ক্রীড়া ডেস্ক
এক সময় মনেই হয়েছিল, গোলশূন্য ড্র হতে যাচ্ছে লেস্টার সিটি-আর্সেনাল ম্যাচ। কারণ ৮০ মিনিট পর্যন্তও গোলের মুখ খুলতে পারেনি কোনো দল। কিন্তু এরপরই একবার নয়, দুবার জালে বল পাঠালেন আর্সেনালের মিকেল মেরিনো। ৮১ ও ৮৭ মিনিটে তাঁর জোড়া গোলের সুবাদে ২-০ ব্যবধানে জিতেছে আর্সেনাল।
চোটের মিছিলের কারণে আক্রমণভাগ অনেকটাই দুর্বল গানারদের। বুকায়ো সাকার পর মাঠের বাইরে ছিটকে গেছেন কাই হাভার্টজও। তাই গোল পেতে আর্সেনালকে যে সংগ্রাম করতে হবে, তা অনুমিতই ছিল। শেষে ত্রাতা হয়ে এলেন মিকেল মেরিনো। সেন্টার ফরোয়ার্ড হিসেবে এর আগে কখনোই খেলার অভিজ্ঞতা ছিল না তাঁর। সেই তিনি কি না করলেন জোড়া গোল। ৮১ মিনিটে ইথা নুয়ানেরির ক্রস হেডে জালে পাঠান এই স্প্যানিশ ফরোয়ার্ড।
৬ মিনিট পর লিয়ান্দ্রো ত্রসার্ডের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো। জয়ের পর তিনি বলেন, ‘কোচ আমাকে বললেন যে, আমাকে স্ট্রাইকার হিসেবে খেলতে হবে, আমি যেন নিজের সেরাটা দিই। ক্যারিয়ারে প্রথমবার আমি এই জায়গায় খেললাম। আজকের ম্যাচটি কঠিন ছিল। আমরা জানতাম এমনটা হবে। তবে এসব ম্যাচ দলের জন্য ভালো।’
এই জয়ের সুবাদে লিগ টেবিলে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট আর্সেনালের। দুইয়ে থেকে লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে অবনমন অঞ্চলে থাকা লেস্টারের পয়েন্ট ১৭।
এক সময় মনেই হয়েছিল, গোলশূন্য ড্র হতে যাচ্ছে লেস্টার সিটি-আর্সেনাল ম্যাচ। কারণ ৮০ মিনিট পর্যন্তও গোলের মুখ খুলতে পারেনি কোনো দল। কিন্তু এরপরই একবার নয়, দুবার জালে বল পাঠালেন আর্সেনালের মিকেল মেরিনো। ৮১ ও ৮৭ মিনিটে তাঁর জোড়া গোলের সুবাদে ২-০ ব্যবধানে জিতেছে আর্সেনাল।
চোটের মিছিলের কারণে আক্রমণভাগ অনেকটাই দুর্বল গানারদের। বুকায়ো সাকার পর মাঠের বাইরে ছিটকে গেছেন কাই হাভার্টজও। তাই গোল পেতে আর্সেনালকে যে সংগ্রাম করতে হবে, তা অনুমিতই ছিল। শেষে ত্রাতা হয়ে এলেন মিকেল মেরিনো। সেন্টার ফরোয়ার্ড হিসেবে এর আগে কখনোই খেলার অভিজ্ঞতা ছিল না তাঁর। সেই তিনি কি না করলেন জোড়া গোল। ৮১ মিনিটে ইথা নুয়ানেরির ক্রস হেডে জালে পাঠান এই স্প্যানিশ ফরোয়ার্ড।
৬ মিনিট পর লিয়ান্দ্রো ত্রসার্ডের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো। জয়ের পর তিনি বলেন, ‘কোচ আমাকে বললেন যে, আমাকে স্ট্রাইকার হিসেবে খেলতে হবে, আমি যেন নিজের সেরাটা দিই। ক্যারিয়ারে প্রথমবার আমি এই জায়গায় খেললাম। আজকের ম্যাচটি কঠিন ছিল। আমরা জানতাম এমনটা হবে। তবে এসব ম্যাচ দলের জন্য ভালো।’
এই জয়ের সুবাদে লিগ টেবিলে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট আর্সেনালের। দুইয়ে থেকে লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে অবনমন অঞ্চলে থাকা লেস্টারের পয়েন্ট ১৭।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে