পেশাদার ক্যারিয়ারে কাউকে না কাউকে একদিন তো থামতে হয়। কেউ আগে অবসর নেন, কেউবা লম্বা ক্যারিয়ার শেষে অবসরের ঘোষণা দেন। সেখানে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ার শেষে থেমেছেন লিওনার্দো বোনুচ্চি।
নিজের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডলে গত রাতে বোনুচ্চি অবসরের ঘোষণা দিয়েছেন। ইতালিয়ান ডিফেন্ডার ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছেন। শুরুতেই দেখা গেছে ১৯ নম্বর সংখ্যা। একের পর এক পাতা ওল্টাতে দেখা গেছে। সেখানে তিনি বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমি এমন গল্প বলার স্বপ্ন দেখেছি। বড় কিছু অর্জনের স্বপ্ন দেখেছি। নিজের ওপর আস্থা রেখেছি যে প্রতিকূলতা ছাপিয়ে উদযাপন করব। একজন বাবা, সতীর্থ, স্বামী, খেলোয়াড় হিসেবে সবকিছু পেরেছি।’ ভিডিওর ক্যাপশন ছিল, ‘চিরন্তন ১৯।’ বোনুচ্চি খেলেছেন ১৯ নম্বর জার্সি পরে।
ইতালির ক্লাব ভিটারবিসির হয়ে ২০০৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন বোনুচ্চি। শিগগিরই তাঁকে ধারে পাঠানো হয় ইন্টার মিলানে। ইন্টারের হয়ে ২০০৫-০৬ মৌসুমের সিরি ‘আ’ ও ২০০৬ কোপা ইতালিয়া প্রাইমাভেরা জেতেন তিনি। তবে জুভেন্টাসে আসার পর তাঁর ক্যাবিনেটে যোগ হতে থাকে একের পর এক শিরোপা। তুরিনের বুড়িদের হয়ে ৮ বার সিরি ‘আ’, ৪ বার ইতালিয়ান কাপ ও ৫ বার জেতেন ইতালিয়ান সুপার কাপ। এক বিবৃতিতে জুভেন্টাস লিখেছে, ‘আমাদের ইতিহাসের বড় এক অংশজুড়ে যিনি ছিলেন, তিনি বিশ্ব ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা গভীরভাবে আমাদের স্পর্শ করেছে। কারণ জুভেন্টাসের সঙ্গে তিনি তাঁর নামটা খোদাই করে দিয়েছেন। সাদা-কালো জার্সিতে খেলেছেন ৫০২ ম্যাচ। আটবার লিগ শিরোপা জিতেছেন। চারটি ইতালিয়ান কাপ ও পাঁচটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন।’
জুভেন্টাস বোনুচ্চির অবসর সম্পর্কে লিখতে গিয়ে যেন একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়ে। ইতালিয়ান ক্লাবটি লিখেছে, ‘আমরা তাঁকে গত সেপ্টেম্বরেই বিদায় জানিয়েছি। তবে যেভাবে সুতোয় আমাদের বেঁধে রেখেছেন, তা ছিড়ে যাওয়ার মতো না। লিও জীবনের নতুন অধ্যায় গড়ার স্বপ্ন দেখেছেন। সেজন্য তাকে জানাই শুভকামনা।’
পেশাদার ক্যারিয়ারে কাউকে না কাউকে একদিন তো থামতে হয়। কেউ আগে অবসর নেন, কেউবা লম্বা ক্যারিয়ার শেষে অবসরের ঘোষণা দেন। সেখানে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ার শেষে থেমেছেন লিওনার্দো বোনুচ্চি।
নিজের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডলে গত রাতে বোনুচ্চি অবসরের ঘোষণা দিয়েছেন। ইতালিয়ান ডিফেন্ডার ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছেন। শুরুতেই দেখা গেছে ১৯ নম্বর সংখ্যা। একের পর এক পাতা ওল্টাতে দেখা গেছে। সেখানে তিনি বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমি এমন গল্প বলার স্বপ্ন দেখেছি। বড় কিছু অর্জনের স্বপ্ন দেখেছি। নিজের ওপর আস্থা রেখেছি যে প্রতিকূলতা ছাপিয়ে উদযাপন করব। একজন বাবা, সতীর্থ, স্বামী, খেলোয়াড় হিসেবে সবকিছু পেরেছি।’ ভিডিওর ক্যাপশন ছিল, ‘চিরন্তন ১৯।’ বোনুচ্চি খেলেছেন ১৯ নম্বর জার্সি পরে।
ইতালির ক্লাব ভিটারবিসির হয়ে ২০০৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন বোনুচ্চি। শিগগিরই তাঁকে ধারে পাঠানো হয় ইন্টার মিলানে। ইন্টারের হয়ে ২০০৫-০৬ মৌসুমের সিরি ‘আ’ ও ২০০৬ কোপা ইতালিয়া প্রাইমাভেরা জেতেন তিনি। তবে জুভেন্টাসে আসার পর তাঁর ক্যাবিনেটে যোগ হতে থাকে একের পর এক শিরোপা। তুরিনের বুড়িদের হয়ে ৮ বার সিরি ‘আ’, ৪ বার ইতালিয়ান কাপ ও ৫ বার জেতেন ইতালিয়ান সুপার কাপ। এক বিবৃতিতে জুভেন্টাস লিখেছে, ‘আমাদের ইতিহাসের বড় এক অংশজুড়ে যিনি ছিলেন, তিনি বিশ্ব ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা গভীরভাবে আমাদের স্পর্শ করেছে। কারণ জুভেন্টাসের সঙ্গে তিনি তাঁর নামটা খোদাই করে দিয়েছেন। সাদা-কালো জার্সিতে খেলেছেন ৫০২ ম্যাচ। আটবার লিগ শিরোপা জিতেছেন। চারটি ইতালিয়ান কাপ ও পাঁচটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন।’
জুভেন্টাস বোনুচ্চির অবসর সম্পর্কে লিখতে গিয়ে যেন একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়ে। ইতালিয়ান ক্লাবটি লিখেছে, ‘আমরা তাঁকে গত সেপ্টেম্বরেই বিদায় জানিয়েছি। তবে যেভাবে সুতোয় আমাদের বেঁধে রেখেছেন, তা ছিড়ে যাওয়ার মতো না। লিও জীবনের নতুন অধ্যায় গড়ার স্বপ্ন দেখেছেন। সেজন্য তাকে জানাই শুভকামনা।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে