কাটিয়েছে শিরোপাশূন্য মৌসুম। তবে কোচ জাভি হার্নান্দেজ চাচ্ছেন ২০২২-২৩ মৌসুমের আগে দলকে ঢেলে সাজাতে।
পিকের সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩০ জুন। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন ট্রেবল জয়ী তারকা। তার আগেই বেচে দিতে পারলে অন্তত ৫ মিলিয়ন ইউরো বাগিয়ে নিতে পারবে ক্লাবটি।
তাছাড়া পিকে নিজেও একবার বলেছিলেন, ‘বৃহত্তর স্বার্থে ক্লাব ছাড়ার প্রয়োজন হলেও আমি রাজি।’
আর্থিক ঝুঁকিতে থাকা বার্সা হয়তো সেই সুযোগ এবার নিতে পারে। পিকেকে বেচে দিতে পারলে রবার্ট লেভানডফস্কিকে দলে টানার পথ সুগম হবে বার্সার। পোলিশ ‘গোলমেশিন’ নিজেও কাতালান ক্লাবটিকে নতুন ঠিকানা বানাতে উন্মুখ।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
সময়টা ভালো যাচ্ছে না জেরার্ড পিকের। তরুণীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার পর বিচ্ছেদ হয়েছে পপ সম্রাজ্ঞী শাকিরার সঙ্গে। এবার বিচ্ছেদ হতে পারে প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গেও। নতুন মৌসুম শুরুর আগেই পিকেকে ছেড়ে দিতে পারে বার্সা।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, লা লিগার নিয়মের ফাঁদে পড়েছে বার্সেলোনা। অর্থনৈতিক দুরবস্থা কাটাতে ক্লাবটির প্রয়োজন ৫ হাজার কোটি টাকা। বিপুল পরিমাণ অর্থ কোনো ধনকুবের বিনিয়োগ করলে সমস্যার সমাধান হতে পারে। সেটি না হলে গ্রীষ্মকালীন দলবদলে ফুটবলার কিনতে পারবে না তারা।
মূলত করোনার কশাঘাতে অর্থনৈতিকভাবে ধসে পড়েছে বার্সেলোনা। নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছে তারা। ঘাটতি মেটাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্প বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়াও দিচ্ছে বার্সা কর্তৃপক্ষ। এবার ছেড়ে দিতে চাচ্ছে দলের রক্ষণভাগের পরীক্ষিত সৈনিক পিকেকে।
ফুটবলারদের খুঁটিনাটি তথ্যের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ বলছে, পিকে বার্সার কাছ থেকে বছরে ১৮৭ কোটি টাকা বেতন নেন। দুর্মূল্যের বাজারে এত টাকা বহন করা কাতালান ক্লাবটির পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া অভিজ্ঞ এ ডিফেন্ডারের বয়স ও ফর্ম টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে। সদ্য সমাপ্ত মৌসুমে চোটের কারণে বেশির ভাগ ম্যাচে ছিলেন মাঠের বাইরে। যে কটি ম্যাচ খেলেছেন, বেশির ভাগেই ছিলেন ‘সুপার ফ্লপ’। হলুদ কার্ড দেখেছেন ১০ বার। মেজাজ হারিয়ে লাল কার্ডও দেখেছেন একবার।
সব মিলিয়ে বার্সাকে বরং বিপদেই ফেলেছেন ৩৫ বছর বয়সী পিকে। দলও কাটিয়েছে শিরোপাশূন্য মৌসুম। তবে কোচ জাভি হার্নান্দেজ চাচ্ছেন ২০২২-২৩ মৌসুমের আগে দলকে ঢেলে সাজাতে।
পিকের সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩০ জুন। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন ট্রেবল জয়ী তারকা। তার আগেই বেচে দিতে পারলে অন্তত ৫ মিলিয়ন ইউরো বাগিয়ে নিতে পারবে ক্লাবটি।
তাছাড়া পিকে নিজেও একবার বলেছিলেন, ‘বৃহত্তর স্বার্থে ক্লাব ছাড়ার প্রয়োজন হলেও আমি রাজি।’
আর্থিক ঝুঁকিতে থাকা বার্সা হয়তো সেই সুযোগ এবার নিতে পারে। পিকেকে বেচে দিতে পারলে রবার্ট লেভানডফস্কিকে দলে টানার পথ সুগম হবে বার্সার। পোলিশ ‘গোলমেশিন’ নিজেও কাতালান ক্লাবটিকে নতুন ঠিকানা বানাতে উন্মুখ।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫