দীর্ঘ ৬৪ বছর পর আবারও বিশ্বকাপে সুযোগ পেয়েছে ওয়েলস। গতকাল স্বপ্নের কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন দলটির কোচ রবার্ট পেজ। চোটে আক্রান্ত দেশটির দুই তারকা ফুটবলার গ্যারেথ বেল ও জো অ্যালেনকে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন পেজ।
বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন বেল। তবে গ্রুপের সব ম্যাচ সাবেক রিয়াল মাদ্রিদ তারকা খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। কেননা, ফিটনেস সমস্যায় ভুগেছেন তিনি। তবে পেজ সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছেন মিডফিল্ডার অ্যালেনকে স্কোয়াডে নিয়ে। হ্যামস্ট্রিংয়ের চোটে ক্লাব সোয়ানসি সিটির হয়ে শেষ ১০ ম্যাচ খেলতে পারেননি এই অভিজ্ঞ মিডফিল্ডার।
অ্যালেন সব ম্যাচে খেলতে না পারলে মাঝমাঠের নেতৃত্ব দেবেন অ্যারন রামসি-হ্যারি উইলসনরা। বিশ্বকাপে সুযোগ না পাওয়াদের মধ্যে বড় নাম হচ্ছেন ওয়েস বার্নস ও টাইলার রবার্টস। দলটির স্কোয়াডে আর কোনো চমক নেই। সম্ভাব্য সব ফুটবলারই জায়গা পেয়েছেন পেজের স্কোয়াডে।
কাতার বিশ্বকাপে ওয়েলসের দল:
গোলরক্ষক: ড্যানি ওয়ার্ড. অ্যাডাম ডেভিস, ওয়েন হেনেসি।
ডিফেন্ডার: নিকো উইলিয়ামস, ইথান আম্পাদু, বেন কাবাঙ্গো, বেন ডেভিস, ক্রিস গান্টার, টম লকার, কন্নর রবার্টস, জো রোডোন, ক্রিস মেফাম।
মিডফিল্ডার: অ্যারন রামসি, জো অ্যালেন, হ্যারি উইলসন, রুবিন কলউইল, ডিলান লেভিট, জো মোরেল, ম্যাথু স্মিথ, সোরবা থমাস, জনি উইলিয়ামস।
ফরোয়ার্ড: গ্যারেথ বেল, মার্ক হারিস, ড্যান জেমস, ব্রেন্নান জনসন, কিয়েফার মুর।
দীর্ঘ ৬৪ বছর পর আবারও বিশ্বকাপে সুযোগ পেয়েছে ওয়েলস। গতকাল স্বপ্নের কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন দলটির কোচ রবার্ট পেজ। চোটে আক্রান্ত দেশটির দুই তারকা ফুটবলার গ্যারেথ বেল ও জো অ্যালেনকে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন পেজ।
বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন বেল। তবে গ্রুপের সব ম্যাচ সাবেক রিয়াল মাদ্রিদ তারকা খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। কেননা, ফিটনেস সমস্যায় ভুগেছেন তিনি। তবে পেজ সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছেন মিডফিল্ডার অ্যালেনকে স্কোয়াডে নিয়ে। হ্যামস্ট্রিংয়ের চোটে ক্লাব সোয়ানসি সিটির হয়ে শেষ ১০ ম্যাচ খেলতে পারেননি এই অভিজ্ঞ মিডফিল্ডার।
অ্যালেন সব ম্যাচে খেলতে না পারলে মাঝমাঠের নেতৃত্ব দেবেন অ্যারন রামসি-হ্যারি উইলসনরা। বিশ্বকাপে সুযোগ না পাওয়াদের মধ্যে বড় নাম হচ্ছেন ওয়েস বার্নস ও টাইলার রবার্টস। দলটির স্কোয়াডে আর কোনো চমক নেই। সম্ভাব্য সব ফুটবলারই জায়গা পেয়েছেন পেজের স্কোয়াডে।
কাতার বিশ্বকাপে ওয়েলসের দল:
গোলরক্ষক: ড্যানি ওয়ার্ড. অ্যাডাম ডেভিস, ওয়েন হেনেসি।
ডিফেন্ডার: নিকো উইলিয়ামস, ইথান আম্পাদু, বেন কাবাঙ্গো, বেন ডেভিস, ক্রিস গান্টার, টম লকার, কন্নর রবার্টস, জো রোডোন, ক্রিস মেফাম।
মিডফিল্ডার: অ্যারন রামসি, জো অ্যালেন, হ্যারি উইলসন, রুবিন কলউইল, ডিলান লেভিট, জো মোরেল, ম্যাথু স্মিথ, সোরবা থমাস, জনি উইলিয়ামস।
ফরোয়ার্ড: গ্যারেথ বেল, মার্ক হারিস, ড্যান জেমস, ব্রেন্নান জনসন, কিয়েফার মুর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে