সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে আলোড়ন তুলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও টেসলা ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটার কেনার পর থেকে মাস্ক চাইলে আরও কী কী কিনতে পারতেন তা নিয়ে চলছে জোর আলোচনা। এর মাঝে ফুটবলের দলবদলবিষয়ক সাইট ট্রান্সফার মার্কেট বলছে, মাস্ক চাইলে রিয়াল-বার্সেলোনাসহ ১৫টি শীর্ষ স্থানীয় ক্লাব কিনতে পারতেন এই টাকায়।
টুইটার কিনতে মাস্কের খরচ হয়েছে সব মিলিয়ে ৪১ বিলিয়ন ইউরো। যদি টুইটার না কিনে ক্লাবগুলো কিনতেন, তবে মাস্কের হাতে আরও কিছু অর্থ অবশিষ্ট থাকত। এই ১৫টি শীর্ষ ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪০.৬৩ বিলিয়ন ইউরো।
যেখানে তার সবচেয়ে বেশি খরচ পড়ত বার্সেলোনা কিনতে। স্পেনের প্রভাবশালী এই ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪.৪৯ বিলিয়ন ইউরো। আর ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে কিনতে তার খরচ পড়ত ৪.৪৮ বিলিয়ন ইউরো।
এরপর তিন নম্বর দামি ক্লাব হিসেবে তিনি কিনতে পারতেন বায়ার্ন মিউনিখকে। টানা ১০ বুন্দেসলিগা শিরোপা জেতা ক্লাবটি কিনতে তাঁর খরচ হতো ৩.৯৮ বিলিয়ন ইউরো। মেসি-নেইমারদের পিএসজি কিনতে খরচ হতো ২.৩৬ বিলিয়ন ইউরো। এ ছাড়া মাস্ক অন্য যেসব ক্লাব কিনতে পারতে সেগুলোর মধ্যে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চেলসিও রয়েছে।
যে ১৫টি ক্লাব কিনতে পারতেন ইলন মাস্ক (বিলিয়ন ইউরো)
ক্লাবের নাম মূল্য
বার্সেলোনা ৪.৪৯
রিয়াল ৪. ৪৮
বায়ার্ন ৩.৯৮
ম্যানইউ ৩. ৯৬
লিভারপুল ৩.৮৭
ম্যানসিটি ৩. ৭৭
চেলসি ৩.০২
আর্সেনাল ২. ৬৪
পিএসজি ২.৩৬
টটেনহাম ২. ১৭
জুভেন্টাস ১.৮৪
বরুসিয়া ১. ৭৯
আতলেতিকো ০.৯৪
ইন্টার ০. ৭০
এভারটন ০.৬২
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে আলোড়ন তুলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও টেসলা ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটার কেনার পর থেকে মাস্ক চাইলে আরও কী কী কিনতে পারতেন তা নিয়ে চলছে জোর আলোচনা। এর মাঝে ফুটবলের দলবদলবিষয়ক সাইট ট্রান্সফার মার্কেট বলছে, মাস্ক চাইলে রিয়াল-বার্সেলোনাসহ ১৫টি শীর্ষ স্থানীয় ক্লাব কিনতে পারতেন এই টাকায়।
টুইটার কিনতে মাস্কের খরচ হয়েছে সব মিলিয়ে ৪১ বিলিয়ন ইউরো। যদি টুইটার না কিনে ক্লাবগুলো কিনতেন, তবে মাস্কের হাতে আরও কিছু অর্থ অবশিষ্ট থাকত। এই ১৫টি শীর্ষ ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪০.৬৩ বিলিয়ন ইউরো।
যেখানে তার সবচেয়ে বেশি খরচ পড়ত বার্সেলোনা কিনতে। স্পেনের প্রভাবশালী এই ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪.৪৯ বিলিয়ন ইউরো। আর ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে কিনতে তার খরচ পড়ত ৪.৪৮ বিলিয়ন ইউরো।
এরপর তিন নম্বর দামি ক্লাব হিসেবে তিনি কিনতে পারতেন বায়ার্ন মিউনিখকে। টানা ১০ বুন্দেসলিগা শিরোপা জেতা ক্লাবটি কিনতে তাঁর খরচ হতো ৩.৯৮ বিলিয়ন ইউরো। মেসি-নেইমারদের পিএসজি কিনতে খরচ হতো ২.৩৬ বিলিয়ন ইউরো। এ ছাড়া মাস্ক অন্য যেসব ক্লাব কিনতে পারতে সেগুলোর মধ্যে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চেলসিও রয়েছে।
যে ১৫টি ক্লাব কিনতে পারতেন ইলন মাস্ক (বিলিয়ন ইউরো)
ক্লাবের নাম মূল্য
বার্সেলোনা ৪.৪৯
রিয়াল ৪. ৪৮
বায়ার্ন ৩.৯৮
ম্যানইউ ৩. ৯৬
লিভারপুল ৩.৮৭
ম্যানসিটি ৩. ৭৭
চেলসি ৩.০২
আর্সেনাল ২. ৬৪
পিএসজি ২.৩৬
টটেনহাম ২. ১৭
জুভেন্টাস ১.৮৪
বরুসিয়া ১. ৭৯
আতলেতিকো ০.৯৪
ইন্টার ০. ৭০
এভারটন ০.৬২
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫