বিশ্বকাপ জয়ের পর থেকেই ক্লাব ফুটবলে লিওনেল মেসির সময়টা ভালো যাচ্ছে না। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হতশ্রী পারফরম্যান্সের মতোই নিজেও যেন ছায়া হয়ে আছেন। ক্লাবের সঙ্গে চুক্তির বনিবনা না হওয়ায় আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ নিয়েও সন্দেহ রয়েছে।
এমন কঠিন সময়ে তাই শান্তির আস্বাদে সৌদি আরবে ভ্রমণে গেছেন মেসি। কিন্তু ভ্রমণে গিয়ে এবার বিপদেই পড়েছেন তিনি। অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় ক্লাব থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। এর অর্থ, নিষেধাজ্ঞার সময় সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী দলের সঙ্গে কোনো ম্যাচ কিংবা অনুশীলন করতে পারবেন না। সঙ্গে আর্থিক সুবিধাও পাবেন না।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, গত রোববার লোরিয়াঁর বিপক্ষে মেসিদের ম্যাচ ছিল। সে ম্যাচে নিজেদের মাঠে প্রতিপক্ষের কাছে ৩-১ গোলে হেরেছেন তাঁরা। পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের খেলোয়াড়দের জানিয়েছিলেন, যদি তাঁরা লোরিয়াঁকে হারাতে পারেন, তবে সোম ও মঙ্গলবার অনুশীলন বন্ধ থাকবে। কিন্তু প্রতিপক্ষকে হারাতে না পারায় সোমবার অনুশীলন করা কথা জানান তিনি।
আর এ সময়ই গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোসের কাছে ছুটি চেয়েছিলেন মেসি। কিন্তু তাঁদের কাছে কোনো সবুজ সংকেত না পেয়েও সৌদির পর্যটন খাতের শুভেচ্ছাদূত হওয়ায় চুক্তির প্রতি সম্মান জানাতে সৌদি আরবে যান তিনি। এমন ঘটনার জন্য তিনি যে শাস্তি পেতে পারেন, বিষয়টি প্রকাশ্যে আসার পরেই গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে তার প্রমাণও পাওয়া গেল।
এমন ঘটনায় এখন পিএসজির সঙ্গে মেসির পুনরায় চুক্তির বিষয়টি আরও জটিল হয়েছে। শোনা যাচ্ছে আর্জেন্টাইন তারকার সঙ্গে আর নতুন করে চুক্তি করবে না ফরাসি চ্যাম্পিয়নরা। এর মানে, আগামী মাসেই ফ্রি এজেন্ট হচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা। এখন দেখার বিষয়, প্রিয় ক্লাব বার্সায়, নাকি ইন্টার মিয়ামি ও আল হিলালের মধ্যে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করবেন তিনি।
বিশ্বকাপ জয়ের পর থেকেই ক্লাব ফুটবলে লিওনেল মেসির সময়টা ভালো যাচ্ছে না। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হতশ্রী পারফরম্যান্সের মতোই নিজেও যেন ছায়া হয়ে আছেন। ক্লাবের সঙ্গে চুক্তির বনিবনা না হওয়ায় আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ নিয়েও সন্দেহ রয়েছে।
এমন কঠিন সময়ে তাই শান্তির আস্বাদে সৌদি আরবে ভ্রমণে গেছেন মেসি। কিন্তু ভ্রমণে গিয়ে এবার বিপদেই পড়েছেন তিনি। অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় ক্লাব থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। এর অর্থ, নিষেধাজ্ঞার সময় সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী দলের সঙ্গে কোনো ম্যাচ কিংবা অনুশীলন করতে পারবেন না। সঙ্গে আর্থিক সুবিধাও পাবেন না।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, গত রোববার লোরিয়াঁর বিপক্ষে মেসিদের ম্যাচ ছিল। সে ম্যাচে নিজেদের মাঠে প্রতিপক্ষের কাছে ৩-১ গোলে হেরেছেন তাঁরা। পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের খেলোয়াড়দের জানিয়েছিলেন, যদি তাঁরা লোরিয়াঁকে হারাতে পারেন, তবে সোম ও মঙ্গলবার অনুশীলন বন্ধ থাকবে। কিন্তু প্রতিপক্ষকে হারাতে না পারায় সোমবার অনুশীলন করা কথা জানান তিনি।
আর এ সময়ই গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোসের কাছে ছুটি চেয়েছিলেন মেসি। কিন্তু তাঁদের কাছে কোনো সবুজ সংকেত না পেয়েও সৌদির পর্যটন খাতের শুভেচ্ছাদূত হওয়ায় চুক্তির প্রতি সম্মান জানাতে সৌদি আরবে যান তিনি। এমন ঘটনার জন্য তিনি যে শাস্তি পেতে পারেন, বিষয়টি প্রকাশ্যে আসার পরেই গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে তার প্রমাণও পাওয়া গেল।
এমন ঘটনায় এখন পিএসজির সঙ্গে মেসির পুনরায় চুক্তির বিষয়টি আরও জটিল হয়েছে। শোনা যাচ্ছে আর্জেন্টাইন তারকার সঙ্গে আর নতুন করে চুক্তি করবে না ফরাসি চ্যাম্পিয়নরা। এর মানে, আগামী মাসেই ফ্রি এজেন্ট হচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা। এখন দেখার বিষয়, প্রিয় ক্লাব বার্সায়, নাকি ইন্টার মিয়ামি ও আল হিলালের মধ্যে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করবেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫