টোকিও অলিম্পিকে ফুটবলে সোনা জিতল ব্রাজিল ফুটবল দল। আজ শনিবারের ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিকে টানা দ্বিতীয় সোনা জিতল সেলেসাওরা।
অলিম্পিকে বারবার ব্যর্থতার দুঃস্মৃতি পাঁচ বছর আগে নিজেদের মাটিতে মুছে ফেলেছিল ব্রাজিল। নিজেদের মাটিতে রিও অলিম্পিকে প্রথমবারের মতো সোনা জিতেছিলেন নেইমাররা। এবার সেই সোনা ধরার লক্ষ্যে দানি আলভেসকে অধিনায়ক করে শক্তিশালী এক দলই অলিম্পিকে এনেছিল ব্রাজিল। গত মাসে শেষ হওয়া ইউরোতে খেলা বেশ কয়েকজন ফুটবলার ছিল স্পেন দলেও। বার্সেলোনা অলিম্পিকে সর্বশেষ সোনা জেতা স্প্যানিশরা চেয়েছিল নিজেদের ২৯ বছরের আক্ষেপ মেটানো।
টোকিওর নিশান স্টেডিয়ামে ৩৪ মিনিটে পেনাল্টি বক্সে মাথিয়াস কুনিয়াকে ফাউল করে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেন স্পেন গোলরক্ষক উনাই সিমন। সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি রিচার্লিসন। এভারটন তারকার ডানপায়ের শটে গোলবার উঁচিয়ে পড়েছে মাঠের বাইরে।
আক্ষেপ নিয়ে অবশ্য বিরতিতে যেতে হয়নি ব্রাজিলকে। প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক দানি আলভেসের বাড়ানো বলকে ডান পায়ের জোরালো শটে জালে পাঠিয়ে সেলেসাও শিবিরে স্বস্তি ফেরান মাথিয়াস কুনিয়া।
সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলই খেলেছে স্পেন। ফল মিলেছে ৬১ মিনিটেই। কার্লোস সোলের ক্রস ধরে বাম প্রান্ত থেকে মিকেল ওয়ারজাবালের বাঁ পায়ের শট ঠেকানো সম্ভব হয়নি ব্রাজিলিয়ান গোলরক্ষক সান্তোসের।
৬৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্পেন। কার্লোস সোলেরের শট ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। ৮৪ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিনোর হেড লক্ষ্য খুঁজে না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে ব্রাজিলকে জয়সূচক গোলটি এনে দেন বদলি ফরোয়ার্ড ম্যালকম। অ্যান্থনির পাস ধরে দুরূহ কোণ থেকে গোল করে ব্রাজিলকে টানা দ্বিতীয় অলিম্পিক সোনা জয়ের স্বাদ দেন সাবেক বার্সা তারকা।
টোকিও অলিম্পিকে ফুটবলে সোনা জিতল ব্রাজিল ফুটবল দল। আজ শনিবারের ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিকে টানা দ্বিতীয় সোনা জিতল সেলেসাওরা।
অলিম্পিকে বারবার ব্যর্থতার দুঃস্মৃতি পাঁচ বছর আগে নিজেদের মাটিতে মুছে ফেলেছিল ব্রাজিল। নিজেদের মাটিতে রিও অলিম্পিকে প্রথমবারের মতো সোনা জিতেছিলেন নেইমাররা। এবার সেই সোনা ধরার লক্ষ্যে দানি আলভেসকে অধিনায়ক করে শক্তিশালী এক দলই অলিম্পিকে এনেছিল ব্রাজিল। গত মাসে শেষ হওয়া ইউরোতে খেলা বেশ কয়েকজন ফুটবলার ছিল স্পেন দলেও। বার্সেলোনা অলিম্পিকে সর্বশেষ সোনা জেতা স্প্যানিশরা চেয়েছিল নিজেদের ২৯ বছরের আক্ষেপ মেটানো।
টোকিওর নিশান স্টেডিয়ামে ৩৪ মিনিটে পেনাল্টি বক্সে মাথিয়াস কুনিয়াকে ফাউল করে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেন স্পেন গোলরক্ষক উনাই সিমন। সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি রিচার্লিসন। এভারটন তারকার ডানপায়ের শটে গোলবার উঁচিয়ে পড়েছে মাঠের বাইরে।
আক্ষেপ নিয়ে অবশ্য বিরতিতে যেতে হয়নি ব্রাজিলকে। প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক দানি আলভেসের বাড়ানো বলকে ডান পায়ের জোরালো শটে জালে পাঠিয়ে সেলেসাও শিবিরে স্বস্তি ফেরান মাথিয়াস কুনিয়া।
সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলই খেলেছে স্পেন। ফল মিলেছে ৬১ মিনিটেই। কার্লোস সোলের ক্রস ধরে বাম প্রান্ত থেকে মিকেল ওয়ারজাবালের বাঁ পায়ের শট ঠেকানো সম্ভব হয়নি ব্রাজিলিয়ান গোলরক্ষক সান্তোসের।
৬৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্পেন। কার্লোস সোলেরের শট ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। ৮৪ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিনোর হেড লক্ষ্য খুঁজে না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে ব্রাজিলকে জয়সূচক গোলটি এনে দেন বদলি ফরোয়ার্ড ম্যালকম। অ্যান্থনির পাস ধরে দুরূহ কোণ থেকে গোল করে ব্রাজিলকে টানা দ্বিতীয় অলিম্পিক সোনা জয়ের স্বাদ দেন সাবেক বার্সা তারকা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫