ফুটবলে কোচই সর্বেসর্বা। তাঁর কৌশলেই শিষ্যরা মাঠে খেলবেন এটাই ফুটবলের নিয়ম। গুরুর কাছে শিষ্যরা জানবেন, শিখবেন এটাই স্বাভাবিক। কিন্তু কোনো দলের কোচ যদি শিষ্যের কাছেই শিখতে চান, তখন বিষয়টা একটু অন্যরকমই বটে।
এই অন্যরকম ইচ্ছাই প্রকাশ করেছেন ইন্টার মিয়ামির কোচ ফিল নেভিল। মেজর লিগ সকারের ক্লাবটির কোচ যাঁর কাছে শিখতে চেয়েছেন, তিনি হচ্ছেন অতিমানবীয় একজন। বিশ্ব ফুটবলে যাঁর পরিচয় ‘ভিনগ্রহের’ খেলোয়াড় নামে। সেই ফুটবলার হচ্ছেন লিওনেল মেসি।
যদিও এখন পর্যন্ত মেসি নেভিলের শিষ্য হননি। হবেন কি না, সেটিরও নিশ্চিয়তা নেই। তবে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে ক্যারিয়ারের গোধূলিলগ্নে ক্লাবটিতে যেতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। বর্তমানে পিএসজির হয়ে খেলছেন তিনি। এই মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হলেও সময় বাড়াতে দুই পক্ষ রাজি রয়েছে বলে জানা গেছে। খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে।
অন্যদিকে মিরাকল কিছু ঘটার অপেক্ষায় আছেন নেভিল। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার বলেছেন, ‘তার মতো খেলোয়াড়কে সই করানো কঠিন। যদি মেসি আসে, খুশি হব। আর তার কাছে কিছু শিখব।’ সই করানো কঠিন হলেও মেসির বিষয়ে এখনই আশাহত হতে চান না তিনি। তবে সাবেক ইংলিশ ফুটবলারের এই ইচ্ছা পূরণ হবে কি না, তা সময়ই বলবে। মেসিকে নিয়ে এই গুঞ্জন যদি সত্যিও হয়, তখন তিনি দলটির কোচ থাকবেন কি না, সেটিও দেখার বিষয়।
নিজের আরাধ্য স্বপ্ন বিশ্বকাপ জয়ের পর আজই প্রথমবারের মতো পিএসজির হয়ে খেলবেন মেসি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে রাত ২টায় অঁজের বিপক্ষে খেলতে নামবেন এলএম টেন। ছুটিতে থাকায় আজকের ম্যাচে পাবেন না ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে।
ফুটবলে কোচই সর্বেসর্বা। তাঁর কৌশলেই শিষ্যরা মাঠে খেলবেন এটাই ফুটবলের নিয়ম। গুরুর কাছে শিষ্যরা জানবেন, শিখবেন এটাই স্বাভাবিক। কিন্তু কোনো দলের কোচ যদি শিষ্যের কাছেই শিখতে চান, তখন বিষয়টা একটু অন্যরকমই বটে।
এই অন্যরকম ইচ্ছাই প্রকাশ করেছেন ইন্টার মিয়ামির কোচ ফিল নেভিল। মেজর লিগ সকারের ক্লাবটির কোচ যাঁর কাছে শিখতে চেয়েছেন, তিনি হচ্ছেন অতিমানবীয় একজন। বিশ্ব ফুটবলে যাঁর পরিচয় ‘ভিনগ্রহের’ খেলোয়াড় নামে। সেই ফুটবলার হচ্ছেন লিওনেল মেসি।
যদিও এখন পর্যন্ত মেসি নেভিলের শিষ্য হননি। হবেন কি না, সেটিরও নিশ্চিয়তা নেই। তবে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে ক্যারিয়ারের গোধূলিলগ্নে ক্লাবটিতে যেতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। বর্তমানে পিএসজির হয়ে খেলছেন তিনি। এই মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হলেও সময় বাড়াতে দুই পক্ষ রাজি রয়েছে বলে জানা গেছে। খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে।
অন্যদিকে মিরাকল কিছু ঘটার অপেক্ষায় আছেন নেভিল। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার বলেছেন, ‘তার মতো খেলোয়াড়কে সই করানো কঠিন। যদি মেসি আসে, খুশি হব। আর তার কাছে কিছু শিখব।’ সই করানো কঠিন হলেও মেসির বিষয়ে এখনই আশাহত হতে চান না তিনি। তবে সাবেক ইংলিশ ফুটবলারের এই ইচ্ছা পূরণ হবে কি না, তা সময়ই বলবে। মেসিকে নিয়ে এই গুঞ্জন যদি সত্যিও হয়, তখন তিনি দলটির কোচ থাকবেন কি না, সেটিও দেখার বিষয়।
নিজের আরাধ্য স্বপ্ন বিশ্বকাপ জয়ের পর আজই প্রথমবারের মতো পিএসজির হয়ে খেলবেন মেসি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে রাত ২টায় অঁজের বিপক্ষে খেলতে নামবেন এলএম টেন। ছুটিতে থাকায় আজকের ম্যাচে পাবেন না ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫