নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
সৌদিতে ১৩ দিনের ক্যাম্পে শুধু অনুশীলনেই নিজেদের ব্যস্ত রাখবেন না জামাল ভূঁইয়ারা। প্রস্তুতি ম্যাচ খেলবেন তিনটি। এর মধ্যে একটি সুদানের বিপক্ষে। আফ্রিকান দেশটি বিশ্বকাপ বাছাইপর্বে এখনো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১৭ মার্চ বাছাইপর্বের ম্যাচে তাদের প্রতিপক্ষ সেনেগাল।
বাংলাদেশের মতো সুদান ক্যাম্পের জন্য বেছে নিয়েছে সৌদি আরবকে। কাবরেরা বলেন, ‘আমরা ৮ মার্চ সুদানের বিপক্ষে খেলব। এছাড়া আরও দুটি ম্যাচ আছে। এর মধ্যে একটি সৌদি আরবের দ্বিতীয় স্তরের ক্লাব আল তাই এফসি ও আরেকটি মক্কার এক ক্লাবের সঙ্গে।’
প্রস্তুতি নিয়ে বাংলাদেশ কোচ আরও বলেন, ‘উন্নতি নিয়ে আমরা খুবই ইতিবাচক। মানসিক অবস্থা ভালো। গুরুত্বপূর্ণ কিছু অর্জনের জন্য দল আত্মবিশ্বাসী। সবকিছুই ভালো যাচ্ছে। খুবই কঠিন এক কাজ (একাদশ বাছাই করা)। প্রথমে আমাদের সাতজনকে বাদ দিতে হবে, যা খুবই কঠিন। কারণ মাঠে সবাই ভালো পর্যায়ে আছে, এমনকি মাঠের বাইরেও বেশ মনোযোগী। সবাই দলে থাকতে চায়।’
ক্যাম্প শেষে ১৭ মার্চ দেশে ফিরবে বাংলাদেশ দল। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ ক্লাব শেফিল্ড শিল্ডে খেলা হামজা চৌধুরীর।
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
সৌদিতে ১৩ দিনের ক্যাম্পে শুধু অনুশীলনেই নিজেদের ব্যস্ত রাখবেন না জামাল ভূঁইয়ারা। প্রস্তুতি ম্যাচ খেলবেন তিনটি। এর মধ্যে একটি সুদানের বিপক্ষে। আফ্রিকান দেশটি বিশ্বকাপ বাছাইপর্বে এখনো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১৭ মার্চ বাছাইপর্বের ম্যাচে তাদের প্রতিপক্ষ সেনেগাল।
বাংলাদেশের মতো সুদান ক্যাম্পের জন্য বেছে নিয়েছে সৌদি আরবকে। কাবরেরা বলেন, ‘আমরা ৮ মার্চ সুদানের বিপক্ষে খেলব। এছাড়া আরও দুটি ম্যাচ আছে। এর মধ্যে একটি সৌদি আরবের দ্বিতীয় স্তরের ক্লাব আল তাই এফসি ও আরেকটি মক্কার এক ক্লাবের সঙ্গে।’
প্রস্তুতি নিয়ে বাংলাদেশ কোচ আরও বলেন, ‘উন্নতি নিয়ে আমরা খুবই ইতিবাচক। মানসিক অবস্থা ভালো। গুরুত্বপূর্ণ কিছু অর্জনের জন্য দল আত্মবিশ্বাসী। সবকিছুই ভালো যাচ্ছে। খুবই কঠিন এক কাজ (একাদশ বাছাই করা)। প্রথমে আমাদের সাতজনকে বাদ দিতে হবে, যা খুবই কঠিন। কারণ মাঠে সবাই ভালো পর্যায়ে আছে, এমনকি মাঠের বাইরেও বেশ মনোযোগী। সবাই দলে থাকতে চায়।’
ক্যাম্প শেষে ১৭ মার্চ দেশে ফিরবে বাংলাদেশ দল। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ ক্লাব শেফিল্ড শিল্ডে খেলা হামজা চৌধুরীর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫