ইতিহাস বলবে, মারাকানায় আর্জেন্টিনার জয়ের নায়ক আনহেল দি মারিয়া। ২২ মিনিটে এই উইঙ্গারের করা গোলেই ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে লা আলবিসিলেস্তারা। ঘুচিয়েছে ২৮ বছরের শিরোপার আক্ষেপ।
দি মারিয়ার কীর্তি কিংবা মেসির শিরোপা জয়ের শিরোনামে হয়তো আড়ালে চলে যাবেন রদ্রিগো দি পল। তবে আজকের কোপা আমেরিকার ফাইনাল যাঁরা দেখেছেন, তাঁরাও হয়তো মানবেন মেসিকে স্বপ্নের শিরোপা এনে দেওয়ার নেপথ্য নায়ক আর্জেন্টিনার এই ‘জার্সি নম্বর সেভেন’। আজ তিনিই আর্জেন্টিনার ‘লাকি সেভেন’!
সেমিফাইনালে দি পলকে উইঙ্গার হিসেবে খেলিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আজ ব্রাজিলের বিপক্ষে ফাইনালে সেই ভূমিকাটা পুরোপুরি পাল্টে গেল। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ—-উদিনেসের এই মিডফিল্ডার পুরো মাঠ চষে বেড়িয়েছেন ম্যাচের পুরো সময়। দি মারিয়ার যে গোলটায় আর্জেন্টিনার ঘরে এল কোপা শিরোপা, সেই গোলেও দি পলের প্রত্যক্ষ ভূমিকা। ২২ মিনিটে তাঁর বুদ্ধিদীপ্ত লম্বা পাস ধরেই ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করেন দি মারিয়া।
গোল করানোর পাশাপাশি নিজের কাজটাও দারুণভাবে শেষ করেছেন দি পল। ফাইনালের আগে ব্রাজিলের ‘প্রাণ ভোমরা’ নেইমারকে বোতলবন্দী করে রাখার হুমকি দিয়ে রেখেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস। নেইমার বোতলবন্দী হলেন ঠিকই; তবে পারাদেস নয়, দি পলের হাতে। ব্রাজিলের আক্রমণের নিউক্লিয়াসকে এতটাই কড়া পাহারায় রেখেছিলেন দি পল, নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে পারেননি নেইমার। পারেননি বেশিক্ষণ বল পায়ে রাখতেও। দি পল এতটাই আলো ছড়িয়েছেন যে ধারাভাষ্যকার তাঁকেই বললেন ম্যাচের সেরা খেলোয়াড়; যদিও শেষে পুরস্কারটা উঠেছে দি মারিয়ার হাতেই।
তবে নেইমারের ডানা বেঁধে রেখেছেন যিনি, সেই দি পলকে মনে রাখবে আর্জেন্টিনা।
ইতিহাস বলবে, মারাকানায় আর্জেন্টিনার জয়ের নায়ক আনহেল দি মারিয়া। ২২ মিনিটে এই উইঙ্গারের করা গোলেই ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে লা আলবিসিলেস্তারা। ঘুচিয়েছে ২৮ বছরের শিরোপার আক্ষেপ।
দি মারিয়ার কীর্তি কিংবা মেসির শিরোপা জয়ের শিরোনামে হয়তো আড়ালে চলে যাবেন রদ্রিগো দি পল। তবে আজকের কোপা আমেরিকার ফাইনাল যাঁরা দেখেছেন, তাঁরাও হয়তো মানবেন মেসিকে স্বপ্নের শিরোপা এনে দেওয়ার নেপথ্য নায়ক আর্জেন্টিনার এই ‘জার্সি নম্বর সেভেন’। আজ তিনিই আর্জেন্টিনার ‘লাকি সেভেন’!
সেমিফাইনালে দি পলকে উইঙ্গার হিসেবে খেলিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আজ ব্রাজিলের বিপক্ষে ফাইনালে সেই ভূমিকাটা পুরোপুরি পাল্টে গেল। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ—-উদিনেসের এই মিডফিল্ডার পুরো মাঠ চষে বেড়িয়েছেন ম্যাচের পুরো সময়। দি মারিয়ার যে গোলটায় আর্জেন্টিনার ঘরে এল কোপা শিরোপা, সেই গোলেও দি পলের প্রত্যক্ষ ভূমিকা। ২২ মিনিটে তাঁর বুদ্ধিদীপ্ত লম্বা পাস ধরেই ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করেন দি মারিয়া।
গোল করানোর পাশাপাশি নিজের কাজটাও দারুণভাবে শেষ করেছেন দি পল। ফাইনালের আগে ব্রাজিলের ‘প্রাণ ভোমরা’ নেইমারকে বোতলবন্দী করে রাখার হুমকি দিয়ে রেখেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস। নেইমার বোতলবন্দী হলেন ঠিকই; তবে পারাদেস নয়, দি পলের হাতে। ব্রাজিলের আক্রমণের নিউক্লিয়াসকে এতটাই কড়া পাহারায় রেখেছিলেন দি পল, নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে পারেননি নেইমার। পারেননি বেশিক্ষণ বল পায়ে রাখতেও। দি পল এতটাই আলো ছড়িয়েছেন যে ধারাভাষ্যকার তাঁকেই বললেন ম্যাচের সেরা খেলোয়াড়; যদিও শেষে পুরস্কারটা উঠেছে দি মারিয়ার হাতেই।
তবে নেইমারের ডানা বেঁধে রেখেছেন যিনি, সেই দি পলকে মনে রাখবে আর্জেন্টিনা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে