২০২৩-এর শুরুটাই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) করল বড় ব্যবধানে হার দিয়ে। গতকাল বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে লিগ ওয়ানের ম্যাচে লাঁসের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছে পিএসজি। বড় ব্যবধানে হারা দলকে বেশ অচেনা লাগছে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের কাছে।
লিওনেল মেসি, নেইমার—এ দুই তারকা ফুটবলারকে ছাড়াই গতকাল খেলতে নেমেছিল পিএসজি। তার পরও প্রতিপক্ষ লাঁসের চেয়ে পিএসজিরা বল দখলে রেখেছিল বেশি। প্যারিসিয়ানরা বল দখলে রেখেছিল ৬০ শতাংশ। লক্ষ্য বরাবর শট পিএসজি নিয়েছিল ৬টি আর লাঁজ নিয়েছিল ৪টি। ৬টি শটের মধ্যে শুধু একটিতেই গোল করতে পেরেছিল প্যারিসিয়ানরা এবং গোলটি করেছিলেন হুগো একিতিকে। ৮ মিনিটে সমতাসূচক গোলটি করেছিলেন পিএসজির এই ফরোয়ার্ড। দলের এমন পারফরম্যান্সে হতাশ গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমি আমার দলকে চিনতে পারিনি। আমাদের মধ্যে একতা কম ছিল। আমরা অনেক ফাঁকা জায়গা তৈরি করে দিয়েছি। আমরা অনেক কৌশলগত ভুল করেছি।’
চলতি মৌসুমে লিগ ওয়ানে ১৭ ম্যাচ খেলেছে পিএসজি। ১৪ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যারিসিয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৪০। এই দলও খেলেছে ১৭ ম্যাচ।
২০২৩-এর শুরুটাই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) করল বড় ব্যবধানে হার দিয়ে। গতকাল বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে লিগ ওয়ানের ম্যাচে লাঁসের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছে পিএসজি। বড় ব্যবধানে হারা দলকে বেশ অচেনা লাগছে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের কাছে।
লিওনেল মেসি, নেইমার—এ দুই তারকা ফুটবলারকে ছাড়াই গতকাল খেলতে নেমেছিল পিএসজি। তার পরও প্রতিপক্ষ লাঁসের চেয়ে পিএসজিরা বল দখলে রেখেছিল বেশি। প্যারিসিয়ানরা বল দখলে রেখেছিল ৬০ শতাংশ। লক্ষ্য বরাবর শট পিএসজি নিয়েছিল ৬টি আর লাঁজ নিয়েছিল ৪টি। ৬টি শটের মধ্যে শুধু একটিতেই গোল করতে পেরেছিল প্যারিসিয়ানরা এবং গোলটি করেছিলেন হুগো একিতিকে। ৮ মিনিটে সমতাসূচক গোলটি করেছিলেন পিএসজির এই ফরোয়ার্ড। দলের এমন পারফরম্যান্সে হতাশ গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমি আমার দলকে চিনতে পারিনি। আমাদের মধ্যে একতা কম ছিল। আমরা অনেক ফাঁকা জায়গা তৈরি করে দিয়েছি। আমরা অনেক কৌশলগত ভুল করেছি।’
চলতি মৌসুমে লিগ ওয়ানে ১৭ ম্যাচ খেলেছে পিএসজি। ১৪ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যারিসিয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৪০। এই দলও খেলেছে ১৭ ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫