ঢাকা: ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে।’ গত মাসে ক্রিস্টিয়ানো রোনালদো ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছিলেন। কথাটা রোনালদো অবশ্য ভুল বলেননি। মাঠে একের পর এক রেকর্ড গড়ে যেমন জনপ্রিয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। আজ ইনস্টাগ্রামে প্রথম ব্যক্তি হিসেবে ৩০০ মিলিয়নের (৩০ কোটি) মাইলফলক ছুঁয়েছেন সিআরসেভেন।
এবারের ইউরো খেলার আগেই অনেক রেকর্ড হাতছানি দিচ্ছিল রোনালদোর সামনে। ১৫ জুন বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নেমেই প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ইউরো খেলার রেকর্ড গড়েছিলেন। শুধু তাই নয়, ম্যাচের শেষের দিকে জোড়া গোল করে ছাড়িয়ে গিয়েছিলেন ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনিকে। ১১ গোল করে ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। আজ ইনস্টাগ্রামে ৩০ কোটির মাইলফলক ছুঁয়ে প্রমাণ করলেন, মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সমান জনপ্রিয়। এই তালিকায় ২৬০ মিলিয়ন (২৬ কোটি) অনুসারী নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকান অভিনেতা দ্য রক।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক কাজেও এগিয়ে আসতে দেখা গেছে রোনালদোকে। সে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে দিনকে দিন তাঁর ভক্ত-অনুসারীর সংখ্যা বেড়েই চলেছে। গত বছরের ২০ জানুয়ারি ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন (২০ কোটি) অনুসারীর রেকর্ড গড়েছিলেন রোনালদো। দেড় বছরের মধ্যে ১০০ মিলিয়ন ভক্ত বেড়েছে রোনালদোর।
ঢাকা: ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে।’ গত মাসে ক্রিস্টিয়ানো রোনালদো ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছিলেন। কথাটা রোনালদো অবশ্য ভুল বলেননি। মাঠে একের পর এক রেকর্ড গড়ে যেমন জনপ্রিয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। আজ ইনস্টাগ্রামে প্রথম ব্যক্তি হিসেবে ৩০০ মিলিয়নের (৩০ কোটি) মাইলফলক ছুঁয়েছেন সিআরসেভেন।
এবারের ইউরো খেলার আগেই অনেক রেকর্ড হাতছানি দিচ্ছিল রোনালদোর সামনে। ১৫ জুন বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নেমেই প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ইউরো খেলার রেকর্ড গড়েছিলেন। শুধু তাই নয়, ম্যাচের শেষের দিকে জোড়া গোল করে ছাড়িয়ে গিয়েছিলেন ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনিকে। ১১ গোল করে ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। আজ ইনস্টাগ্রামে ৩০ কোটির মাইলফলক ছুঁয়ে প্রমাণ করলেন, মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সমান জনপ্রিয়। এই তালিকায় ২৬০ মিলিয়ন (২৬ কোটি) অনুসারী নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকান অভিনেতা দ্য রক।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক কাজেও এগিয়ে আসতে দেখা গেছে রোনালদোকে। সে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে দিনকে দিন তাঁর ভক্ত-অনুসারীর সংখ্যা বেড়েই চলেছে। গত বছরের ২০ জানুয়ারি ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন (২০ কোটি) অনুসারীর রেকর্ড গড়েছিলেন রোনালদো। দেড় বছরের মধ্যে ১০০ মিলিয়ন ভক্ত বেড়েছে রোনালদোর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫