কোন মৌসুমে সবশেষ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলেছিল বার্সেলোনা? এত বড় একটা দল, তবু এই প্রশ্নের উত্তরে স্মৃতি হাতড়ে ফিরতে হবে। আগের দুই মৌসুমে তো গ্রুপ পর্বেই বিদায়, তারও আগের বছর শেষ ষোলোয়। তবে আজ ঘরের মাঠে জিতলে মাঝের ভুলে যাওয়ার মতো সময় পেছনে ফেলে পাঁচ বছর পর সেমিফাইনালে খেলবে বার্সেলোনা।
শেষ আটের দ্বিতীয় লেগে আজ তাদের প্রতিপক্ষ পিএসজি। প্যারিসের এই দল এবং দলটির কোচ লুইস এনরিকের নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে ২০১৭ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বার্সেলোনার প্রত্যাবর্তনের অসাধারণ গল্প। সেবার প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে গিয়েছিল কাতালান দলটি। এমন বড় হারের পর সবাই দ্বিতীয় লেগের ম্যাচটিকে নিছক আনুষ্ঠানিকতা হিসেবেই ভাবতে শুরু করেছিলেন। কিন্তু লুইস এনরিকের বার্সেলোনা ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় লেগ জিতেছিল ৬-১ গোলে!
সেই এনরিকে এবার পিএসজির ডাগআউটে। কোয়ার্টার ফাইনালের প্রথম ২-৩ গোলে হারের পর সেমিফাইনালে যেতে হলে আজ দ্বিতীয় লেগে সাত বছর আগের প্রত্যাবর্তনের গল্পই লিখতে হবে এনরিকের দলকে। কিন্তু সেটা কি সম্ভব! পিএসজিতে মেসি নেই; নেই নেইমারও। আছেন শুধু এমবাপ্পে। একা তিনি আর কীই-বা করবেন! তবু লুইস এনরিকের বিশ্বাস, ‘সন্দেহ নেই, ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে আমাদের; আমরা সেটাই করব এবং সেটা করাই লক্ষ্য আমাদের।’
এমবাপ্পের মনও পিএসজি থেকে উঠে গেছে। মৌসুম শেষ হলেই তিনি ঠিকানা বদলাবেন। নিজের পিএসজি ছেড়ে যাওয়ার কথা ক্লাব কর্তৃপক্ষকে জানানোর পর সাত ম্যাচের মাত্র একটিতেই পুরো ৯০ মিনিটে খেলানো হয়েছে তাঁকে। তবু বার্সাকে যদি মরণকামড় দিতে চায় পিএসজি, সে ক্ষেত্রে এমবাপ্পেই বড় ভরসা।
আর বার্সার ভরসা কিন্তু তরুণেরা। দলের তরুণেরাই প্রথম লেগে জিতিয়েছেন বার্সেলোনাকে; গত এক দশকে ৩-২ গোলের যে জয়টিকে বলা হচ্ছে প্রতিপক্ষের মাঠে দলটির সেরা জয়। যে জয়ে উজ্জীবিত ভূমিকা রেখেছিলেন দুই টিনেজার—১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল ও ১৭ বছর বয়সী পাও কুবার্সি। গত কয়েক মাসে বিচ্ছিন্নভাবে দুজনকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। তবে আজ পিএসজিকে হারিয়ে পাঁচ বছর পর বার্সাকে যদি সেমিফাইনালে তুলে দিতে পারেন ইয়ামাল-কুবার্সি, তাহলে তাঁদের নিয়ে বড় স্বপ্ন দেখা শুরু হবে বার্সার সমর্থকদেরও। গ্যালারির সমর্থন আর চেনা মাঠে সুবিধা নিয়ে কি ইয়ামাল-কুবার্সি সেমিফাইনালে তুলে দিতে পারবেন দলকে?
কোন মৌসুমে সবশেষ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলেছিল বার্সেলোনা? এত বড় একটা দল, তবু এই প্রশ্নের উত্তরে স্মৃতি হাতড়ে ফিরতে হবে। আগের দুই মৌসুমে তো গ্রুপ পর্বেই বিদায়, তারও আগের বছর শেষ ষোলোয়। তবে আজ ঘরের মাঠে জিতলে মাঝের ভুলে যাওয়ার মতো সময় পেছনে ফেলে পাঁচ বছর পর সেমিফাইনালে খেলবে বার্সেলোনা।
শেষ আটের দ্বিতীয় লেগে আজ তাদের প্রতিপক্ষ পিএসজি। প্যারিসের এই দল এবং দলটির কোচ লুইস এনরিকের নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে ২০১৭ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বার্সেলোনার প্রত্যাবর্তনের অসাধারণ গল্প। সেবার প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে গিয়েছিল কাতালান দলটি। এমন বড় হারের পর সবাই দ্বিতীয় লেগের ম্যাচটিকে নিছক আনুষ্ঠানিকতা হিসেবেই ভাবতে শুরু করেছিলেন। কিন্তু লুইস এনরিকের বার্সেলোনা ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় লেগ জিতেছিল ৬-১ গোলে!
সেই এনরিকে এবার পিএসজির ডাগআউটে। কোয়ার্টার ফাইনালের প্রথম ২-৩ গোলে হারের পর সেমিফাইনালে যেতে হলে আজ দ্বিতীয় লেগে সাত বছর আগের প্রত্যাবর্তনের গল্পই লিখতে হবে এনরিকের দলকে। কিন্তু সেটা কি সম্ভব! পিএসজিতে মেসি নেই; নেই নেইমারও। আছেন শুধু এমবাপ্পে। একা তিনি আর কীই-বা করবেন! তবু লুইস এনরিকের বিশ্বাস, ‘সন্দেহ নেই, ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে আমাদের; আমরা সেটাই করব এবং সেটা করাই লক্ষ্য আমাদের।’
এমবাপ্পের মনও পিএসজি থেকে উঠে গেছে। মৌসুম শেষ হলেই তিনি ঠিকানা বদলাবেন। নিজের পিএসজি ছেড়ে যাওয়ার কথা ক্লাব কর্তৃপক্ষকে জানানোর পর সাত ম্যাচের মাত্র একটিতেই পুরো ৯০ মিনিটে খেলানো হয়েছে তাঁকে। তবু বার্সাকে যদি মরণকামড় দিতে চায় পিএসজি, সে ক্ষেত্রে এমবাপ্পেই বড় ভরসা।
আর বার্সার ভরসা কিন্তু তরুণেরা। দলের তরুণেরাই প্রথম লেগে জিতিয়েছেন বার্সেলোনাকে; গত এক দশকে ৩-২ গোলের যে জয়টিকে বলা হচ্ছে প্রতিপক্ষের মাঠে দলটির সেরা জয়। যে জয়ে উজ্জীবিত ভূমিকা রেখেছিলেন দুই টিনেজার—১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল ও ১৭ বছর বয়সী পাও কুবার্সি। গত কয়েক মাসে বিচ্ছিন্নভাবে দুজনকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। তবে আজ পিএসজিকে হারিয়ে পাঁচ বছর পর বার্সাকে যদি সেমিফাইনালে তুলে দিতে পারেন ইয়ামাল-কুবার্সি, তাহলে তাঁদের নিয়ে বড় স্বপ্ন দেখা শুরু হবে বার্সার সমর্থকদেরও। গ্যালারির সমর্থন আর চেনা মাঠে সুবিধা নিয়ে কি ইয়ামাল-কুবার্সি সেমিফাইনালে তুলে দিতে পারবেন দলকে?
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে