আগামীকাল বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড। মেক্সিকোর পর জিততেই হবে এমন সমীকরণে পোলিশদের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা। এই ম্যাচে আর্জেন্টিনার দুশ্চিন্তার নাম হতে পারেন রবার্ট লেভানডফস্কি। সৌদি আরবের বিপক্ষে গত ম্যাচে বিশ্বকাপ গোলের গেরো খুলেছেন এই পোলিশ তারকা।
স্বাভাবিকভাবে আর্জেন্টিনার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লেভা প্রসঙ্গ উঠল। তবে সেটা যতটা না আর্জেন্টিনার হুমকি হওয়া নিয়ে তার চেয়ে বেশি মেসির সঙ্গে লেভার তুলনা নিয়ে। লিওনেল স্কালোনি প্রশ্নটা বেশ ভালোভাবেই ডিফেন্স করেছেন। মেসির সঙ্গে লেভার তুলনা নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘রবার্ট লেভানডফস্কি দুর্দান্ত এক খেলোয়াড়। তাকে আমাদের উপভোগ করা উচিত। মেসি কিংবা অন্য কারও সঙ্গে তাকে তুলনার প্রয়োজন নেই।’
বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হার আর্জেন্টিনার সমীকরণ কঠিন করে তুলেছে। মেক্সিকোর বিপক্ষে জয়ে শেষ ষোলোর দৌড়ে টিকে থাকলেও আরেকটি 'নকআউট পরীক্ষা' মেসিদের সামনে। পোল্যান্ড ম্যাচের পরিকল্পনা নিয়ে স্কালোনি বলেন, ‘মেক্সিকোর বিপক্ষে শেষ দিকে আমরা পাঁচজনকে নিয়ে রক্ষণ সামলেছি। তবে আমরা স্বাভাবিক ভাবেই ম্যাচ শুরু করেছিলাম। আগামীকালও আমরা স্বাভাবিকভাবেই মাঠে নামব। পোল্যান্ডও শক্তিশালী দল, অনেক দ্রুতগামীর খেলোয়াড় রয়েছে তাঁদের। আমাদের এসবের সঙ্গে মিলিয়ে চলতে হবে। তবে বড় কোনো পরিবর্তন হবে না।’
মেক্সিকো ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। যদিও শুরুর একাদশে ছিলেন না তিনি। পোল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কি না, এমন প্রশ্নে রহস্যে রেখে দিয়েছেন স্কালোনি, ‘সে (এনজো) খেলতেই পারে, দলের অন্য খেলোয়াড়েরাও। আবার পরিবর্তেও নামতে পারে। আমাদের হাতে সুযোগ থাকল, দলের প্রয়োজনে যে কাউকেই যে কোনো মুহূর্তে প্রয়োজন পড়তে পারে।’
আগামীকাল বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড। মেক্সিকোর পর জিততেই হবে এমন সমীকরণে পোলিশদের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা। এই ম্যাচে আর্জেন্টিনার দুশ্চিন্তার নাম হতে পারেন রবার্ট লেভানডফস্কি। সৌদি আরবের বিপক্ষে গত ম্যাচে বিশ্বকাপ গোলের গেরো খুলেছেন এই পোলিশ তারকা।
স্বাভাবিকভাবে আর্জেন্টিনার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লেভা প্রসঙ্গ উঠল। তবে সেটা যতটা না আর্জেন্টিনার হুমকি হওয়া নিয়ে তার চেয়ে বেশি মেসির সঙ্গে লেভার তুলনা নিয়ে। লিওনেল স্কালোনি প্রশ্নটা বেশ ভালোভাবেই ডিফেন্স করেছেন। মেসির সঙ্গে লেভার তুলনা নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘রবার্ট লেভানডফস্কি দুর্দান্ত এক খেলোয়াড়। তাকে আমাদের উপভোগ করা উচিত। মেসি কিংবা অন্য কারও সঙ্গে তাকে তুলনার প্রয়োজন নেই।’
বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হার আর্জেন্টিনার সমীকরণ কঠিন করে তুলেছে। মেক্সিকোর বিপক্ষে জয়ে শেষ ষোলোর দৌড়ে টিকে থাকলেও আরেকটি 'নকআউট পরীক্ষা' মেসিদের সামনে। পোল্যান্ড ম্যাচের পরিকল্পনা নিয়ে স্কালোনি বলেন, ‘মেক্সিকোর বিপক্ষে শেষ দিকে আমরা পাঁচজনকে নিয়ে রক্ষণ সামলেছি। তবে আমরা স্বাভাবিক ভাবেই ম্যাচ শুরু করেছিলাম। আগামীকালও আমরা স্বাভাবিকভাবেই মাঠে নামব। পোল্যান্ডও শক্তিশালী দল, অনেক দ্রুতগামীর খেলোয়াড় রয়েছে তাঁদের। আমাদের এসবের সঙ্গে মিলিয়ে চলতে হবে। তবে বড় কোনো পরিবর্তন হবে না।’
মেক্সিকো ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। যদিও শুরুর একাদশে ছিলেন না তিনি। পোল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কি না, এমন প্রশ্নে রহস্যে রেখে দিয়েছেন স্কালোনি, ‘সে (এনজো) খেলতেই পারে, দলের অন্য খেলোয়াড়েরাও। আবার পরিবর্তেও নামতে পারে। আমাদের হাতে সুযোগ থাকল, দলের প্রয়োজনে যে কাউকেই যে কোনো মুহূর্তে প্রয়োজন পড়তে পারে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫