ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটি। আজ রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পুঁচকে ওয়াটফোর্ডকে ডেকে এনে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে পেপ গার্দিওলার দল। তবে রাতটা ভালো কাটেনি ম্যানচেস্টারের আরেক দল ম্যানচেস্টার ইউনাইটেডের। এমিরেটস স্টেডিয়ামে বিগ ম্যাচে আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলে হেরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।
পরিচিত দর্শকদের সামনে ম্যাচের প্রথম ভাগেই জয় প্রায় নিশ্চিত করে ফেলে ম্যানচেস্টার সিটি। এই অর্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় সিটিজেনরা। দ্বিতীয়ার্ধে গার্দিওলার ছাত্ররা গোল করেন আরও দুটি। পাঁচ গোলের দুর্দান্ত জয়ের নায়ক গ্যাব্রিয়েল জেসুস। হ্যাটট্রিক তো বটেই, ব্রাজিলিয়ান স্ট্রাইকার একাই করলেন চার গোল। তাতেই উড়ে গেল ওয়াটফোর্ড। দুই অর্ধে দুটি করে গোল করেন জেসুস।
তাতেই হলো অনন্য এক কীর্তি। প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে চার গোল করলেন জেসুস। ম্যাচের ৫৩ মিনিটে চতুর্থ গোলটি করেন তিনি। এর মিনিট চারেক আগে হ্যাটট্রিক পূরণ করেন জেসুস। সিটির অন্য গোলটার মালিক রদ্রি। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান অটুট রাখল সিটি। ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট সিটির। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে লিভারপুল।
সিটির জয়ের রাতে সঙ্গী হতে পারেনি তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালের মাঠে তারা হারে ৩-১ গোলে। রেড ডেভিলদের হয়ে সান্ত্বনার গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সদ্যোজাত পুত্রসন্তান হারানোর ধাক্কা সামলে মাঠে ফিরেই পর্তুগিজ তারকা পেলেন গোলের দেখা। প্রথমার্ধে রোনালদোর গোলটা ইংলিশ লিগে তাঁর শততম গোল। আর্সেনালের গোল তিনটি করেন তাভারেস, বুকায়ো সাকা ও গ্রানিত জাকা।
এই হারে লিগ টেবিলের সেরা চারে থেকে মৌসুম শেষ করা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আরও কঠিন হয়ে উঠল। তবে দুর্দান্ত জয়ে সেরা চারের আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ম্যানইউ ছয়ে এবং ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটি। আজ রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পুঁচকে ওয়াটফোর্ডকে ডেকে এনে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে পেপ গার্দিওলার দল। তবে রাতটা ভালো কাটেনি ম্যানচেস্টারের আরেক দল ম্যানচেস্টার ইউনাইটেডের। এমিরেটস স্টেডিয়ামে বিগ ম্যাচে আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলে হেরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।
পরিচিত দর্শকদের সামনে ম্যাচের প্রথম ভাগেই জয় প্রায় নিশ্চিত করে ফেলে ম্যানচেস্টার সিটি। এই অর্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় সিটিজেনরা। দ্বিতীয়ার্ধে গার্দিওলার ছাত্ররা গোল করেন আরও দুটি। পাঁচ গোলের দুর্দান্ত জয়ের নায়ক গ্যাব্রিয়েল জেসুস। হ্যাটট্রিক তো বটেই, ব্রাজিলিয়ান স্ট্রাইকার একাই করলেন চার গোল। তাতেই উড়ে গেল ওয়াটফোর্ড। দুই অর্ধে দুটি করে গোল করেন জেসুস।
তাতেই হলো অনন্য এক কীর্তি। প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে চার গোল করলেন জেসুস। ম্যাচের ৫৩ মিনিটে চতুর্থ গোলটি করেন তিনি। এর মিনিট চারেক আগে হ্যাটট্রিক পূরণ করেন জেসুস। সিটির অন্য গোলটার মালিক রদ্রি। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান অটুট রাখল সিটি। ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট সিটির। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে লিভারপুল।
সিটির জয়ের রাতে সঙ্গী হতে পারেনি তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালের মাঠে তারা হারে ৩-১ গোলে। রেড ডেভিলদের হয়ে সান্ত্বনার গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সদ্যোজাত পুত্রসন্তান হারানোর ধাক্কা সামলে মাঠে ফিরেই পর্তুগিজ তারকা পেলেন গোলের দেখা। প্রথমার্ধে রোনালদোর গোলটা ইংলিশ লিগে তাঁর শততম গোল। আর্সেনালের গোল তিনটি করেন তাভারেস, বুকায়ো সাকা ও গ্রানিত জাকা।
এই হারে লিগ টেবিলের সেরা চারে থেকে মৌসুম শেষ করা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আরও কঠিন হয়ে উঠল। তবে দুর্দান্ত জয়ে সেরা চারের আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ম্যানইউ ছয়ে এবং ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে আর্সেনাল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫