নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
প্রিমিয়ার লিগে গত ২ মে কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ কমিশনারকে ধাক্কা মেরেছিলেন সাদ। এর আগেই অবশ্য লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। কিন্তু ম্যাচের শেষ দিকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এর জেরে একপর্যায়ে ম্যাচ কমিশনারের ওপর চড়াও হন সাদ। তাই ঘরোয়া ফুটবলে ১৪ নভেম্বরের আগে আর মাঠে নামতে পারবেন না এই ডিফেন্ডার। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় তাঁকে। একই ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করায় চার ম্যাচ নিষিদ্ধ বসুন্ধরার সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি।
কিংস অ্যারেনায় কেন দর্শক ছাড়া ম্যাচ আয়োজন করা হবে না—এ বিষয়ে বসুন্ধরা কিংসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাফুফের শৃঙ্খলা কমিটি। গত বুধবার অনুষ্ঠিত সভায় বসুন্ধরার পরবর্তী ছয়টি হোম ম্যাচ দর্শকশূন্য রাখার স্থগিত শাস্তি দেওয়া হয়েছে। আগামী ৬ মাসে দর্শকেরা শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করলে সেই শাস্তি কার্যকর হবে।
চ্যাম্পিয়নশিপ লিগে গত ১১ মে বাফুফে এলিট একাডেমির বিপক্ষে ম্যাচে রেফারিকে লাঞ্ছিত করায় সিটি ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এক বছর নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির তিন ফুটবলার মাসুম মিয়া, মিজানুর রহমান, আশরাফুল ইসলাম ও বলবয় মোহাম্মদ ইউনুস।
শৃঙ্খলা ভাঙায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সমপরিমাণ জরিমানা দেওয়ার পাশাপাশি ৬ ম্যাচ নিষিদ্ধ ক্লাবটির টিম লিডার দেলোয়ার হোসেন। দুই ফুটবলার রাশিদুল ইসলাম জিহানকে চার ম্যাচ ও মোহাম্মদ রাকিবকে যথাক্রমে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে শৃঙ্খলা কমিটি। এছাড়া ৬ মাস নিষিদ্ধ ম্যাসিয়ার মনির হোসেন।
ফরাশগঞ্জের মতো ৫০ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে ওয়ারী ক্লাবকেও। এছাড়া ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর এসএম জাকারিয়া, সহকারী কোচ সারোয়ার হোসেন চঞ্চল ও মিডিয়া অফিসার কবির উদ্দিন সরকারকে চার ম্যাচ নিষিদ্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফুটবলার তৌহিদুল ইসলাম পেয়েছেন ২ ম্যাচের নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
প্রিমিয়ার লিগে গত ২ মে কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ কমিশনারকে ধাক্কা মেরেছিলেন সাদ। এর আগেই অবশ্য লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। কিন্তু ম্যাচের শেষ দিকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এর জেরে একপর্যায়ে ম্যাচ কমিশনারের ওপর চড়াও হন সাদ। তাই ঘরোয়া ফুটবলে ১৪ নভেম্বরের আগে আর মাঠে নামতে পারবেন না এই ডিফেন্ডার। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় তাঁকে। একই ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করায় চার ম্যাচ নিষিদ্ধ বসুন্ধরার সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি।
কিংস অ্যারেনায় কেন দর্শক ছাড়া ম্যাচ আয়োজন করা হবে না—এ বিষয়ে বসুন্ধরা কিংসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাফুফের শৃঙ্খলা কমিটি। গত বুধবার অনুষ্ঠিত সভায় বসুন্ধরার পরবর্তী ছয়টি হোম ম্যাচ দর্শকশূন্য রাখার স্থগিত শাস্তি দেওয়া হয়েছে। আগামী ৬ মাসে দর্শকেরা শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করলে সেই শাস্তি কার্যকর হবে।
চ্যাম্পিয়নশিপ লিগে গত ১১ মে বাফুফে এলিট একাডেমির বিপক্ষে ম্যাচে রেফারিকে লাঞ্ছিত করায় সিটি ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এক বছর নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির তিন ফুটবলার মাসুম মিয়া, মিজানুর রহমান, আশরাফুল ইসলাম ও বলবয় মোহাম্মদ ইউনুস।
শৃঙ্খলা ভাঙায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সমপরিমাণ জরিমানা দেওয়ার পাশাপাশি ৬ ম্যাচ নিষিদ্ধ ক্লাবটির টিম লিডার দেলোয়ার হোসেন। দুই ফুটবলার রাশিদুল ইসলাম জিহানকে চার ম্যাচ ও মোহাম্মদ রাকিবকে যথাক্রমে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে শৃঙ্খলা কমিটি। এছাড়া ৬ মাস নিষিদ্ধ ম্যাসিয়ার মনির হোসেন।
ফরাশগঞ্জের মতো ৫০ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে ওয়ারী ক্লাবকেও। এছাড়া ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর এসএম জাকারিয়া, সহকারী কোচ সারোয়ার হোসেন চঞ্চল ও মিডিয়া অফিসার কবির উদ্দিন সরকারকে চার ম্যাচ নিষিদ্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফুটবলার তৌহিদুল ইসলাম পেয়েছেন ২ ম্যাচের নিষেধাজ্ঞা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে