সময় কত দ্রুত চলে যায়। দেখতে দেখতে তিন মাস পেরিয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের। গত ১৮ ডিসেম্বর ৩৬ বছরের অপেক্ষার অবসান হয়েছিল লা আলবিসেলেস্তেদের। জিতেছিল বহুল আকাঙ্ক্ষিত সোনালি ট্রফি। কাতারের লুসাইল স্টেডিয়ামের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে রোমাঞ্চকর জয়ে শিরোপা উদ্যাপন করেছিলেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। উৎসবের নগরী হয়ে উঠেছিল বুয়েনেস এইরেসেও।
সেই ম্যাচের পর আগামীকাল////// শুক্রবার সকাল ৬টায় প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা। নিজেদের মাঠ এস্তাদিও মনুমেন্তালে মধ্য-উত্তর আমেরিকার দেশ পানামাকে আতিথেয়তা দেবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ক্লাব ফুটবলের বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে দেশে ফিরে রাজধানীর এজিজায় হুলিও গ্রোন্দোনা ট্রেনিং ক্যাম্পে অনুশীলনও শুরু করেছেন মেসিরা। গতকাল সংবাদ সম্মেলনে এলেন কোচ লিওনেল স্কালোনিও।
শক্তির বিচারে আর্জেন্টিনার সঙ্গে যোজন দূরত্ব পানামার। র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা আকাশি-নীলদের পার্থক্য ৫৯। তবে ২০২২ বিশ্বকাপের শুরুতেই পচা শামুকে পা কাটার অভিজ্ঞতা হয়েছিল স্কালোনির দলের। পরে ছাই থেকেই ফিনিক্স পাখির মতো পুনরুত্থিত হয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।
পানামার বিপক্ষে জয় বা হারলেও তেমন কিছু হবে না আর্জেন্টিনার। তবে স্কালোনির বিশ্বকাপ ধরে রাখাটাই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। সংবাদ সম্মেলনে সেই কথায় শোনালেন ৪৪ বছর বয়সী কোচ, ‘আমরা নিজেদের মতো উপভোগ করেছি, বিশ্বকাপ এখন অতীত। কোচ হিসেবে আমার নতুন লক্ষ্য আছে এবং নতুন চ্যালেঞ্জও। আমার কাজ হলো খেলোয়াড়দের একই লেভেলে রাখার চেষ্টা করা। তারা আরামে গা ভাসাতে পারে না, সেটি তারাও ভালোভাবে জানে। যদি আমরা হারি তবে পরের দিন সূর্য ঠিকই উঠবে, জিতলেও একই থাকবে। তবে প্রতিপক্ষকে আমাদের দেখাতে হবে, আমরা শক্তিশালী দল।’
কাতারে যাওয়ার আগেই মেসি জানিয়ে দিয়েছিলেন, এটি তাঁর শেষ বিশ্বকাপ। তবে শিরোপা জয়ের পর অন্য গুঞ্জন শোনা যাচ্ছে, ৩৫ বছর বয়সী পিএসজি ফরোয়ার্ড খেলতে পারেন পরের বিশ্বকাপেও। স্কালোনিও তেমন ইঙ্গিত দিয়েছিলেন। এবার মেসির জাতীয় দলে খেলে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘লিও ঠিক আছে। সে এখানে এসেছে খেলতে। অন্য কিছু না বলা পর্যন্ত সে খেলা চালিয়ে যাবে। যখন সে মত পাল্টাবে, আমি তাকে বোঝানোর চেষ্টা করব।’
সময় কত দ্রুত চলে যায়। দেখতে দেখতে তিন মাস পেরিয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের। গত ১৮ ডিসেম্বর ৩৬ বছরের অপেক্ষার অবসান হয়েছিল লা আলবিসেলেস্তেদের। জিতেছিল বহুল আকাঙ্ক্ষিত সোনালি ট্রফি। কাতারের লুসাইল স্টেডিয়ামের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে রোমাঞ্চকর জয়ে শিরোপা উদ্যাপন করেছিলেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। উৎসবের নগরী হয়ে উঠেছিল বুয়েনেস এইরেসেও।
সেই ম্যাচের পর আগামীকাল////// শুক্রবার সকাল ৬টায় প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা। নিজেদের মাঠ এস্তাদিও মনুমেন্তালে মধ্য-উত্তর আমেরিকার দেশ পানামাকে আতিথেয়তা দেবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ক্লাব ফুটবলের বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে দেশে ফিরে রাজধানীর এজিজায় হুলিও গ্রোন্দোনা ট্রেনিং ক্যাম্পে অনুশীলনও শুরু করেছেন মেসিরা। গতকাল সংবাদ সম্মেলনে এলেন কোচ লিওনেল স্কালোনিও।
শক্তির বিচারে আর্জেন্টিনার সঙ্গে যোজন দূরত্ব পানামার। র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা আকাশি-নীলদের পার্থক্য ৫৯। তবে ২০২২ বিশ্বকাপের শুরুতেই পচা শামুকে পা কাটার অভিজ্ঞতা হয়েছিল স্কালোনির দলের। পরে ছাই থেকেই ফিনিক্স পাখির মতো পুনরুত্থিত হয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।
পানামার বিপক্ষে জয় বা হারলেও তেমন কিছু হবে না আর্জেন্টিনার। তবে স্কালোনির বিশ্বকাপ ধরে রাখাটাই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। সংবাদ সম্মেলনে সেই কথায় শোনালেন ৪৪ বছর বয়সী কোচ, ‘আমরা নিজেদের মতো উপভোগ করেছি, বিশ্বকাপ এখন অতীত। কোচ হিসেবে আমার নতুন লক্ষ্য আছে এবং নতুন চ্যালেঞ্জও। আমার কাজ হলো খেলোয়াড়দের একই লেভেলে রাখার চেষ্টা করা। তারা আরামে গা ভাসাতে পারে না, সেটি তারাও ভালোভাবে জানে। যদি আমরা হারি তবে পরের দিন সূর্য ঠিকই উঠবে, জিতলেও একই থাকবে। তবে প্রতিপক্ষকে আমাদের দেখাতে হবে, আমরা শক্তিশালী দল।’
কাতারে যাওয়ার আগেই মেসি জানিয়ে দিয়েছিলেন, এটি তাঁর শেষ বিশ্বকাপ। তবে শিরোপা জয়ের পর অন্য গুঞ্জন শোনা যাচ্ছে, ৩৫ বছর বয়সী পিএসজি ফরোয়ার্ড খেলতে পারেন পরের বিশ্বকাপেও। স্কালোনিও তেমন ইঙ্গিত দিয়েছিলেন। এবার মেসির জাতীয় দলে খেলে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘লিও ঠিক আছে। সে এখানে এসেছে খেলতে। অন্য কিছু না বলা পর্যন্ত সে খেলা চালিয়ে যাবে। যখন সে মত পাল্টাবে, আমি তাকে বোঝানোর চেষ্টা করব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে