ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক অসংগতির অভিযোগ আনার পর থেকেই ক্লাবটিকে নিয়ে ট্রল চলছেই। স্প্যানিশ ক্রীড়া গণমাধ্যম মার্কা রীতিমতো ধুয়ে দিয়েছে ম্যান সিটিকে। গণমাধ্যমের মতে, সিটিজেনরা টাকা খরচ করা মেশিন।
একটি স্বাধীন কমিশন চার বছরের তদন্ত শেষে গতকাল শতাধিক অভিযোগে অভিযুক্ত করল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিল ম্যান সিটি। আর ২০১১-১২ মৌসুম থেকে হিসাব করলে ম্যান সিটির আয়ের চেয়ে ব্যয়ই বেশি হয়েছে। এই সময়ে ম্যান সিটি খরচ করেছে ১৭৫২ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ২০০৯২ কোটি টাকা) আর আয় করেছে ৭০৬ মিলিয়ন ইউরো (৮০৯৬ কোটি টাকা)। যেখানে ঘাটতি দেখা যাচ্ছে ১০৪৬ মিলিয়ন ইউরো (১১৯৯৬ কোটি টাকা)। পেপ গার্দিওলার ম্যান সিটি সম্বন্ধে মার্কায় আলভারো রোকা লিখেছেন, ‘খেলায় ভারসাম্য আনতেই ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে ব্যাপারটা এসেছে। ইউরোপিয়ান দলগুলোর ব্যালেন্সশিটে এখন অসমতা বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। নিয়মের বাইরে গিয়ে যারা কাজ করে, তাদের বিপক্ষে খেলার কি কোনো মানে হয়?’
আবুধাবির সিটি ফুটবল গ্রুপ ২০০৮ সালে ম্যানচেস্টার সিটির মালিকানা কিনে নেয়। যেখানে সিটি ফুটবল গ্রুপের মালিক শেখ মানসুর। গত ১৫ বছরের ইতিহাসে আর্থিক ব্যাপারে সঠিক তথ্য না দেওয়ার অনেক অভিযোগ রয়েছে সিটিজেনদের বিরুদ্ধে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি যে নিয়ম ভেঙেছে, তা উয়েফার নীতিমালা ভঙ্গের সঙ্গে জড়িত। যার মধ্যে ২০১৩-১৪ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমের ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙা এবং ২০১৫-১৬ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগের আর্থিক লাভ এবং দীর্ঘ স্থায়িত্বের নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে।
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক অসংগতির অভিযোগ আনার পর থেকেই ক্লাবটিকে নিয়ে ট্রল চলছেই। স্প্যানিশ ক্রীড়া গণমাধ্যম মার্কা রীতিমতো ধুয়ে দিয়েছে ম্যান সিটিকে। গণমাধ্যমের মতে, সিটিজেনরা টাকা খরচ করা মেশিন।
একটি স্বাধীন কমিশন চার বছরের তদন্ত শেষে গতকাল শতাধিক অভিযোগে অভিযুক্ত করল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিল ম্যান সিটি। আর ২০১১-১২ মৌসুম থেকে হিসাব করলে ম্যান সিটির আয়ের চেয়ে ব্যয়ই বেশি হয়েছে। এই সময়ে ম্যান সিটি খরচ করেছে ১৭৫২ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ২০০৯২ কোটি টাকা) আর আয় করেছে ৭০৬ মিলিয়ন ইউরো (৮০৯৬ কোটি টাকা)। যেখানে ঘাটতি দেখা যাচ্ছে ১০৪৬ মিলিয়ন ইউরো (১১৯৯৬ কোটি টাকা)। পেপ গার্দিওলার ম্যান সিটি সম্বন্ধে মার্কায় আলভারো রোকা লিখেছেন, ‘খেলায় ভারসাম্য আনতেই ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে ব্যাপারটা এসেছে। ইউরোপিয়ান দলগুলোর ব্যালেন্সশিটে এখন অসমতা বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। নিয়মের বাইরে গিয়ে যারা কাজ করে, তাদের বিপক্ষে খেলার কি কোনো মানে হয়?’
আবুধাবির সিটি ফুটবল গ্রুপ ২০০৮ সালে ম্যানচেস্টার সিটির মালিকানা কিনে নেয়। যেখানে সিটি ফুটবল গ্রুপের মালিক শেখ মানসুর। গত ১৫ বছরের ইতিহাসে আর্থিক ব্যাপারে সঠিক তথ্য না দেওয়ার অনেক অভিযোগ রয়েছে সিটিজেনদের বিরুদ্ধে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি যে নিয়ম ভেঙেছে, তা উয়েফার নীতিমালা ভঙ্গের সঙ্গে জড়িত। যার মধ্যে ২০১৩-১৪ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমের ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙা এবং ২০১৫-১৬ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগের আর্থিক লাভ এবং দীর্ঘ স্থায়িত্বের নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫