ক্রীড়া ডেস্ক
দেশ-বিদেশের অনেকেই আজ বাংলাদেশকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের পাশাপাশি বিদেশের রাষ্ট্রপ্রধানরা পৃথক বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর ক্লাবও জানিয়েছে শুভেচ্ছা।
বাংলাদেশ সময় আজ বেলা ২টা ৩৩ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজার ক্লাব লেস্টার সিটি বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করেছে। সেই ছবির ওপর লেখা, ‘লেস্টার সিটি ফুটবল ক্লাবের পক্ষে শুভ স্বাধীনতা দিবস।’ ফটোকার্ডে লেস্টারের লোগো বসানো হয়েছে। ছবি পোস্ট করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি লিখেছে, ‘শুভ স্বাধীনতা দিবস বাংলাদেশ।’ ক্যাপশনের শেষে বাংলাদেশের পতাকার ইমোজি জুড়ে দেওয়া হয়েছে। তিন ঘণ্টার মধ্যে ৮০ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্য হয়েছে পাঁচ হাজারের কাছাকাছি।
বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে ৫৪তম স্বাধীনতা দিবস। আজই বাংলাদেশ সময় সকালে হয়েছে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পর আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ফেসবুকে বাংলাদেশকে নিয়ে পোস্ট করেছেন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা না জানালেও তিনি বলেছেন, ‘যে অসাধারণ সমর্থন ও বার্তা দিয়েছেন, সেজন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয়ের অংশীদার আপনারাও।’
স্বাধীনতা দিবসের আগের দিন বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। শিলংয়ে গতকাল ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশেই ছিলেন তিনি। বাংলাদেশ গোলশূন্য ড্র করলেও ভারতকে কাঁপিয়ে দিয়েছিল। ট্যাকল, ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স—বাংলাদেশের জার্সিতে অভিষেকে তিনি সবখানেই উজ্জ্বল ছিলেন।
আরও পড়ুন:
বাংলাদেশকে ‘ধন্যবাদ’ দিয়ে রাফিনহাকে বিনয়ী হতে বললেন এনজো
দেশ-বিদেশের অনেকেই আজ বাংলাদেশকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের পাশাপাশি বিদেশের রাষ্ট্রপ্রধানরা পৃথক বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর ক্লাবও জানিয়েছে শুভেচ্ছা।
বাংলাদেশ সময় আজ বেলা ২টা ৩৩ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজার ক্লাব লেস্টার সিটি বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করেছে। সেই ছবির ওপর লেখা, ‘লেস্টার সিটি ফুটবল ক্লাবের পক্ষে শুভ স্বাধীনতা দিবস।’ ফটোকার্ডে লেস্টারের লোগো বসানো হয়েছে। ছবি পোস্ট করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি লিখেছে, ‘শুভ স্বাধীনতা দিবস বাংলাদেশ।’ ক্যাপশনের শেষে বাংলাদেশের পতাকার ইমোজি জুড়ে দেওয়া হয়েছে। তিন ঘণ্টার মধ্যে ৮০ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্য হয়েছে পাঁচ হাজারের কাছাকাছি।
বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে ৫৪তম স্বাধীনতা দিবস। আজই বাংলাদেশ সময় সকালে হয়েছে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পর আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ফেসবুকে বাংলাদেশকে নিয়ে পোস্ট করেছেন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা না জানালেও তিনি বলেছেন, ‘যে অসাধারণ সমর্থন ও বার্তা দিয়েছেন, সেজন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয়ের অংশীদার আপনারাও।’
স্বাধীনতা দিবসের আগের দিন বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। শিলংয়ে গতকাল ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশেই ছিলেন তিনি। বাংলাদেশ গোলশূন্য ড্র করলেও ভারতকে কাঁপিয়ে দিয়েছিল। ট্যাকল, ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স—বাংলাদেশের জার্সিতে অভিষেকে তিনি সবখানেই উজ্জ্বল ছিলেন।
আরও পড়ুন:
বাংলাদেশকে ‘ধন্যবাদ’ দিয়ে রাফিনহাকে বিনয়ী হতে বললেন এনজো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে