ক্রীড়া ডেস্ক
ব্রাজিলে অবশেষে চলেই গেলেন কার্লো আনচেলত্তি। দেশটির ফুটবল দলের প্রধান কোচ হিসেবে এরই মধ্যে দায়িত্ব শুরু করেছেন। যে হোটেলে আপাতত তিনি থাকছেন, সেটার পেছনে প্রত্যেকদিন গুনতে হবে প্রায় ১ লাখ টাকা।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’-এর প্রতিবেদন থেকে জানা গেছে, আনচেলত্তির জন্য রিও ডি জেনিরোর বারা দা তিজুকা অঞ্চলে গ্র্যান্ড হায়াত হোটেলের ডিপ্লোম্যাট স্যুইট ভাড়া করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অন্তত আগামী রোববার পর্যন্ত তিনি সেখানেই থাকবেন বলে জানা গেছে। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, হোটেলটিতে আনচেলত্তির জন্য যে স্যুট ভাড়া করা হয়েছে, সেটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল রুম। প্রতিদিন অন্তত এই স্যুটের জন্য কমপক্ষে ৪২০০ ব্রাজিলিয়ান রিয়াল ভাড়া গুনতে হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯০ হাজার ২৫৮ টাকা।
আনচেলত্তির ডিপ্লোম্যাট স্যুইট কতটা রাজকীয়, সেটা এর বর্ণনা শুনলেই বোঝা যাবে। ১২০ বর্গমিটার আয়তনের একটি রুম থেকে সমুদ্রসৈকত দেখা যায়। রুমের সঙ্গে ৩৩ বর্গমিটার আয়তনের বারান্দাও আছে। আলাদা লিভিং রুম, ডাইনিং রুম, রান্নাঘর, বাথটাব, টিভিও থাকছে। এই স্যুটে সকালের নাশতা ও পানীয় বিনা মূল্যে সরবরাহের ব্যবস্থা রয়েছে।
আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কোচ হিসেবে পরিচিতিমূলক সংবাদ সম্মেলন গতকাল গ্র্যান্ড হায়াত হোটেলেই করেছেন। জুনে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন। নেইমার, রদ্রিগোর মতো ফুটবলারদের জায়গা হয়নি। যেখানে নেইমার চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। ৫ ও ১০ জুন ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল।
১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সুযোগ আছে সপ্তম দলেরও। আন্তমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপের টিকিট কাটতে হবে সেই দলকে।
আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে মাসে ৪০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পাবেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮ কোটি ৫৫ লাখ টাকা। বছরে বেতন হবে ১০২ কোটি ৬০ লাখ টাকা। আর যে ১৪ মাসের চুক্তি হয়েছে আনচেলত্তির সঙ্গে, তাতে তাঁর অ্যাকাউন্টে যাবে ১১৯ কোটি ৭০ লাখ টাকা।
বেতনের সঙ্গে আনচেলত্তির জন্য পারফরম্যান্স বোনাসও থাকছে। ২০২৬ বিশ্বকাপ ব্রাজিল জিতলে বোনাস হিসেবে পাবেন ৫০ লাখ ইউরো (৬৭ কোটি ৩৩ লাখ টাকা)। তাহলে ব্যাপারটা কী দাঁড়াল! ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতলে আনচেলত্তি ১৪ মাসেই পাচ্ছেন ১৮৭ কোটি টাকা।
ব্রাজিলে অবশেষে চলেই গেলেন কার্লো আনচেলত্তি। দেশটির ফুটবল দলের প্রধান কোচ হিসেবে এরই মধ্যে দায়িত্ব শুরু করেছেন। যে হোটেলে আপাতত তিনি থাকছেন, সেটার পেছনে প্রত্যেকদিন গুনতে হবে প্রায় ১ লাখ টাকা।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’-এর প্রতিবেদন থেকে জানা গেছে, আনচেলত্তির জন্য রিও ডি জেনিরোর বারা দা তিজুকা অঞ্চলে গ্র্যান্ড হায়াত হোটেলের ডিপ্লোম্যাট স্যুইট ভাড়া করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অন্তত আগামী রোববার পর্যন্ত তিনি সেখানেই থাকবেন বলে জানা গেছে। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, হোটেলটিতে আনচেলত্তির জন্য যে স্যুট ভাড়া করা হয়েছে, সেটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল রুম। প্রতিদিন অন্তত এই স্যুটের জন্য কমপক্ষে ৪২০০ ব্রাজিলিয়ান রিয়াল ভাড়া গুনতে হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯০ হাজার ২৫৮ টাকা।
আনচেলত্তির ডিপ্লোম্যাট স্যুইট কতটা রাজকীয়, সেটা এর বর্ণনা শুনলেই বোঝা যাবে। ১২০ বর্গমিটার আয়তনের একটি রুম থেকে সমুদ্রসৈকত দেখা যায়। রুমের সঙ্গে ৩৩ বর্গমিটার আয়তনের বারান্দাও আছে। আলাদা লিভিং রুম, ডাইনিং রুম, রান্নাঘর, বাথটাব, টিভিও থাকছে। এই স্যুটে সকালের নাশতা ও পানীয় বিনা মূল্যে সরবরাহের ব্যবস্থা রয়েছে।
আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কোচ হিসেবে পরিচিতিমূলক সংবাদ সম্মেলন গতকাল গ্র্যান্ড হায়াত হোটেলেই করেছেন। জুনে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন। নেইমার, রদ্রিগোর মতো ফুটবলারদের জায়গা হয়নি। যেখানে নেইমার চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। ৫ ও ১০ জুন ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল।
১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সুযোগ আছে সপ্তম দলেরও। আন্তমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপের টিকিট কাটতে হবে সেই দলকে।
আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে মাসে ৪০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পাবেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮ কোটি ৫৫ লাখ টাকা। বছরে বেতন হবে ১০২ কোটি ৬০ লাখ টাকা। আর যে ১৪ মাসের চুক্তি হয়েছে আনচেলত্তির সঙ্গে, তাতে তাঁর অ্যাকাউন্টে যাবে ১১৯ কোটি ৭০ লাখ টাকা।
বেতনের সঙ্গে আনচেলত্তির জন্য পারফরম্যান্স বোনাসও থাকছে। ২০২৬ বিশ্বকাপ ব্রাজিল জিতলে বোনাস হিসেবে পাবেন ৫০ লাখ ইউরো (৬৭ কোটি ৩৩ লাখ টাকা)। তাহলে ব্যাপারটা কী দাঁড়াল! ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতলে আনচেলত্তি ১৪ মাসেই পাচ্ছেন ১৮৭ কোটি টাকা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে