সার্বিয়ার গোলপোস্টে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ। নেইমার-রাফিনিয়াদের একেকটা শট চৌম্বক হাতে রোবটের মতোই যেন ধরছিলেন তুরিনোর এই গোলরক্ষক। প্রথমার্ধের নায়কই ছিলেন সাভিচ।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য বিশ্বকাপের প্রথম ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেন তিতের শিষ্যরা। তবু গোলের দেখা পাচ্ছিল না সেলেসাওরা। তখনই অসাধারণ কিছুর প্রয়োজন দেখা দেয়। সেই অসাধারণ কাজটি জাদুকরের মতোই যেন করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন।
ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে ৬২ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে করেন প্রথম গোল। ৭৩ মিনিটে করেছেন অবিশ্বাস্য এক গোল। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়ুসের পাস দারুণভাবে রিসিভ করে চকিতে আলতো পায়ের টোকায় বল একটু ওপরে তুলে নিয়ে খেললেন বাইসাইকেল কিক। এই শট ঠেকানোর উপায় জানা ছিল না সার্বিয়ার গোলরক্ষকের কাছে।
দর্শক-সমর্থকদের চমকে দেওয়া ওই গোলটি নিয়েই এখন বেশি শোর গোল হচ্ছে। ইএসপিএন এফসি জানিয়েছে, সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই ‘বাইসাইকেল কিক’ নিয়ে অনুশীলন করেছেন রিচার্লিসন। মাঠে স্রেফ সেটির বাস্তবে প্রতিফলন ঘটিয়েছেন।
ইএসপিএনের পোস্ট করা ছবিতে দেখা যায়, বাইসাইকেল কিক নিয়ে আলাদাভাবে অনুশীলন করছেন টটেনহাম হটস্পারের এই ফরোয়ার্ড। আগামী সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে খেলবেন নেইমার-রিচার্লিসনরা।
সার্বিয়ার গোলপোস্টে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ। নেইমার-রাফিনিয়াদের একেকটা শট চৌম্বক হাতে রোবটের মতোই যেন ধরছিলেন তুরিনোর এই গোলরক্ষক। প্রথমার্ধের নায়কই ছিলেন সাভিচ।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য বিশ্বকাপের প্রথম ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেন তিতের শিষ্যরা। তবু গোলের দেখা পাচ্ছিল না সেলেসাওরা। তখনই অসাধারণ কিছুর প্রয়োজন দেখা দেয়। সেই অসাধারণ কাজটি জাদুকরের মতোই যেন করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন।
ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে ৬২ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে করেন প্রথম গোল। ৭৩ মিনিটে করেছেন অবিশ্বাস্য এক গোল। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়ুসের পাস দারুণভাবে রিসিভ করে চকিতে আলতো পায়ের টোকায় বল একটু ওপরে তুলে নিয়ে খেললেন বাইসাইকেল কিক। এই শট ঠেকানোর উপায় জানা ছিল না সার্বিয়ার গোলরক্ষকের কাছে।
দর্শক-সমর্থকদের চমকে দেওয়া ওই গোলটি নিয়েই এখন বেশি শোর গোল হচ্ছে। ইএসপিএন এফসি জানিয়েছে, সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই ‘বাইসাইকেল কিক’ নিয়ে অনুশীলন করেছেন রিচার্লিসন। মাঠে স্রেফ সেটির বাস্তবে প্রতিফলন ঘটিয়েছেন।
ইএসপিএনের পোস্ট করা ছবিতে দেখা যায়, বাইসাইকেল কিক নিয়ে আলাদাভাবে অনুশীলন করছেন টটেনহাম হটস্পারের এই ফরোয়ার্ড। আগামী সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে খেলবেন নেইমার-রিচার্লিসনরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫