আর্জেন্টিনার সোল দে মায়োর হয়ে জামাল ভূঁইয়ার অভিষেক হয়েছে মনে রাখার মতো। নিজে গোল পেয়েছেন, জিতেছে তাঁর দলও। স্মরণীয় অভিষেকের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক।
এস্তাদিও সোল দে মায়োতে ‘টর্নিও ফেডারেল এ’ এর ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছে সোল দে মায়ো ও জার্মিনাল। ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টিতে গোল করেন জামাল। ২-১ গোলে ম্যাচ জিতেছে সোল দে মায়ো। বাংলাদেশ অধিনায়ক আজ সকাল ৯টা ২১ মিনিটে নিজের ফেসবুক পেজে গোলের ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশন দিয়েছেন, ‘আর্জেন্টিনায় নতুন দলের হয়ে অভিষেকে গোল পেয়ে ভীষণ খুশি’। ৩ ঘণ্টায় পোস্টে রিঅ্যাকশন পড়েছে ৪৪ হাজারেরও বেশি আর ১৪০০ এরও বেশি মন্তব্য হয়েছে।
ক্লাব সোশ্যাল ওয়াই দেপোর্তিভো সোল দে মায়ো তাদের ফেসবুক পেজে ম্যাচ জয়ের ছবি পোস্ট করেছে। যার মধ্যে রয়েছে সতীর্থদের সঙ্গে জামালের উদযাপনের মুহূর্ত। ক্লাবটি বাংলাদেশ, আর্জেন্টিনা দুই দেশের জাতীয় পতাকার সঙ্গে ফুটবলের ইমোজি জুড়ে দিয়েছে।
১৮ আগস্ট সোল দে মায়োর হয়ে চুক্তি করেছেন জামাল। ক্লাব প্রেসিডেন্ট আদান ভালদেবেনিতোর সঙ্গে একটি রেস্টুরেন্টে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফেসবুক লাইভে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ‘আমি জানি বাংলাদেশে অনেকে আমাকে অনুসরণ করে। আমি এখানে নিজের সেরাটা দেখাতে চাই। আমি যদি ভালো খেলি তাহলে হয়তো ভবিষ্যতে অনেক বাংলাদেশি আর্জেন্টিনায় খেলতে পারবে। আমার অনেক অভিজ্ঞতা আছে। নিজের এই অভিজ্ঞতা দিয়ে সোল দে মায়োকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারব বলে আশা করি।’
আর্জেন্টিনার সোল দে মায়োর হয়ে জামাল ভূঁইয়ার অভিষেক হয়েছে মনে রাখার মতো। নিজে গোল পেয়েছেন, জিতেছে তাঁর দলও। স্মরণীয় অভিষেকের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক।
এস্তাদিও সোল দে মায়োতে ‘টর্নিও ফেডারেল এ’ এর ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছে সোল দে মায়ো ও জার্মিনাল। ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টিতে গোল করেন জামাল। ২-১ গোলে ম্যাচ জিতেছে সোল দে মায়ো। বাংলাদেশ অধিনায়ক আজ সকাল ৯টা ২১ মিনিটে নিজের ফেসবুক পেজে গোলের ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশন দিয়েছেন, ‘আর্জেন্টিনায় নতুন দলের হয়ে অভিষেকে গোল পেয়ে ভীষণ খুশি’। ৩ ঘণ্টায় পোস্টে রিঅ্যাকশন পড়েছে ৪৪ হাজারেরও বেশি আর ১৪০০ এরও বেশি মন্তব্য হয়েছে।
ক্লাব সোশ্যাল ওয়াই দেপোর্তিভো সোল দে মায়ো তাদের ফেসবুক পেজে ম্যাচ জয়ের ছবি পোস্ট করেছে। যার মধ্যে রয়েছে সতীর্থদের সঙ্গে জামালের উদযাপনের মুহূর্ত। ক্লাবটি বাংলাদেশ, আর্জেন্টিনা দুই দেশের জাতীয় পতাকার সঙ্গে ফুটবলের ইমোজি জুড়ে দিয়েছে।
১৮ আগস্ট সোল দে মায়োর হয়ে চুক্তি করেছেন জামাল। ক্লাব প্রেসিডেন্ট আদান ভালদেবেনিতোর সঙ্গে একটি রেস্টুরেন্টে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফেসবুক লাইভে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ‘আমি জানি বাংলাদেশে অনেকে আমাকে অনুসরণ করে। আমি এখানে নিজের সেরাটা দেখাতে চাই। আমি যদি ভালো খেলি তাহলে হয়তো ভবিষ্যতে অনেক বাংলাদেশি আর্জেন্টিনায় খেলতে পারবে। আমার অনেক অভিজ্ঞতা আছে। নিজের এই অভিজ্ঞতা দিয়ে সোল দে মায়োকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারব বলে আশা করি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে