ক্রীড়া ডেস্ক
১৭ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর পরবর্তী গন্তব্য কোথায়, সেটা নিয়ে আলাপ-আলোচনা চলছে গত কদিন ধরেই। অবশেষে আর্জেন্টিনার এই ফুটবলারকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা চলেই এল। তরুণ এই ফুটবলার গেলেন রিয়াল মাদ্রিদে।
চিলির বিপক্ষে গত শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৮৪ মিনিটে গিলিয়ানো সিমিওনের পরিবর্তে মাঠে নেমেছিলেন মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার জার্সিতে এই ম্যাচ দিয়ে যখন অভিষেক হয় মাস্তানতুয়োনোর, তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ২৯৫ দিন। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেকের কীর্তি গড়া এই ফুটবলারকে নেওয়ার কথা আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ৬ বছরের চুক্তিতে ২০৩১ সাল পর্যন্ত রিয়ালে থাকছেন মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে রিয়ালে গেলেন এই তরুণ আর্জেন্টাইন।
রিয়াল মাদ্রিদ অবশ্য টাকার অঙ্কটা প্রকাশ করেনি। তবে রিভার প্লেটের দেওয়া তথ্য অনুযায়ী, ৬ কোটি ৩২ লাখ ইউরোতে হয়েছে চুক্তিটা। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৮৮ কোটি ৫৩ লাখ টাকা। যার মধ্যে সাড়ে ৪ কোটি ইউরো পাচ্ছে রিভারপ্লেট (বাংলাদেশি মুদ্রায় ৬৩২ কোটি ৬৬ লাখ টাকা)। এটা মূলত আর্জেন্টাইন তরুণ ফুটবলারের রিলিজ ক্লজ।
রিয়ালের সঙ্গে এ বছরের ১৪ আগস্ট থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিটা রয়েছে মাস্তানতুয়োনোর। তবে তার আগে ক্লাব বিশ্বকাপে রিভারপ্লেটের হয়েই খেলবেন তিনি। ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। দলগুলোকে আটটা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। যেখানে ‘ই’ গ্রুপে রিভারপ্লেটের সঙ্গে থাকছে ইন্টার মিলান, মন্টেরে ও উরাও রেডস।
আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমে গত সপ্তাহে মাস্তানতুয়োনো যে ম্যাচে রেকর্ড গড়েছেন, সেই ম্যাচে চিলি হেরেছে ১-০ গোলে। তবে আলবিসেলেস্তেদের পরের ম্যাচে জায়গা হয়নি তাঁর। কলম্বিয়ার বিপক্ষে পরশু বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে আকাশী নীলরা। দুই ও তিনে থাকা ইকুয়েডর, ব্রাজিল উভয়েরই ২৫ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা তিন দলই খেলেছে ১৬টি করে ম্যাচ।
১৭ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর পরবর্তী গন্তব্য কোথায়, সেটা নিয়ে আলাপ-আলোচনা চলছে গত কদিন ধরেই। অবশেষে আর্জেন্টিনার এই ফুটবলারকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা চলেই এল। তরুণ এই ফুটবলার গেলেন রিয়াল মাদ্রিদে।
চিলির বিপক্ষে গত শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৮৪ মিনিটে গিলিয়ানো সিমিওনের পরিবর্তে মাঠে নেমেছিলেন মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার জার্সিতে এই ম্যাচ দিয়ে যখন অভিষেক হয় মাস্তানতুয়োনোর, তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ২৯৫ দিন। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেকের কীর্তি গড়া এই ফুটবলারকে নেওয়ার কথা আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ৬ বছরের চুক্তিতে ২০৩১ সাল পর্যন্ত রিয়ালে থাকছেন মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে রিয়ালে গেলেন এই তরুণ আর্জেন্টাইন।
রিয়াল মাদ্রিদ অবশ্য টাকার অঙ্কটা প্রকাশ করেনি। তবে রিভার প্লেটের দেওয়া তথ্য অনুযায়ী, ৬ কোটি ৩২ লাখ ইউরোতে হয়েছে চুক্তিটা। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৮৮ কোটি ৫৩ লাখ টাকা। যার মধ্যে সাড়ে ৪ কোটি ইউরো পাচ্ছে রিভারপ্লেট (বাংলাদেশি মুদ্রায় ৬৩২ কোটি ৬৬ লাখ টাকা)। এটা মূলত আর্জেন্টাইন তরুণ ফুটবলারের রিলিজ ক্লজ।
রিয়ালের সঙ্গে এ বছরের ১৪ আগস্ট থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিটা রয়েছে মাস্তানতুয়োনোর। তবে তার আগে ক্লাব বিশ্বকাপে রিভারপ্লেটের হয়েই খেলবেন তিনি। ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। দলগুলোকে আটটা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। যেখানে ‘ই’ গ্রুপে রিভারপ্লেটের সঙ্গে থাকছে ইন্টার মিলান, মন্টেরে ও উরাও রেডস।
আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমে গত সপ্তাহে মাস্তানতুয়োনো যে ম্যাচে রেকর্ড গড়েছেন, সেই ম্যাচে চিলি হেরেছে ১-০ গোলে। তবে আলবিসেলেস্তেদের পরের ম্যাচে জায়গা হয়নি তাঁর। কলম্বিয়ার বিপক্ষে পরশু বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে আকাশী নীলরা। দুই ও তিনে থাকা ইকুয়েডর, ব্রাজিল উভয়েরই ২৫ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা তিন দলই খেলেছে ১৬টি করে ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৭ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে