ক্রীড়া ডেস্ক
ভুটানকে ২-০ গোলে হারিয়ে গতকাল প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। তবে খুব যে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, সেটা জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের জানিয়ে দিল সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগে নিজেদের দারুণভাবে ঝালিয়ে নিল তারা। ঘরের মাঠে আজ মালদ্বীপকে ৩-১ হারিয়েছে দলটি।
বিশান স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটের মধ্যেই তিন গোলের দেখা পেয়ে যায় সিঙ্গাপুর। ৪-৫-১ ছকে খেলা স্বাগতিকদের সপ্তম মিনিটে এগিয়ে দেন আমিরুল। সং উই ইয়ংয়ের কর্নার থেকে হেডে জাল কাঁপান তিনি।
একাধিক চোটের কারণে গত এক বছরে সিঙ্গাপুরের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি ইখসান ফান্দি। জোড়া গোল করে ফেরাটা দারুণভাবে রাঙালেন এই ফরোয়ার্ড। ২০ মিনিটে বাঁ প্রান্ত থেকে হারিস স্টুয়ার্টের ক্রসে মাথা ছোঁয়ালে দ্বিগুণ হয় ব্যবধান। ১২ মিনিট পর সংয়ের ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৩৯ ম্যাচে এটি তাঁর ২০ তম গোল। বর্তমানে খেলা সিঙ্গাপুরের ফুটবলারদের মধ্যে তাঁর চেয়ে বেশি গোল নেই আর কারও।
প্রথমার্ধে তুলনামূলকভাবে বেশ ভালো খেলেছে সিঙ্গাপুর। তবে কিছু জায়গায় দুর্বলতা ছিল স্পষ্ট। বিশেষ করে রক্ষণে, স্পেস থাকার কারণ মালদ্বীপও তাই কয়েকটি সুযোগ পায়। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক গোলটি করেন আহমেদ রিজুভান।
মালদ্বীপকে হারানোর আগে টানা ৬ ম্যাচ জয়হীন ছিল সিঙ্গাপুর। বিশেষ করে শেষ ৫ ম্যাচে মাত্র একবারই গোলের দেখা পেয়েছে তারা। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছে হংকংয়ের বিপক্ষে। ১০ জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে এই জয় নিশ্চয়ই আত্মবিশ্বাস জোগাবে র্যাঙ্কিংয়ের ১৬১ নম্বরে থাকা দলটিকে।
ভুটানকে ২-০ গোলে হারিয়ে গতকাল প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। তবে খুব যে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, সেটা জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের জানিয়ে দিল সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগে নিজেদের দারুণভাবে ঝালিয়ে নিল তারা। ঘরের মাঠে আজ মালদ্বীপকে ৩-১ হারিয়েছে দলটি।
বিশান স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটের মধ্যেই তিন গোলের দেখা পেয়ে যায় সিঙ্গাপুর। ৪-৫-১ ছকে খেলা স্বাগতিকদের সপ্তম মিনিটে এগিয়ে দেন আমিরুল। সং উই ইয়ংয়ের কর্নার থেকে হেডে জাল কাঁপান তিনি।
একাধিক চোটের কারণে গত এক বছরে সিঙ্গাপুরের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি ইখসান ফান্দি। জোড়া গোল করে ফেরাটা দারুণভাবে রাঙালেন এই ফরোয়ার্ড। ২০ মিনিটে বাঁ প্রান্ত থেকে হারিস স্টুয়ার্টের ক্রসে মাথা ছোঁয়ালে দ্বিগুণ হয় ব্যবধান। ১২ মিনিট পর সংয়ের ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৩৯ ম্যাচে এটি তাঁর ২০ তম গোল। বর্তমানে খেলা সিঙ্গাপুরের ফুটবলারদের মধ্যে তাঁর চেয়ে বেশি গোল নেই আর কারও।
প্রথমার্ধে তুলনামূলকভাবে বেশ ভালো খেলেছে সিঙ্গাপুর। তবে কিছু জায়গায় দুর্বলতা ছিল স্পষ্ট। বিশেষ করে রক্ষণে, স্পেস থাকার কারণ মালদ্বীপও তাই কয়েকটি সুযোগ পায়। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক গোলটি করেন আহমেদ রিজুভান।
মালদ্বীপকে হারানোর আগে টানা ৬ ম্যাচ জয়হীন ছিল সিঙ্গাপুর। বিশেষ করে শেষ ৫ ম্যাচে মাত্র একবারই গোলের দেখা পেয়েছে তারা। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছে হংকংয়ের বিপক্ষে। ১০ জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে এই জয় নিশ্চয়ই আত্মবিশ্বাস জোগাবে র্যাঙ্কিংয়ের ১৬১ নম্বরে থাকা দলটিকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫