আগামী মৌসুমে টটেনহামের চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে আগেই। ‘সান্ত্বনা’ হিসেবে ইউরোপা লিগ, ইউরোপা কনফারেন্স লিগে খেলার সুযোগ ছিল স্পার্সদের সামনে। গতকাল শেষ সুযোগটুকুও হাতছাড়া হয়েছে হ্যারি কেইনদের।
২০২২-২৩ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিন ছিল গতকাল। এলান্ড রোডে লিডস ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে টটেনহাম। জোড়া গোল করেছেন কেইন এবং একটি করে গোল করেছেন পেদ্রো পোরো ও লুকাস মউরা। তখন ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে ছিল স্পার্স। কেইনদের সামনে তখন আগামী মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ালিফায়ারে খেলার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এখানে বাধ সাধে অ্যাস্টন ভিলা। ভিলা পার্কে ব্রাইটনকে ২-১ গোলে হারায় অ্যাস্টন ভিলা। স্পার্সকে টপকে সাতে উঠে আসে ভিলা।
অন্যদিকে আগেভাগেই এবারের প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটির। ব্রেন্টফোর্ডের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করে ম্যান সিটি। সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড জয় দিয়ে মৌসুম শেষ করে। ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে মৌসুম শেষ করে রেড ডেভিলরা। ৮৪ পয়েন্টে দুইয়ে ও ৭১ পয়েন্টে চারে থেকে টুর্নামেন্ট শেষ করেছে আর্সেনাল ও নিউক্যাসল। আর ৪-৪ গোলে ড্র করেছে সাউদাম্পটন-লিভারপুল। লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন দিয়েগো জোতা, একটি করে গোল করেছেন রবার্তো ফিরমিনো ও কোডি গাকপো। ৬৭ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে অলরেডরা। ছয়ে থেকে মৌসুম শেষ করেছে ব্রাইটন। ব্রাইটন, লিভারপুল-আগামী মৌসুমের ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলতে পারবে। আর বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়ে অবনমন এড়িয়েছে এভারটন।
২০২২-২৩ ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা সাত দল:
ম্যানচেস্টার সিটি: ৮৯
আর্সেনাল: ৮৪
ম্যানচেস্টার ইউনাইটেড: ৭৫
নিউক্যাসল: ৭১
লিভারপুল: ৬৭
ব্রাইটন: ৬২
অ্যাস্টন ভিলা: ৬১
আগামী মৌসুমে টটেনহামের চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে আগেই। ‘সান্ত্বনা’ হিসেবে ইউরোপা লিগ, ইউরোপা কনফারেন্স লিগে খেলার সুযোগ ছিল স্পার্সদের সামনে। গতকাল শেষ সুযোগটুকুও হাতছাড়া হয়েছে হ্যারি কেইনদের।
২০২২-২৩ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিন ছিল গতকাল। এলান্ড রোডে লিডস ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে টটেনহাম। জোড়া গোল করেছেন কেইন এবং একটি করে গোল করেছেন পেদ্রো পোরো ও লুকাস মউরা। তখন ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে ছিল স্পার্স। কেইনদের সামনে তখন আগামী মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ালিফায়ারে খেলার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এখানে বাধ সাধে অ্যাস্টন ভিলা। ভিলা পার্কে ব্রাইটনকে ২-১ গোলে হারায় অ্যাস্টন ভিলা। স্পার্সকে টপকে সাতে উঠে আসে ভিলা।
অন্যদিকে আগেভাগেই এবারের প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটির। ব্রেন্টফোর্ডের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করে ম্যান সিটি। সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড জয় দিয়ে মৌসুম শেষ করে। ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে মৌসুম শেষ করে রেড ডেভিলরা। ৮৪ পয়েন্টে দুইয়ে ও ৭১ পয়েন্টে চারে থেকে টুর্নামেন্ট শেষ করেছে আর্সেনাল ও নিউক্যাসল। আর ৪-৪ গোলে ড্র করেছে সাউদাম্পটন-লিভারপুল। লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন দিয়েগো জোতা, একটি করে গোল করেছেন রবার্তো ফিরমিনো ও কোডি গাকপো। ৬৭ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে অলরেডরা। ছয়ে থেকে মৌসুম শেষ করেছে ব্রাইটন। ব্রাইটন, লিভারপুল-আগামী মৌসুমের ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলতে পারবে। আর বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়ে অবনমন এড়িয়েছে এভারটন।
২০২২-২৩ ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা সাত দল:
ম্যানচেস্টার সিটি: ৮৯
আর্সেনাল: ৮৪
ম্যানচেস্টার ইউনাইটেড: ৭৫
নিউক্যাসল: ৭১
লিভারপুল: ৬৭
ব্রাইটন: ৬২
অ্যাস্টন ভিলা: ৬১
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে