দুই দিন আগে চীনের বেইজিংয়ে লিওনেল মেসিকে ছুঁতে মাঠে ঢুকে পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়কের এক ভক্ত। গতকাল তেমনি ফুটবলের আরেক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করতে মাঠে ঢুকে পড়লেন তাঁর এক ভক্ত। ভক্তের সঙ্গে দুর্দান্ত মুহূর্তও উপভোগ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী।
ম্যাচ চলাকালীন পর্তুগালের পতাকা হাতে মাঠে ঢুকে ভক্ত রোনালদোর সঙ্গে কোলাকুলি করেন। এরপর পর্তুগিজ তারকার দুই পায়ের মাঝে মাথা রেখে শ্রদ্ধাও জানান। আর শেষটা হয় সাবেক রিয়াল মাদ্রিদ তারকার দুই হাত দুই দিকে ছুড়ে ‘ট্রেডমার্ক’ উদ্যাপন একসঙ্গে করে। এরই মাঝে একসময় সিআর সেভেনকে বাতাসেও তুলে ধরেন ভক্ত।
রোনালদোর এমন দুর্দান্ত মুহূর্তের ম্যাচে জয়রথ ছুটছে পর্তুগালের। বিশ্বকাপের পর ইউরো বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে তারা। গতকাল বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ২০১৬ ইউরোর চ্যাম্পিয়নরা।
পর্তুগালের হয়ে ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলের সঙ্গে বাকিটি করছেন বার্নার্দো সিলভা। পুরো সময় খেলেও গোল পাননি রোনালদো। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে দলকে লিড এনে দেন এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল বিজয়ী সিলভা। বিরতির পর বসনিয়া গোল শোধ দেওয়ার বিপরীতে আরও দুটি হজম করে। ৭৭ মিনিটের পর ম্যাচের যোগ করা সময়ে দলের তৃতীয় এবং নিজেদের দ্বিতীয় গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ফার্নান্দেজ।
ইউরো বাছাইয়ের আরেক ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বেলজিয়াম। ২১ মিনিটে ওরেল মঙ্গালার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর বেলজিয়াম সমতায় ফেরে রোমেলু লুকাকুর গোলে। ৬১ মিনিটে দলকে পরাজয়ের হাতে থেকে বাঁচান ইন্টার মিলানে ধারে খেলতে যাওয়া এই স্ট্রাইকার।
দুই দিন আগে চীনের বেইজিংয়ে লিওনেল মেসিকে ছুঁতে মাঠে ঢুকে পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়কের এক ভক্ত। গতকাল তেমনি ফুটবলের আরেক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করতে মাঠে ঢুকে পড়লেন তাঁর এক ভক্ত। ভক্তের সঙ্গে দুর্দান্ত মুহূর্তও উপভোগ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী।
ম্যাচ চলাকালীন পর্তুগালের পতাকা হাতে মাঠে ঢুকে ভক্ত রোনালদোর সঙ্গে কোলাকুলি করেন। এরপর পর্তুগিজ তারকার দুই পায়ের মাঝে মাথা রেখে শ্রদ্ধাও জানান। আর শেষটা হয় সাবেক রিয়াল মাদ্রিদ তারকার দুই হাত দুই দিকে ছুড়ে ‘ট্রেডমার্ক’ উদ্যাপন একসঙ্গে করে। এরই মাঝে একসময় সিআর সেভেনকে বাতাসেও তুলে ধরেন ভক্ত।
রোনালদোর এমন দুর্দান্ত মুহূর্তের ম্যাচে জয়রথ ছুটছে পর্তুগালের। বিশ্বকাপের পর ইউরো বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে তারা। গতকাল বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ২০১৬ ইউরোর চ্যাম্পিয়নরা।
পর্তুগালের হয়ে ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলের সঙ্গে বাকিটি করছেন বার্নার্দো সিলভা। পুরো সময় খেলেও গোল পাননি রোনালদো। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে দলকে লিড এনে দেন এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল বিজয়ী সিলভা। বিরতির পর বসনিয়া গোল শোধ দেওয়ার বিপরীতে আরও দুটি হজম করে। ৭৭ মিনিটের পর ম্যাচের যোগ করা সময়ে দলের তৃতীয় এবং নিজেদের দ্বিতীয় গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ফার্নান্দেজ।
ইউরো বাছাইয়ের আরেক ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বেলজিয়াম। ২১ মিনিটে ওরেল মঙ্গালার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর বেলজিয়াম সমতায় ফেরে রোমেলু লুকাকুর গোলে। ৬১ মিনিটে দলকে পরাজয়ের হাতে থেকে বাঁচান ইন্টার মিলানে ধারে খেলতে যাওয়া এই স্ট্রাইকার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে