প্রায় প্রত্যেক ফুটবলারই অভিষেকটা স্বপ্নের মতো করে কাটাতে চান। কিন্তু কজনই বা তা করতে পারেন। ১৬ বছর বয়সী আইরিশ ফুটবলার মাইকেল নুনান অবশ্য ব্যর্থদের তালিকায় নেই। আইরিশ ক্লাব শামরক রোভার্সের জার্সিতে নিজের অভিষেক স্বপ্নের মতো করেই রাঙিয়েছেন এই ফরোয়ার্ড। গড়েছেন ইতিহাসও।
উয়েফা কনফারেন্স লিগের প্লে-অফে গতকাল প্রথম লেগে মোলদেকে ১-০ গোলে হারিয়েছে শামরক। ম্যাচের ৫৭ মিনিটে জয়সূচক গোলটি আসে নুনানের পা থেকেই। তাতেই রেকর্ডের খাতায় নাম ওঠে ১৬ বছর ১৯৭ দিন এই ফুটবলারের। কনফারেন্স লিগের ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। ভেঙেছেন ১৭ বছর ২৮৮ দিনে গোল করা জেমস উইলসনের রেকর্ড।
ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নুনানের চেয়ে কম বয়সে গোল দেওয়ার নজির কেবল একজনেরই আছে। ১৯৯১ উয়েফা কাপে বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটের হয়ে মাত্র ১৬ বছর ১০০ দিন ঘানার সাবেক ফরোয়ার্ড নি লাম্পটি।
নুনান গোল করার আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয় মোলদে। তাঁকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেব ভালদেমার লুন্দ। এরপর একজন বেশি নিয়ে খেলার সুযোগটি ভালোমতোই কাজে লাগায় শামরক।
গত মাসেই সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিক থেকে শামরকে যোগ দেন নুনান। গুঞ্জন ছিল, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন তিনি। কিন্তু তা আর হয়নি। নুনানের আগেই অবশ্য শামরক ইতিহাস গড়েছে। আয়ারল্যান্ড লিগের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউট পর্ব খেলছে তারা। প্লে অফের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ড্র বা জিতলেই জায়গা করে নেবে শেষ ষোলোয়।
এদিকে, নুনানের ইতিহাস গড়ার রাতে গোলের দেখা পেয়েছেন আরেক ১৬ বছর বয়সী জর্থি মকিও। ইউরোপা লিগে ১৬ বছর বয়সে গোল করা তৃতীয় ফুটবলার তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান এই ফরোয়ার্ড। প্লে-অফের সেই ম্যাচে ইউনিয়ন সেন্ট-গিলিওসেকে ২-০ গোলে হারায় আয়াক্স
প্রায় প্রত্যেক ফুটবলারই অভিষেকটা স্বপ্নের মতো করে কাটাতে চান। কিন্তু কজনই বা তা করতে পারেন। ১৬ বছর বয়সী আইরিশ ফুটবলার মাইকেল নুনান অবশ্য ব্যর্থদের তালিকায় নেই। আইরিশ ক্লাব শামরক রোভার্সের জার্সিতে নিজের অভিষেক স্বপ্নের মতো করেই রাঙিয়েছেন এই ফরোয়ার্ড। গড়েছেন ইতিহাসও।
উয়েফা কনফারেন্স লিগের প্লে-অফে গতকাল প্রথম লেগে মোলদেকে ১-০ গোলে হারিয়েছে শামরক। ম্যাচের ৫৭ মিনিটে জয়সূচক গোলটি আসে নুনানের পা থেকেই। তাতেই রেকর্ডের খাতায় নাম ওঠে ১৬ বছর ১৯৭ দিন এই ফুটবলারের। কনফারেন্স লিগের ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। ভেঙেছেন ১৭ বছর ২৮৮ দিনে গোল করা জেমস উইলসনের রেকর্ড।
ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় নুনানের চেয়ে কম বয়সে গোল দেওয়ার নজির কেবল একজনেরই আছে। ১৯৯১ উয়েফা কাপে বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটের হয়ে মাত্র ১৬ বছর ১০০ দিন ঘানার সাবেক ফরোয়ার্ড নি লাম্পটি।
নুনান গোল করার আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয় মোলদে। তাঁকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেব ভালদেমার লুন্দ। এরপর একজন বেশি নিয়ে খেলার সুযোগটি ভালোমতোই কাজে লাগায় শামরক।
গত মাসেই সেন্ট প্যাট্রিক অ্যাথলেটিক থেকে শামরকে যোগ দেন নুনান। গুঞ্জন ছিল, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন তিনি। কিন্তু তা আর হয়নি। নুনানের আগেই অবশ্য শামরক ইতিহাস গড়েছে। আয়ারল্যান্ড লিগের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউট পর্ব খেলছে তারা। প্লে অফের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ড্র বা জিতলেই জায়গা করে নেবে শেষ ষোলোয়।
এদিকে, নুনানের ইতিহাস গড়ার রাতে গোলের দেখা পেয়েছেন আরেক ১৬ বছর বয়সী জর্থি মকিও। ইউরোপা লিগে ১৬ বছর বয়সে গোল করা তৃতীয় ফুটবলার তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান এই ফরোয়ার্ড। প্লে-অফের সেই ম্যাচে ইউনিয়ন সেন্ট-গিলিওসেকে ২-০ গোলে হারায় আয়াক্স
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে