নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় গণ–অভ্যুত্থানে নিহতদের উৎসর্গ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের রেশ কাটতে না কাটতেই আজ কাঠমান্ডুতে দেখা গেছে একই ঘটনা। প্রথমবারের মতো যুব সাফ জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল শিরোপা উৎসর্গ করল শহীদ ছাত্র–জনতাকে।
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ স্বাগতিক নেপালকে ৪-১ গোলে ফাইনালে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কোচ মারুফুল হকের অধীনে চারবারের চেষ্টায় যুব সাফে গেরো খুলল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পর শিরোপা নিয়ে উদ্যাপন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল বাংলাদেশ। ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর আগে সম্প্রচারককে মারুফুল বলেন,‘আমাদের এই সাফল্য উৎসর্গ করতে চাই যারা সাম্প্রতিক সময়ে আন্দোলনে মারা গেছেন।’
বাংলাদেশ কয়েক মাস ধরে অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছে। জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পতন হয়েছে ৫ আগস্ট। মাসব্যাপী চলা এই আন্দোলনে কয়েক শ মানুষের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই পূর্বাঞ্চলে শুরু হয়েছে বন্যা। আনফা কমপ্লেক্সে আজ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের ফরোয়ার্ড মিরাজুল ইসলামের কথাতেও ফুটে উঠেছে দেশের বর্তমান পরিস্থিতি। মিরাজুল বলেন, ‘সত্যি কথা বলতে আমাদের প্রথম লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। দেশের অবস্থা এখন ভালো নয়। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়।’
যুব সাফে বাংলাদেশ শুরুই করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে। ২০ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম গোলের পর মিরাজুল আলাদা একটি টি–শার্ট পরেন। সেই টি–শার্ট ছিল আন্দোলনে নিহত মুগ্ধ-আবু সাঈদদের স্মরণে।
আরও পড়ুন:
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় গণ–অভ্যুত্থানে নিহতদের উৎসর্গ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের রেশ কাটতে না কাটতেই আজ কাঠমান্ডুতে দেখা গেছে একই ঘটনা। প্রথমবারের মতো যুব সাফ জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল শিরোপা উৎসর্গ করল শহীদ ছাত্র–জনতাকে।
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ স্বাগতিক নেপালকে ৪-১ গোলে ফাইনালে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কোচ মারুফুল হকের অধীনে চারবারের চেষ্টায় যুব সাফে গেরো খুলল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পর শিরোপা নিয়ে উদ্যাপন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল বাংলাদেশ। ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর আগে সম্প্রচারককে মারুফুল বলেন,‘আমাদের এই সাফল্য উৎসর্গ করতে চাই যারা সাম্প্রতিক সময়ে আন্দোলনে মারা গেছেন।’
বাংলাদেশ কয়েক মাস ধরে অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছে। জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পতন হয়েছে ৫ আগস্ট। মাসব্যাপী চলা এই আন্দোলনে কয়েক শ মানুষের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই পূর্বাঞ্চলে শুরু হয়েছে বন্যা। আনফা কমপ্লেক্সে আজ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের ফরোয়ার্ড মিরাজুল ইসলামের কথাতেও ফুটে উঠেছে দেশের বর্তমান পরিস্থিতি। মিরাজুল বলেন, ‘সত্যি কথা বলতে আমাদের প্রথম লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। দেশের অবস্থা এখন ভালো নয়। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়।’
যুব সাফে বাংলাদেশ শুরুই করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে। ২০ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম গোলের পর মিরাজুল আলাদা একটি টি–শার্ট পরেন। সেই টি–শার্ট ছিল আন্দোলনে নিহত মুগ্ধ-আবু সাঈদদের স্মরণে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে