টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। শিরোপা থেকে আর এক কদম দূরে আছেন নেইমাররা। অন্যদিকে কোপার দ্বিতীয় সেমিফাইনালে কাল কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। তবে শত্রুতা ভুলে সেমিফাইনালে মেসিদের জন্য হাততালি দেবেন নেইমার।
আরও একটি দারুণ ম্যাচ গেছে নেইমারের। নিজে গোল না করলেও একমাত্র গোলটি বানিয়ে দিয়েছেন। পুরো টুর্নামেন্টে নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন। স্বাভাবিকভাবেই নেইমারের আত্মবিশ্বাস উঁচুতে। পেরুর বিপক্ষে ম্যাচ শেষে এই ব্রাজিলিয়ান তারকার কথায়ও ফুটে উঠল সেটা। ফাইনালে নিজেরা উঠে গেলেও এখনো অপেক্ষায় আছেন লিওনেল মেসিরা। মেসিদের ফাইনালে ওঠার সিঁড়িতে আজ কলম্বিয়ার বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বীদের সমর্থন দেবেন বলে জানিয়েছেন নেইমার। নেইমার বলেছেন, ‘ফাইনালে আমি আর্জেন্টিনাকেই চাই। সেখানে আমার অনেক বন্ধু আছে। আমি তাদের জন্য হাততালি দেব।’
সেমিফাইনালে নেইমারের সমর্থন পেলেও ফাইনালে সেটা আর পাবেন না মেসিরা। হেসেই নেইমারও জানিয়েছেন সে কথা, ‘এটা সত্যি যে ফাইনালে আর্জেন্টিনা উঠলে আমার ভালো লাগবে। তবে প্রতিপক্ষ যে-ই হোক, সেই ম্যাচে ব্রাজিলই জিতবে।’
তবে নেইমারের মতো ভালো মেজাজে নেই ব্রাজিল কোচ তিতে। এই কোপা নিয়ে এখনো তাঁর অসন্তুষ্টির কথা আবারও জানিয়েছেন তিনি। বললেন, ‘এই ম্যাচ আমাদের শুধু শারীরিকভাবে দুর্বল করেনি, মানসিকভাবেও বিপর্যস্ত করেছে।’ শুরু থেকেই মহামারিতে ব্রাজিলে কোপা আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন তিতে। টুর্নামেন্ট শুরুর পর আয়োজনের অসম্পূর্ণতা নিয়ে প্রশ্ন তুলে জরিমানার মুখেও পড়েছেন তিনি। আজ ম্যাচ শেষে আবার বললেন, ‘এই কোপা সবার সহ্যশক্তির সর্বোচ্চ পরীক্ষা নিচ্ছে।’
টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। শিরোপা থেকে আর এক কদম দূরে আছেন নেইমাররা। অন্যদিকে কোপার দ্বিতীয় সেমিফাইনালে কাল কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। তবে শত্রুতা ভুলে সেমিফাইনালে মেসিদের জন্য হাততালি দেবেন নেইমার।
আরও একটি দারুণ ম্যাচ গেছে নেইমারের। নিজে গোল না করলেও একমাত্র গোলটি বানিয়ে দিয়েছেন। পুরো টুর্নামেন্টে নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন। স্বাভাবিকভাবেই নেইমারের আত্মবিশ্বাস উঁচুতে। পেরুর বিপক্ষে ম্যাচ শেষে এই ব্রাজিলিয়ান তারকার কথায়ও ফুটে উঠল সেটা। ফাইনালে নিজেরা উঠে গেলেও এখনো অপেক্ষায় আছেন লিওনেল মেসিরা। মেসিদের ফাইনালে ওঠার সিঁড়িতে আজ কলম্বিয়ার বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বীদের সমর্থন দেবেন বলে জানিয়েছেন নেইমার। নেইমার বলেছেন, ‘ফাইনালে আমি আর্জেন্টিনাকেই চাই। সেখানে আমার অনেক বন্ধু আছে। আমি তাদের জন্য হাততালি দেব।’
সেমিফাইনালে নেইমারের সমর্থন পেলেও ফাইনালে সেটা আর পাবেন না মেসিরা। হেসেই নেইমারও জানিয়েছেন সে কথা, ‘এটা সত্যি যে ফাইনালে আর্জেন্টিনা উঠলে আমার ভালো লাগবে। তবে প্রতিপক্ষ যে-ই হোক, সেই ম্যাচে ব্রাজিলই জিতবে।’
তবে নেইমারের মতো ভালো মেজাজে নেই ব্রাজিল কোচ তিতে। এই কোপা নিয়ে এখনো তাঁর অসন্তুষ্টির কথা আবারও জানিয়েছেন তিনি। বললেন, ‘এই ম্যাচ আমাদের শুধু শারীরিকভাবে দুর্বল করেনি, মানসিকভাবেও বিপর্যস্ত করেছে।’ শুরু থেকেই মহামারিতে ব্রাজিলে কোপা আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন তিতে। টুর্নামেন্ট শুরুর পর আয়োজনের অসম্পূর্ণতা নিয়ে প্রশ্ন তুলে জরিমানার মুখেও পড়েছেন তিনি। আজ ম্যাচ শেষে আবার বললেন, ‘এই কোপা সবার সহ্যশক্তির সর্বোচ্চ পরীক্ষা নিচ্ছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫