ক্রীড়া ডেস্ক
যত কাণ্ড কাঠমান্ডুতে—গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুবারই টুর্নামেন্ট-সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
দশরথ রঙ্গশালার গ্যালারিকে স্তব্ধ করে গত রাতে ২০২৪ নারী সাফের শিরোপা জিতল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে সফল বাংলাদেশের গোলরক্ষক রূপনাই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। পুরস্কার জয়ের পর রূপনা মনে করিয়ে দিলেন ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিকে। সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার হাতে নিয়ে মেসির মতো ভঙ্গিতে ছবি তুললেন রূপনা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রূপনা আজ সকালে সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ।’ বাক্যের পর বাংলাদেশের পতাকার ইমোজি দিয়েছেন এই গোলরক্ষক।
অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল। টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের পোস্ট ‘চীনের মহাপ্রাচীরের’ মতো আগলে রাখেন রূপনা। ফাইনালেও নেপালের নিশ্চিত কিছু আক্রমণ প্রতিহত করেছেন বাংলাদেশের এই গোলরক্ষক।
চ্যাম্পিয়ন হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রূপনা টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ফেসবুকে পোস্ট করেন। গোলরক্ষক ইউনিট, গোলরক্ষক কোচ, সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার জয়ী রূপনা।
২০২২ সালের ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাবিনার নেতৃত্বাধীন সেই দলের কোচ ছিলেন গোলাম রব্বানী ছোটন। দুই বছর পর এবার পিটার বাটলারের হাত ধরে দ্বিতীয় সাফ জিতল বাংলাদেশ নারী ফুটবল দল।
এবার বাংলাদেশের সর্বোচ্চ ৫ গোল করেন তহুরা খাতুন। অধিনায়ক সাবিনা করেন ২ গোল। দুটি গোলই করেছেন তিনি সেমিফাইনালে ভুটানের বিপক্ষে। ভুটানকে সেমিতে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ।
সাবিনাদের চ্যাম্পিয়ন হওয়ার পরই অবশ্য গুডবাই বলে দিয়েছেন নারী দলের কোচ পিটার। ইংলিশ এই কোচের সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পরই কথা হয়। নেপালের কাঠমান্ডু থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে পিটার জানিয়েছেন মেয়াদ শেষ হলেই তিনি বাংলাদেশ ছাড়বেন। তবে গতকালের ফাইনালই মেয়েদের কোচ হিসেবে তাঁর শেষ ম্যাচ। পিটারের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর।
যত কাণ্ড কাঠমান্ডুতে—গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুবারই টুর্নামেন্ট-সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
দশরথ রঙ্গশালার গ্যালারিকে স্তব্ধ করে গত রাতে ২০২৪ নারী সাফের শিরোপা জিতল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে সফল বাংলাদেশের গোলরক্ষক রূপনাই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। পুরস্কার জয়ের পর রূপনা মনে করিয়ে দিলেন ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিকে। সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার হাতে নিয়ে মেসির মতো ভঙ্গিতে ছবি তুললেন রূপনা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রূপনা আজ সকালে সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ।’ বাক্যের পর বাংলাদেশের পতাকার ইমোজি দিয়েছেন এই গোলরক্ষক।
অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল। টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের পোস্ট ‘চীনের মহাপ্রাচীরের’ মতো আগলে রাখেন রূপনা। ফাইনালেও নেপালের নিশ্চিত কিছু আক্রমণ প্রতিহত করেছেন বাংলাদেশের এই গোলরক্ষক।
চ্যাম্পিয়ন হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রূপনা টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ফেসবুকে পোস্ট করেন। গোলরক্ষক ইউনিট, গোলরক্ষক কোচ, সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার জয়ী রূপনা।
২০২২ সালের ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাবিনার নেতৃত্বাধীন সেই দলের কোচ ছিলেন গোলাম রব্বানী ছোটন। দুই বছর পর এবার পিটার বাটলারের হাত ধরে দ্বিতীয় সাফ জিতল বাংলাদেশ নারী ফুটবল দল।
এবার বাংলাদেশের সর্বোচ্চ ৫ গোল করেন তহুরা খাতুন। অধিনায়ক সাবিনা করেন ২ গোল। দুটি গোলই করেছেন তিনি সেমিফাইনালে ভুটানের বিপক্ষে। ভুটানকে সেমিতে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ।
সাবিনাদের চ্যাম্পিয়ন হওয়ার পরই অবশ্য গুডবাই বলে দিয়েছেন নারী দলের কোচ পিটার। ইংলিশ এই কোচের সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পরই কথা হয়। নেপালের কাঠমান্ডু থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে পিটার জানিয়েছেন মেয়াদ শেষ হলেই তিনি বাংলাদেশ ছাড়বেন। তবে গতকালের ফাইনালই মেয়েদের কোচ হিসেবে তাঁর শেষ ম্যাচ। পিটারের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫