বিশ্বকাপের মাঠে ঝড় তোলার আগেই ফুটবলে ঝড় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ও ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপ শুরুর আগে এ বিষয়ে ব্যাপক সমালোচনা ও আলোচনার মধ্যে আছেন পর্তুগিজ তারকা।
তবে কাতারে পৌঁছার পরেই রোনালদো মনোযোগ দিয়েছেন বিশ্বকাপে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পর্তুগিজ তারকা জানিয়েছেন পুরো মনোযোগ এখন বিশ্বকাপেই। বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মঞ্চে কোন দলের বিপক্ষে মুখোমুখি হতে চান সেটিও বলেছেন তিনি। শিরোপার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হতে পারলে খুশি হবেন তিনি।
ক্লাব সতীর্থ কাসেমিরোকে মজার ছলে এমনটিই জানিয়েছেন রোনালদো। তিনি বলেছেন, ‘কাসেমিরোকে মজা করে বলেছিলাম, ফাইনালে ব্রাজিলের মুখোমুখি পর্তুগাল করবে। সত্যি বলতে এটা স্বপ্ন হবে।’
এরপরেই বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্স করা কতটা কঠিন সে বিষয়ে কথা বলেছেন রোনালদো। ৫ বারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা হচ্ছে বিশ্বকাপ। আমি এটির (ব্রাজিল-পর্তুগাল ফাইনাল) স্বপ্ন দেখছি। জানি এটি কঠিন হবে, খুবই কঠিন। তবে স্বপ্ন হচ্ছে মুক্ত এবং সব সময় স্বপ্ন দেখছি।’
২৪ নভেম্বর, ঘানার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ‘এইচ’ গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ লুইস সুয়ারেজ-এডিনসন কাভানির উরুগুয়ে ও সন হিউয়েন-মিনের দক্ষিণ কোরিয়া।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
বিশ্বকাপের মাঠে ঝড় তোলার আগেই ফুটবলে ঝড় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ও ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপ শুরুর আগে এ বিষয়ে ব্যাপক সমালোচনা ও আলোচনার মধ্যে আছেন পর্তুগিজ তারকা।
তবে কাতারে পৌঁছার পরেই রোনালদো মনোযোগ দিয়েছেন বিশ্বকাপে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পর্তুগিজ তারকা জানিয়েছেন পুরো মনোযোগ এখন বিশ্বকাপেই। বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মঞ্চে কোন দলের বিপক্ষে মুখোমুখি হতে চান সেটিও বলেছেন তিনি। শিরোপার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হতে পারলে খুশি হবেন তিনি।
ক্লাব সতীর্থ কাসেমিরোকে মজার ছলে এমনটিই জানিয়েছেন রোনালদো। তিনি বলেছেন, ‘কাসেমিরোকে মজা করে বলেছিলাম, ফাইনালে ব্রাজিলের মুখোমুখি পর্তুগাল করবে। সত্যি বলতে এটা স্বপ্ন হবে।’
এরপরেই বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্স করা কতটা কঠিন সে বিষয়ে কথা বলেছেন রোনালদো। ৫ বারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা হচ্ছে বিশ্বকাপ। আমি এটির (ব্রাজিল-পর্তুগাল ফাইনাল) স্বপ্ন দেখছি। জানি এটি কঠিন হবে, খুবই কঠিন। তবে স্বপ্ন হচ্ছে মুক্ত এবং সব সময় স্বপ্ন দেখছি।’
২৪ নভেম্বর, ঘানার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ‘এইচ’ গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ লুইস সুয়ারেজ-এডিনসন কাভানির উরুগুয়ে ও সন হিউয়েন-মিনের দক্ষিণ কোরিয়া।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫