ক্রীড়া ডেস্ক
বায়ার্ন মিউনিখ-ফ্লামেঙ্গো ম্যাচের আগেই জানা গেছে এই ম্যাচের জয়ী দলের প্রতিপক্ষ শেষ আটে কোন দল হচ্ছে। কারণ, কয়েক ঘণ্টা আগে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ইন্টার মায়ামিকে ৪-০ গোলে হারিয়ে পিএসজি উঠেছে কোয়ার্টার ফাইনালে।
পিএসজির মতো বায়ার্ন মিউনিখও ৪ গোল দিয়েছে গত রাতে। যেখানে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ফ্লামেঙ্গো-বায়ার্ন মিউনিখ ম্যাচে হয়েছে ৬ গোল। এই ম্যাচ জিততে কিছুটা হলেও বেগ পেতে হয়েছে বায়ার্নকে। । ৫১ শতাংশ বল দখলে রেখে ফ্লামেঙ্গো প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ৩ শট। অন্যদিকে বায়ার্নের পাশে বল থাকে ৪৯ শতাংশ। জার্মান ক্লাবটি তিন শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। শেষ পর্যন্ত ফ্লামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে বায়ার্ন মিউনিখ।
বায়ার্নের জয়ের রাতে জোড়া গোল করেন হ্যারি কেইন। শেষ ষোলোর ম্যাচে জয়ের পর কেইন জানিয়েছেন, কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। ছন্দে থাকা পিএসজিকে হারাতে নিজেদের সেরাটাই দিতে হবে বলে মনে করেন তিনি। ম্যাচ শেষে ৩১ বছর বয়সী ইংল্যান্ড ফরোয়ার্ড বলেন, ‘এটা কঠিন হবে। কিন্তু এটা জানি যে যখন আমরা ছন্দে থাকি, যে কোনো দলকে হারাতে পারি। আমরা ঘুরে দাঁড়াব ও নিজেদের পুরোটা দেব।’
৩১ মে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে পিএসজি। ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের পর ক্লাব বিশ্বকাপেও ফর্মটা ধরে রেখেছে প্যারিসিয়ানরা। চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে পিএসজি। অন্যদিকে প্যারিসিয়ানদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বায়ার্ন মিউনিখ। ১৪ ম্যাচের মধ্যে বায়ার্ন ও পিএসজি জিতেছে ৮ ও ৬ ম্যাচ। যার মধ্যে সবশেষ গত বছরের নভেম্বরে পিএসজিকে ১-০ গোলে হারায় বায়ার্ন। ম্যাচটি ছিল ২০২৪-২৫ মৌসুমের গ্রুপ পর্যায়ের ম্যাচ।
পিএসজির সাম্প্রতিক পারফরম্যান্সে কেইন তাদের সমীহ করছেন। একই সঙ্গে তাদের বিপক্ষে সবশেষ লড়াইয়ে বায়ার্নের জয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ৩১ বছর বয়সী বায়ার্ন ফরোয়ার্ড বলেন, ‘আরও একটি কঠিন ম্যাচ আসছে। পিএসজির আগের মৌসুমটা ভালো গিয়েছে। তাদের বিপক্ষে মৌসুমের প্রথম দিকে খেলেছি ও জিতেছি।’
হার্ডরক স্টেডিয়ামে ফ্লামেঙ্গো-বায়ার্ন মিউনিখ ম্যাচে গোলের চেয়ে কার্ডই বেশি দেখা গেছে। রেফারি মাইকেল ওলিভার ৯ হলুদ কার্ড দেখিয়েছেন। যার মধ্যে বায়ার্ন দেখেছে ৫ হলুদ কার্ড। ফ্লামেঙ্গো পেয়েছে ৪ হলুদ কার্ড। ব্রাজিলের ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে বায়ার্ন শেষ আটে খেলবে পিএসজির বিপক্ষে। ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শুরু হবে পিএসজি-বায়ার্ন কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
বায়ার্ন মিউনিখ-ফ্লামেঙ্গো ম্যাচের আগেই জানা গেছে এই ম্যাচের জয়ী দলের প্রতিপক্ষ শেষ আটে কোন দল হচ্ছে। কারণ, কয়েক ঘণ্টা আগে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ইন্টার মায়ামিকে ৪-০ গোলে হারিয়ে পিএসজি উঠেছে কোয়ার্টার ফাইনালে।
পিএসজির মতো বায়ার্ন মিউনিখও ৪ গোল দিয়েছে গত রাতে। যেখানে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ফ্লামেঙ্গো-বায়ার্ন মিউনিখ ম্যাচে হয়েছে ৬ গোল। এই ম্যাচ জিততে কিছুটা হলেও বেগ পেতে হয়েছে বায়ার্নকে। । ৫১ শতাংশ বল দখলে রেখে ফ্লামেঙ্গো প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ৩ শট। অন্যদিকে বায়ার্নের পাশে বল থাকে ৪৯ শতাংশ। জার্মান ক্লাবটি তিন শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। শেষ পর্যন্ত ফ্লামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে বায়ার্ন মিউনিখ।
বায়ার্নের জয়ের রাতে জোড়া গোল করেন হ্যারি কেইন। শেষ ষোলোর ম্যাচে জয়ের পর কেইন জানিয়েছেন, কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। ছন্দে থাকা পিএসজিকে হারাতে নিজেদের সেরাটাই দিতে হবে বলে মনে করেন তিনি। ম্যাচ শেষে ৩১ বছর বয়সী ইংল্যান্ড ফরোয়ার্ড বলেন, ‘এটা কঠিন হবে। কিন্তু এটা জানি যে যখন আমরা ছন্দে থাকি, যে কোনো দলকে হারাতে পারি। আমরা ঘুরে দাঁড়াব ও নিজেদের পুরোটা দেব।’
৩১ মে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে পিএসজি। ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের পর ক্লাব বিশ্বকাপেও ফর্মটা ধরে রেখেছে প্যারিসিয়ানরা। চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে পিএসজি। অন্যদিকে প্যারিসিয়ানদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বায়ার্ন মিউনিখ। ১৪ ম্যাচের মধ্যে বায়ার্ন ও পিএসজি জিতেছে ৮ ও ৬ ম্যাচ। যার মধ্যে সবশেষ গত বছরের নভেম্বরে পিএসজিকে ১-০ গোলে হারায় বায়ার্ন। ম্যাচটি ছিল ২০২৪-২৫ মৌসুমের গ্রুপ পর্যায়ের ম্যাচ।
পিএসজির সাম্প্রতিক পারফরম্যান্সে কেইন তাদের সমীহ করছেন। একই সঙ্গে তাদের বিপক্ষে সবশেষ লড়াইয়ে বায়ার্নের জয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ৩১ বছর বয়সী বায়ার্ন ফরোয়ার্ড বলেন, ‘আরও একটি কঠিন ম্যাচ আসছে। পিএসজির আগের মৌসুমটা ভালো গিয়েছে। তাদের বিপক্ষে মৌসুমের প্রথম দিকে খেলেছি ও জিতেছি।’
হার্ডরক স্টেডিয়ামে ফ্লামেঙ্গো-বায়ার্ন মিউনিখ ম্যাচে গোলের চেয়ে কার্ডই বেশি দেখা গেছে। রেফারি মাইকেল ওলিভার ৯ হলুদ কার্ড দেখিয়েছেন। যার মধ্যে বায়ার্ন দেখেছে ৫ হলুদ কার্ড। ফ্লামেঙ্গো পেয়েছে ৪ হলুদ কার্ড। ব্রাজিলের ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে বায়ার্ন শেষ আটে খেলবে পিএসজির বিপক্ষে। ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শুরু হবে পিএসজি-বায়ার্ন কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে