চলতি কোপা আমেরিকায় রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে কলম্বিয়া। ৪ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ১৪ বার। এবারের টুর্নামেন্টে এ পর্যন্ত সবচেয়ে বেশি গোল করা দলও দ্য ট্রিকালার। আগামী পরশু সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে লড়বে তারা। হাতছানি দিচ্ছে ২৩ বছর পর কোপার ফাইনালও। ছন্দে থাকা কলম্বিয়া মূলত উজ্জীবিত হামেস রদ্রিগেজের মহিমায়।
২০২৪ কোপা আমেরিকায় সেরা ফুটবলারের হওয়ার দৌড়েও আছেন রদ্রিগেজ। সেমিফাইনালে তাঁর সামনে সুযোগ আছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির রেকর্ড নিজের নামে লেখানোর। মহাদেশীয় টুর্নামেন্টে এবার ১ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ৫ গোল করিয়েছেন রদ্রিগেজ।
২০২১ কোপা আমেরিকা জয়ী মেসি করেছিলেন ৫ অ্যাসিস্ট। কোপার এক টুর্নামেন্টে সেটি ছিল সতীর্থদের দিয়ে গোলে সর্বোচ্চ সহায়তার রেকর্ড। এরই মধ্যে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন এই কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।
রদ্রিগেজের লক্ষ্য ছন্দে ধরে রেখে টুর্নামেন্ট সেরার পুরস্কার হাতে তোলার। টুর্নামেন্ট সেরা হতে চাওয়ার প্রসঙ্গে রদ্রিগেজ বলেছেন, ‘হ্যাঁ! আমি খুব ভালো একটি টুর্নামেন্ট কাটাতে চেয়েছি, সতীর্থদের অনেক দূর যেতে সাহায্য করতে চেয়েছি। শেষ দিন পর্যন্ত আমরা লড়াই করব।’
রদ্রিগেজের খেলায় উচ্ছ্বসিত কলম্বিয়া কোচ নেস্তর লরেন্সো। শিষ্যের প্রশংসায় বললেন, ‘সে দুর্দান্ত ফুটবলার। তার ব্যাপারে ব্যাখ্যা করার কিছু নেই। মাঠে দারুণ খুশি থাকা একজন ফুটবলার সে।’
কোপা আমেরিকার ইতিহাসে একবারই শিরোপা জিতেছে কলম্বিয়া। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে হলে অধিনায়ক রদ্রিগেজকে পানামা ম্যাচের ছন্দ টেনে আনতে হবে উরুগুয়ে ম্যাচে। কোয়ার্টার ফাইনালে পানামাকে উড়িয়ে দিয়েছিল তারা ৫-০ গোল ব্যবধানে। সেমিফাইনালে উরুগুয়ে বাধা টপকাতে পারলে ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বা প্রথমবারের মতো কোপা খেলতে আসা কানাডাকে পাবে তারা।
চলতি কোপা আমেরিকায় রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে কলম্বিয়া। ৪ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ১৪ বার। এবারের টুর্নামেন্টে এ পর্যন্ত সবচেয়ে বেশি গোল করা দলও দ্য ট্রিকালার। আগামী পরশু সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে লড়বে তারা। হাতছানি দিচ্ছে ২৩ বছর পর কোপার ফাইনালও। ছন্দে থাকা কলম্বিয়া মূলত উজ্জীবিত হামেস রদ্রিগেজের মহিমায়।
২০২৪ কোপা আমেরিকায় সেরা ফুটবলারের হওয়ার দৌড়েও আছেন রদ্রিগেজ। সেমিফাইনালে তাঁর সামনে সুযোগ আছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির রেকর্ড নিজের নামে লেখানোর। মহাদেশীয় টুর্নামেন্টে এবার ১ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ৫ গোল করিয়েছেন রদ্রিগেজ।
২০২১ কোপা আমেরিকা জয়ী মেসি করেছিলেন ৫ অ্যাসিস্ট। কোপার এক টুর্নামেন্টে সেটি ছিল সতীর্থদের দিয়ে গোলে সর্বোচ্চ সহায়তার রেকর্ড। এরই মধ্যে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন এই কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।
রদ্রিগেজের লক্ষ্য ছন্দে ধরে রেখে টুর্নামেন্ট সেরার পুরস্কার হাতে তোলার। টুর্নামেন্ট সেরা হতে চাওয়ার প্রসঙ্গে রদ্রিগেজ বলেছেন, ‘হ্যাঁ! আমি খুব ভালো একটি টুর্নামেন্ট কাটাতে চেয়েছি, সতীর্থদের অনেক দূর যেতে সাহায্য করতে চেয়েছি। শেষ দিন পর্যন্ত আমরা লড়াই করব।’
রদ্রিগেজের খেলায় উচ্ছ্বসিত কলম্বিয়া কোচ নেস্তর লরেন্সো। শিষ্যের প্রশংসায় বললেন, ‘সে দুর্দান্ত ফুটবলার। তার ব্যাপারে ব্যাখ্যা করার কিছু নেই। মাঠে দারুণ খুশি থাকা একজন ফুটবলার সে।’
কোপা আমেরিকার ইতিহাসে একবারই শিরোপা জিতেছে কলম্বিয়া। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে হলে অধিনায়ক রদ্রিগেজকে পানামা ম্যাচের ছন্দ টেনে আনতে হবে উরুগুয়ে ম্যাচে। কোয়ার্টার ফাইনালে পানামাকে উড়িয়ে দিয়েছিল তারা ৫-০ গোল ব্যবধানে। সেমিফাইনালে উরুগুয়ে বাধা টপকাতে পারলে ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বা প্রথমবারের মতো কোপা খেলতে আসা কানাডাকে পাবে তারা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫