২০১৪-এর পর আবারও ফাইনালে মুখোমুখি লাতিন আমেরিকা-ইউরোপ। দুটি ফাইনালেই আছে আর্জেন্টিনার নাম। শুধু প্রতিপক্ষ আলাদা। আট বছর আগের ফাইনালে আকাশি-নীলদের প্রতিপক্ষ ছিল জার্মানি আর এবার প্রতিপক্ষ ফ্রান্স। এ নিয়ে বিশ্বকাপ ফাইনালে ১১ বার মুখোমুখি হচ্ছে লাতিন ও ইউরোপ।
লাতিন-ইউরোপ ফাইনালের লড়াইয়ে এগিয়ে আছে লাতিনরাই। আগের ১০ ফাইনালে লাতিনরা জিতেছিল সাতবার এবং ইউরোপ তিনবার। লাতিনদের মধ্যে পাঁচবার জিতেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা জিতেছে দুবার। ইউরোপীয়দের মধ্যে দুবার জিতেছে জার্মানি এবং একবার ফ্রান্স। দুবারই আর্জেন্টিনাকে হারিয়েছিল জার্মানরা।
১৯৫৮ সালে সুইডেনে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো হয় লাতিন-ইউরোপ ফাইনাল। সেবার স্বাগতিক সুইডেনকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ব্রাজিলের পাঁচটা শিরোপাই এসেছে ইউরোপীয়দের হারিয়ে, যার মধ্যে ইতালিকে হারিয়েছিল দুবার। আর্জেন্টিনারও দুটি শিরোপা এসেছে ইউরোপীয় দলের বিপক্ষে। ১৯৭৮ সালে নেদারল্যান্ডস এবং ১৯৮৬ সালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা।
একনজরে বিশ্বকাপ ফাইনালে লাতিন-ইউরোপ লড়াই
১। ব্রাজিল-সুইডেন; ১৯৫৮; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: সুইডেন
২। ব্রাজিল-চেক প্রজাতন্ত্র; ১৯৬২; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: ইতালি
৩। ব্রাজিল-ইতালি; ১৯৭০; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: মেক্সিকো
৪। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস; ১৯৭৮; চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা; আয়োজক: আর্জেন্টিনা
৫। আর্জেন্টিনা-জার্মানি; ১৯৮৬; চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা; আয়োজক: মেক্সিকো
৬। আর্জেন্টিনা-জার্মানি; ১৯৯০; চ্যাম্পিয়ন: জার্মানি; আয়োজক: ইতালি
৭। ব্রাজিল-ইতালি; ১৯৯৪; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: যুক্তরাষ্ট্র
৮। ব্রাজিল-ফ্রান্স; ১৯৯৮; চ্যাম্পিয়ন: ফ্রান্স; আয়োজক: ফ্রান্স
৯। ব্রাজিল-জার্মানি; ২০০২; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: দক্ষিণ কোরিয়া, জাপান
১০। আর্জেন্টিনা-জার্মানি; ২০১৪; চ্যাম্পিয়ন: জার্মানি; আয়োজক: ব্রাজিল
১১। আর্জেন্টিনা-ফ্রান্স; ২০২২; ফাইনাল ১৮ ডিসেম্বর; আয়োজক: কাতার
২০১৪-এর পর আবারও ফাইনালে মুখোমুখি লাতিন আমেরিকা-ইউরোপ। দুটি ফাইনালেই আছে আর্জেন্টিনার নাম। শুধু প্রতিপক্ষ আলাদা। আট বছর আগের ফাইনালে আকাশি-নীলদের প্রতিপক্ষ ছিল জার্মানি আর এবার প্রতিপক্ষ ফ্রান্স। এ নিয়ে বিশ্বকাপ ফাইনালে ১১ বার মুখোমুখি হচ্ছে লাতিন ও ইউরোপ।
লাতিন-ইউরোপ ফাইনালের লড়াইয়ে এগিয়ে আছে লাতিনরাই। আগের ১০ ফাইনালে লাতিনরা জিতেছিল সাতবার এবং ইউরোপ তিনবার। লাতিনদের মধ্যে পাঁচবার জিতেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা জিতেছে দুবার। ইউরোপীয়দের মধ্যে দুবার জিতেছে জার্মানি এবং একবার ফ্রান্স। দুবারই আর্জেন্টিনাকে হারিয়েছিল জার্মানরা।
১৯৫৮ সালে সুইডেনে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো হয় লাতিন-ইউরোপ ফাইনাল। সেবার স্বাগতিক সুইডেনকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ব্রাজিলের পাঁচটা শিরোপাই এসেছে ইউরোপীয়দের হারিয়ে, যার মধ্যে ইতালিকে হারিয়েছিল দুবার। আর্জেন্টিনারও দুটি শিরোপা এসেছে ইউরোপীয় দলের বিপক্ষে। ১৯৭৮ সালে নেদারল্যান্ডস এবং ১৯৮৬ সালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা।
একনজরে বিশ্বকাপ ফাইনালে লাতিন-ইউরোপ লড়াই
১। ব্রাজিল-সুইডেন; ১৯৫৮; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: সুইডেন
২। ব্রাজিল-চেক প্রজাতন্ত্র; ১৯৬২; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: ইতালি
৩। ব্রাজিল-ইতালি; ১৯৭০; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: মেক্সিকো
৪। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস; ১৯৭৮; চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা; আয়োজক: আর্জেন্টিনা
৫। আর্জেন্টিনা-জার্মানি; ১৯৮৬; চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা; আয়োজক: মেক্সিকো
৬। আর্জেন্টিনা-জার্মানি; ১৯৯০; চ্যাম্পিয়ন: জার্মানি; আয়োজক: ইতালি
৭। ব্রাজিল-ইতালি; ১৯৯৪; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: যুক্তরাষ্ট্র
৮। ব্রাজিল-ফ্রান্স; ১৯৯৮; চ্যাম্পিয়ন: ফ্রান্স; আয়োজক: ফ্রান্স
৯। ব্রাজিল-জার্মানি; ২০০২; চ্যাম্পিয়ন: ব্রাজিল; আয়োজক: দক্ষিণ কোরিয়া, জাপান
১০। আর্জেন্টিনা-জার্মানি; ২০১৪; চ্যাম্পিয়ন: জার্মানি; আয়োজক: ব্রাজিল
১১। আর্জেন্টিনা-ফ্রান্স; ২০২২; ফাইনাল ১৮ ডিসেম্বর; আয়োজক: কাতার
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে