নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
বসুন্ধরার অনুশীলন মাঠে শুরুতে চোখে চোখ রেখে লড়াই করতে থাকে ভুটান। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারা দলটি বেশ কিছু সুযোগও তৈরি করে। ১৪ মিনিটে দারুণ এক গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ভুটানের গোলরক্ষক পেমার হাত থেকে বল ফসকে যায়। সেখান থেকে বল নেন তৃষ্ণা রানী। তবে ভুটানের ডিফেন্ডার কর্নারের বিনিময়ে সে যাত্রায় দলকে রক্ষা করেন।
১৮ মিনিটে আবারও তৃষ্ণার আক্রমণ প্রতিহত করেন ভুটানের গোলরক্ষক। বারবার ভুটান দারুণভাবে প্রতিহত করছিল বাংলাদেশকে। মাঝমাঠও ছিল নিষ্প্রভ। তাই খেলার গতি বাড়াতে ম্যাচের ৩১ মিনিটে বন্যা খাতুনকে তুলে নিয়ে স্বপ্না রানীকে মাঠে নামান বাংলাদেশ কোচ পিটার বাটলার।
আস্থার প্রমাণ দিতে স্বপ্নার সময় লাগে মাত্র দুই মিনিট। তাঁর বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে ৩৩ মিনিটে দুর্দান্ত এক শটে বাংলাদেশকে এগিয়ে দেন তৃষ্ণা। যোগ করে সময়ের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন স্বপ্না। তা জায়গায় দাঁড়িয়ে ঠেকিয়ে দেন ভুটান গোলরক্ষক।
বিরতির পর বেশ কিছু আক্রমণ করে বাংলাদেশ। ৫৫ মিনিটে স্বপ্নার কর্নার থেকে রুমা আক্তারের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ৬০ মিনিটে বক্সের ভেতর তৃষ্ণা রানী ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। কিন্তু স্পটকিক থেকে লক্ষ্যে শট নিতে পারেননি স্বপ্না।
৬৪ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তারকে একা পেয়ে যান ভুটানের সাঙ্গে ওয়াংমো। কিন্তু দারুণ দক্ষতায় তাঁর শট তালুবন্দী করেন মিলি।
৬৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান তৃষ্ণা। সেখানে কৃতিত্ব রয়েছে মুনকি আক্তারেরও। ভুটানে ডিফেন্ডার সোনাম ইয়াংকে তিনি প্রতিহত করলে বল পেয়ে যান তৃষ্ণা। ডান পায়ের কোনাকুনি শটে জাল কাঁপাতে কোনো ভুল করেননি তিনি।
৭৪ মিনিটে ব্যবধান বাড়ান স্বপ্না। রুমার পাস থেকে তাঁর দূরপাল্লার শট ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে। রেফারিও তাই কোনো দ্বিধা ছাড়া গোলের বাঁশি বাজান।
চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-০ গোলে হারিয়েছে নেপাল।
অগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
বসুন্ধরার অনুশীলন মাঠে শুরুতে চোখে চোখ রেখে লড়াই করতে থাকে ভুটান। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারা দলটি বেশ কিছু সুযোগও তৈরি করে। ১৪ মিনিটে দারুণ এক গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ভুটানের গোলরক্ষক পেমার হাত থেকে বল ফসকে যায়। সেখান থেকে বল নেন তৃষ্ণা রানী। তবে ভুটানের ডিফেন্ডার কর্নারের বিনিময়ে সে যাত্রায় দলকে রক্ষা করেন।
১৮ মিনিটে আবারও তৃষ্ণার আক্রমণ প্রতিহত করেন ভুটানের গোলরক্ষক। বারবার ভুটান দারুণভাবে প্রতিহত করছিল বাংলাদেশকে। মাঝমাঠও ছিল নিষ্প্রভ। তাই খেলার গতি বাড়াতে ম্যাচের ৩১ মিনিটে বন্যা খাতুনকে তুলে নিয়ে স্বপ্না রানীকে মাঠে নামান বাংলাদেশ কোচ পিটার বাটলার।
আস্থার প্রমাণ দিতে স্বপ্নার সময় লাগে মাত্র দুই মিনিট। তাঁর বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে ৩৩ মিনিটে দুর্দান্ত এক শটে বাংলাদেশকে এগিয়ে দেন তৃষ্ণা। যোগ করে সময়ের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন স্বপ্না। তা জায়গায় দাঁড়িয়ে ঠেকিয়ে দেন ভুটান গোলরক্ষক।
বিরতির পর বেশ কিছু আক্রমণ করে বাংলাদেশ। ৫৫ মিনিটে স্বপ্নার কর্নার থেকে রুমা আক্তারের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ৬০ মিনিটে বক্সের ভেতর তৃষ্ণা রানী ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। কিন্তু স্পটকিক থেকে লক্ষ্যে শট নিতে পারেননি স্বপ্না।
৬৪ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তারকে একা পেয়ে যান ভুটানের সাঙ্গে ওয়াংমো। কিন্তু দারুণ দক্ষতায় তাঁর শট তালুবন্দী করেন মিলি।
৬৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান তৃষ্ণা। সেখানে কৃতিত্ব রয়েছে মুনকি আক্তারেরও। ভুটানে ডিফেন্ডার সোনাম ইয়াংকে তিনি প্রতিহত করলে বল পেয়ে যান তৃষ্ণা। ডান পায়ের কোনাকুনি শটে জাল কাঁপাতে কোনো ভুল করেননি তিনি।
৭৪ মিনিটে ব্যবধান বাড়ান স্বপ্না। রুমার পাস থেকে তাঁর দূরপাল্লার শট ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে। রেফারিও তাই কোনো দ্বিধা ছাড়া গোলের বাঁশি বাজান।
চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-০ গোলে হারিয়েছে নেপাল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫