ক্রীড়া ডেস্ক
এবারের ক্লাব বিশ্বকাপে হারতেই যেন ভুলে গিয়েছিল ফ্লুমিনেন্স। টানা পাঁচ ম্যাচ অপরাজিত থেকে উঠেছিল সেমিফাইনালে। যেখানে শেষ ষোলোর ম্যাচে ইন্টার মিলানকে হারিয়ে ফ্লুমিনেন্স দেখিয়েছিল চমক। অবশেষে ব্রাজিলিয়ান ক্লাবটি হারের মুখ দেখল সেমিফাইনালে।
ক্লাব বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ অপরাজিত ফ্লুমিনেন্সের আজ কপাল পুড়েছে সেমিফাইনালে এসেই। বাংলাদেশ সময় গতকাল রাতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ক্লাবটির ‘সর্বনাশ’ করেছেন এক ব্রাজিলিয়ানই। হোয়াও পেদ্রো নামের এক ব্রাজিলিয়ান দুই গোল করে চেলসিকে তুললেন ফাইনালে। শেষ চারে যে ক্লাবের বিদায়ঘণ্টা বাজালেন, সেটা পেদ্রোর শৈশবের ক্লাব।
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে চেলসি ও ফ্লুমিনেন্স। ১৮ মিনিটে পেদ্রোর পা থেকেই আসে ম্যাচে প্রথম গোল। আক্রমণ তৈরির একপর্যায়ে বাঁ পাশে ফ্লুমিনেন্সের বক্সের কাছাকাছি জায়গায় বল পান তিনি। ডান পায়ে দূরপাল্লার এক শটে লক্ষ্যভেদ করেন চেলসির এই স্ট্রাইকার। ফ্লুমিনেন্স গোলরক্ষক ফ্যাবিও ঝাঁপ দিয়েও বলের নাগাল পাননি।
২১ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে চেলসি। দলের স্ট্রাইকার পেদ্রো নেতো প্রথমে ক্রস করেন। সেই ক্রস রিসিভ করে চেলসির ডিফেন্ডার মালো গুস্তো হেড দিলেও সেই শট প্রতিহত করেন ফ্লুমিনেন্স গোলরক্ষক ফ্যাবিও। এরই মধ্যে ফ্লুমিনেন্স পায় সমতায় ফেরার সুযোগ। তবে ৩৬ মিনিটে ফ্লুমিনেন্সকে পেনাল্টি দেওয়া হলেও রেফারি সেটা পরে বাতিল করেছেন। প্রথমার্ধ চেলসি শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে চেলসি দ্রুত ব্যবধান দ্বিগুণ করেছে। ৫৬ মিনিটে এনজো ফার্নান্দেজের পাস রিসিভ করে দুর্দান্ত গোল করেন পেদ্রো। ম্যাচে এটা পেদ্রোরও দ্বিতীয় গোল। দুই গোল হজমের পর ফ্লুমিনেন্স বারবার চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল চেলসি। এর আগে ২০১২ ও ২০২১ সালে ফাইনালে উঠেছিল ইংলিশ ক্লাবটি। ২০১২ সালে চেলসি হয়েছিল রানার্সআপ। ৯ বছর পর ক্লাব বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল তারা।
চেলসিকে তৃতীয়বার ক্লাব বিশ্বকাপের ফাইনালে তোলার নায়ক পেদ্রো এর আগে খেলেছেন ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের হয়ে। এ বছর তিনি চেলসিতে আসেন। ক্লাব বিশ্বকাপ দিয়েই ইংলিশ ক্লাবটির হয়ে তাঁর অভিষেক হয়। চেলসির জার্সিতে দুই ম্যাচে করেন ২ গোল। দুটি ম্যাচই তিনি খেলেছেন ব্রাজিলের দুই ক্লাব পালমেইরাস ও ফ্লুমিনেন্সের বিপক্ষে। আজ রাতে জানা যাবে ফাইনালে চেলসির প্রতিপক্ষ। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি-রিয়াল মাদ্রিদ।
এবারের ক্লাব বিশ্বকাপে হারতেই যেন ভুলে গিয়েছিল ফ্লুমিনেন্স। টানা পাঁচ ম্যাচ অপরাজিত থেকে উঠেছিল সেমিফাইনালে। যেখানে শেষ ষোলোর ম্যাচে ইন্টার মিলানকে হারিয়ে ফ্লুমিনেন্স দেখিয়েছিল চমক। অবশেষে ব্রাজিলিয়ান ক্লাবটি হারের মুখ দেখল সেমিফাইনালে।
ক্লাব বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ অপরাজিত ফ্লুমিনেন্সের আজ কপাল পুড়েছে সেমিফাইনালে এসেই। বাংলাদেশ সময় গতকাল রাতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ক্লাবটির ‘সর্বনাশ’ করেছেন এক ব্রাজিলিয়ানই। হোয়াও পেদ্রো নামের এক ব্রাজিলিয়ান দুই গোল করে চেলসিকে তুললেন ফাইনালে। শেষ চারে যে ক্লাবের বিদায়ঘণ্টা বাজালেন, সেটা পেদ্রোর শৈশবের ক্লাব।
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে চেলসি ও ফ্লুমিনেন্স। ১৮ মিনিটে পেদ্রোর পা থেকেই আসে ম্যাচে প্রথম গোল। আক্রমণ তৈরির একপর্যায়ে বাঁ পাশে ফ্লুমিনেন্সের বক্সের কাছাকাছি জায়গায় বল পান তিনি। ডান পায়ে দূরপাল্লার এক শটে লক্ষ্যভেদ করেন চেলসির এই স্ট্রাইকার। ফ্লুমিনেন্স গোলরক্ষক ফ্যাবিও ঝাঁপ দিয়েও বলের নাগাল পাননি।
২১ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে চেলসি। দলের স্ট্রাইকার পেদ্রো নেতো প্রথমে ক্রস করেন। সেই ক্রস রিসিভ করে চেলসির ডিফেন্ডার মালো গুস্তো হেড দিলেও সেই শট প্রতিহত করেন ফ্লুমিনেন্স গোলরক্ষক ফ্যাবিও। এরই মধ্যে ফ্লুমিনেন্স পায় সমতায় ফেরার সুযোগ। তবে ৩৬ মিনিটে ফ্লুমিনেন্সকে পেনাল্টি দেওয়া হলেও রেফারি সেটা পরে বাতিল করেছেন। প্রথমার্ধ চেলসি শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে চেলসি দ্রুত ব্যবধান দ্বিগুণ করেছে। ৫৬ মিনিটে এনজো ফার্নান্দেজের পাস রিসিভ করে দুর্দান্ত গোল করেন পেদ্রো। ম্যাচে এটা পেদ্রোরও দ্বিতীয় গোল। দুই গোল হজমের পর ফ্লুমিনেন্স বারবার চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল চেলসি। এর আগে ২০১২ ও ২০২১ সালে ফাইনালে উঠেছিল ইংলিশ ক্লাবটি। ২০১২ সালে চেলসি হয়েছিল রানার্সআপ। ৯ বছর পর ক্লাব বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল তারা।
চেলসিকে তৃতীয়বার ক্লাব বিশ্বকাপের ফাইনালে তোলার নায়ক পেদ্রো এর আগে খেলেছেন ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের হয়ে। এ বছর তিনি চেলসিতে আসেন। ক্লাব বিশ্বকাপ দিয়েই ইংলিশ ক্লাবটির হয়ে তাঁর অভিষেক হয়। চেলসির জার্সিতে দুই ম্যাচে করেন ২ গোল। দুটি ম্যাচই তিনি খেলেছেন ব্রাজিলের দুই ক্লাব পালমেইরাস ও ফ্লুমিনেন্সের বিপক্ষে। আজ রাতে জানা যাবে ফাইনালে চেলসির প্রতিপক্ষ। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি-রিয়াল মাদ্রিদ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে