ক্রীড়া ডেস্ক
ব্রাজিল, আর্জেন্টিনা দুই দলের মাঠে নামতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে দুটি দলই ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামছে। ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। আর আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে।
বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় ব্রাজিল খেলতে নামবে ইকুয়েডরের বিপক্ষে। এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে হতে যাওয়া ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল খেলতে যাচ্ছে প্রথম ম্যাচ। বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অবশ্য টেলিভিশনে ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি দেখতে পারবেন না। তবু হতাশ হওয়ার কিছু নেই। সিবিএস স্পোর্টস অ্যাপ, প্যারামাউন্ট প্লাস-এসব অনলাইন স্ট্রিমিংয়ে দেখা যাবে আনচেলত্তির ব্রাজিলের ম্যাচ।
ব্রাজিল ম্যাচের পরই অন্য মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় ন্যাশনাল হুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা-চিলি ম্যাচ। এই ম্যাচটিও বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। আর্জেন্টিনার ম্যাচও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য টেলিভিশনে দেখার সুযোগ নেই। আর্জেন্টিনা-চিলি ম্যাচটি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা এরই মধ্যে কেটে ফেলেছে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট। দুইয়ে থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩। সমান ২১ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তিন, চার ও পাঁচে অবস্থান করছে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে। সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে। উরুগুয়ে-প্যারাগুয়ের ম্যাচও রয়েছে আগামীকাল। বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ডিফেন্সোর্স দেল চাকো স্টেডিয়ামে শুরু হবে উরুগুয়ে-প্যারাগুয়ে ম্যাচ।
ব্রাজিল, আর্জেন্টিনা দুই দলের মাঠে নামতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে দুটি দলই ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামছে। ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। আর আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে।
বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় ব্রাজিল খেলতে নামবে ইকুয়েডরের বিপক্ষে। এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে হতে যাওয়া ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল খেলতে যাচ্ছে প্রথম ম্যাচ। বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অবশ্য টেলিভিশনে ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি দেখতে পারবেন না। তবু হতাশ হওয়ার কিছু নেই। সিবিএস স্পোর্টস অ্যাপ, প্যারামাউন্ট প্লাস-এসব অনলাইন স্ট্রিমিংয়ে দেখা যাবে আনচেলত্তির ব্রাজিলের ম্যাচ।
ব্রাজিল ম্যাচের পরই অন্য মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় ন্যাশনাল হুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা-চিলি ম্যাচ। এই ম্যাচটিও বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। আর্জেন্টিনার ম্যাচও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য টেলিভিশনে দেখার সুযোগ নেই। আর্জেন্টিনা-চিলি ম্যাচটি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা এরই মধ্যে কেটে ফেলেছে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট। দুইয়ে থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩। সমান ২১ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তিন, চার ও পাঁচে অবস্থান করছে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে। সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে। উরুগুয়ে-প্যারাগুয়ের ম্যাচও রয়েছে আগামীকাল। বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ডিফেন্সোর্স দেল চাকো স্টেডিয়ামে শুরু হবে উরুগুয়ে-প্যারাগুয়ে ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে